schema:text
| - গত ০৯ জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৬ সদস্যবিশিষ্ট নতুন আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।
পরদিন ১০ জুলাই একই দলের নতুন সংশোধনী আংশিক কমিটি ঘোষণা হয়েছে শীর্ষক দাবিতে আরেকটি বিজ্ঞপ্তির ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। কথিত এই কমিটিতে মামুন হাসানকে সভাপতি ও নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করার তথ্য উল্লেখ পাওয়া যায়।
উক্ত বিজ্ঞপ্তির ছবি সম্বলিত ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, যুবদলের সংশোধনী আংশিক কমিটি দাবিতে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিটি আসল নয় বরং, আলোচিত বিজ্ঞপ্তিটি ভুয়া বলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ফেসবুক পেজ থেকে একটি পোস্টের মাধ্যমে জানিয়েছেন।
অনুসন্ধানের শুরুতে বিজ্ঞপ্তিটির সত্যতা যাচাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৭ সদস্যবিশিষ্ট কমিটির প্রেস বিজ্ঞপ্তিটিকে বানোয়াট ও ভূয়া বলে সতর্ক করা হয়েছে। এছাড়াও, ‘BNP Media Cell’ ফেসবুক পেজ থেকেও আলোচিত বিজ্ঞপ্তিটি ভুয়া বলে সতর্ক করা হয়েছে।
Screenshot collage: Rumor Scanner
তাছাড়া, ১০ জুলাই নতুন করে দলটির সংশোধিত কমিটি ঘোষণা শীর্ষক কোনো সংবাদ গণমাধ্যমে পাওয়া যায়নি।
মূলত, বিএনপির দলীয় প্যাডে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত সংশোধিত কমিটির নামে মামুন হাসানকে সভাপতি ও নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৭ সদস্যবিশিষ্ট কমিটির একটি প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। তবে, রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, আলোচিত যুবদলের সংশোধনী আংশিক কমিটির প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া বলে দলটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তাছাড়া, গত ০৯ জুলাই রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৬ সদস্যবিশিষ্ট নতুন আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। পরবর্তীতে এই কমিটি নিয়ে আর কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি।
সুতরাং, সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৭ সদস্যবিশিষ্ট সংশোধনী আংশিক কমিটি ঘোষণা সম্বলিত প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া ও বানোয়াট।
|