schema:text
| - গত ০৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতা হারায় শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার; যার সূত্রপাত হয় সরকারি সকল গ্রেডের চাকুরিতে বৈষম্যবিরোধী কোটা সংস্কারের দাবিতে। উক্ত আন্দোলনে সমন্বয়ক হিসেবে একাধিক শিক্ষার্থী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তীতে গত ০৮ আগস্ট ড. মুহম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় যার মধ্যে দুইজন সমন্বয়ককেও উপদেষ্টা পদে রাখা হয়। সম্প্রতি এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, ভিডিওটি চট্টগ্রামের এবং চট্টগ্রামে ছাত্রলীগের ভয়ে সমন্বয়কদের পালানোর দৃশ্য প্রদর্শিত হচ্ছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সমন্বয়কদের পালানোর দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটিতে সমন্বয়করা নয়, বরং গত আগস্ট মাসে আনসারদের পালানোর দৃশ্য প্রদর্শিত হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে যমুনা টিভির ফেসবুক পেজে গত ২৫ আগস্ট “মাফ চেয়ে দেয়াল টপকে পালালো আনসাররা” শিরোনামে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল পাওয়া যায়।
যমুনা টিভির ফেসবুক পেজে প্রচারিত উক্ত ভিডিওটি থেকে জানা যায়, শিক্ষার্থীদের কারণে আনসাররা কোণঠাসা হয়ে পড়েছে এবং দেয়াল ও প্রচীর টপকে আনসাররা পালিয়ে যাচ্ছে। সেনাবাহিনী দু’পক্ষকে সংযত করার চেষ্টা করলেও সংযত করা যায়নি।
উল্লেখ্য যে, চাকরি জাতীয়করণের দাবিতে গত ২৫ আগস্ট দিনভর সচিবালয় ঘেরাও করে রাখার পর রাত সাড়ে নয়টার দিকে সচিবালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় আনসার সদস্যরা। পরে শিক্ষার্থীদের ধাওয়ায় রাত পৌনে ১০টার দিকে সচিবালয় এলাকা ত্যাগ করেন আনসার সদস্যরা। চাকরি জাতীয়করণের দাবিসহ আরো কিছু দাবিতে তার কয়েক দিন আগে থেকে আন্দোলন করে আসছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অধীনে থাকা আনসার সদস্যরা।
প্রসঙ্গত, গতকাল ২২ অক্টোবর রাতে ফেসবুকে দাবি করা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নিয়ন্ত্রণে চলে গেছে এবং সমন্বয়করা পালিয়েছেন। এরই প্রেক্ষিতে, উক্ত দাবিটি গুজব জানিয়ে গতকাল মধ্যরাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে (সরাসরি সম্প্রচার) আসেন।
সুতরাং, আলোচিত ভিডিওটি চট্টগ্রামে ছাত্রলীগ কর্তৃক সমন্বয়কদের পালানোর ভিডিও শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Jamuna TV – মাফ চেয়ে দেয়াল টপকে পালালো আনসাররা
- Prothom Alo – শিক্ষার্থীদের সঙ্গে আনসারদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া
- Rumor Scanner’s own analysis
|