গত ২৫ নভেম্বর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়েরকৃত রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং ইসকন পরিচালিত পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এরই প্রেক্ষিতে একের পর এক ঘটনা প্রবাহে ‘ইসকন নেতার বাড়িতে সেনাবাহিনীর অভিযান ৯৮৫ কোটি টাকা ৭০ কেজি স্বর্ণ উদ্ধার’ শীর্ষক শিরোনামে একটি দাবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে। ভিডিওতে কোনো ইসকন নেতার নাম উল্লেখ করা হয়নি। তবে ভিডিওর থাম্বনেইলে সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের একটি ছবি সংযুক্ত করা হয়েছে।
উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)৷
একই দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷
টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)৷
এছাড়া, উক্ত দাবিতে ভারত থেকে পরিচালিত একটি ফেসবুক পেজের পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সম্প্রতি সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস কিংবা অন্য কোনো ইসকন নেতার বাড়িতে সেনাবাহিনীর অভিযান পরিচালিত হয়নি এবং কোনো ইসকন নেতার কাছ থেকে ৯৮৫ কোটি টাকা ৭০ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়নি বরং, ভিন্ন কয়েকটি ভিডিও ডিজিটাল প্রযুক্তির সাহায্যে সম্পাদনা করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে৷
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে কোনো ইসকন নেতার বাড়িতে সেনাবাহিনীর অভিযানের কোনো ভিডিও ক্লিপ বা তথ্য নেই৷ ভিডিওটির কিছু কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করার মাধ্যমে ২০২০ সালের একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, দুই আওয়ামী লীগ নেতার বাড়িতে র্যাবের অভিযানের ভিডিও প্রতিবেদনটির বেশিরভাগ অংশই আলোচিত ভিডিওতে ব্যবহার করা হয়েছে। একইভাবে পৃথক দুটি ঘটনায় ২০২২ সালের সময় টিভির একটি ভিডিও প্রতিবেদন ও গত ২৬ একটি নভেম্বরের এটিএন নিউজের একটি প্রতিবেদনের প্রথম ৫ সেকেন্ড আলোচিত ভিডিওগুলোতে ব্যবহার করা হয়৷ উক্ত প্রতিবেদনগুলো পর্যবেক্ষণ করে কোনোটিতেই ইসকন নেতার বাসায় অভিযান সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি।
অন্যদিকে, সেনাপ্রধান ওয়াকার-ইজ-জামানের বক্তব্যের একটি ক্লিপ আলোচিত ভিডিওতে ব্যবহার করা হয়, যা গত ২২ জুলাইয়ের একটি প্রতিবেদন থেকে সংগ্রহ করা হয়েছে৷
গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস কিংবা অন্য কোনো ইসকন নেতার বাসা থেকে টাকা ও স্বর্ণ উদ্ধারের কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, ইসকন নেতার বাড়িতে সেনাবাহিনীর অভিযান এবং টাকা ও স্বর্ণ উদ্ধারের দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- NEWS24 – আওয়ামী লীগের দুই নেতার বাড়ি হতে উদ্বার সাড়ে ২৬ কোটি টাকা | টাকার উৎস তদন্ত করবে র্যাব
- SOMOY TV – এক বাসা থেকে উদ্ধার ২৭ কোটি টাকা!
- SOMOY TV – স্বাভাবিক পরিস্থিতি ফেরৎ এসেছে: সেনাপ্রধান
- ATN News – ইসকন নেতা চিন্ময়কে গ্রেপ্তারে উদ্বিগ্ন ভারত, সীমান্ত অবরোধের হুঁশিয়ারি বিজেপির!
- Rumor Scanner’s Own Analysis