schema:text
| - সম্প্রতি, ‘বিজয় দিবসে “বঙ্গবন্ধুর” প্রতি কৃতজ্ঞতা জানালেন সেনাপ্রধান’ শীর্ষক দাবিতে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের একটি ভিডিও প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘বিজয় দিবসে “বঙ্গবন্ধুর” প্রতি কৃতজ্ঞতা জানালেন সেনাপ্রধান’ শীর্ষক দাবিতে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের প্রচারিত ভিডিও ক্লিপটি বিজয় দিবসের নয় বরং, এটি তার সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পরের ঘটনার ভিডিও ক্লিপ; যার সাথে আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই।
ভিডিওটি পর্যবেক্ষণ করে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানকে বলতে শোনা যায়, “বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা ওনি আমাদের একটা স্বাধীন সার্বভৌম দেশ দিয়েছেন এবং সেই স্বাধীন দেশের আজকে আমি সেনাপ্রধান। সমস্ত শহীদদের প্রতি আমার কৃতজ্ঞতা। সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রতি আমার কৃতজ্ঞতা, তারা তাদের সোনালী দিনগুলো আমাদের জন্য উৎসর্গ করেছেন এবং আজকে আমরা এই স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি।” এছাড়া, ভিডিওটিতে এটিএন নিউজ এর একটি লোগো দেখতে পাওয়া যায়।
অনুসন্ধানে এটিএন নিউজের ইউটিউব চ্যানেলে গত ২৪ জুন ‘সেনাবাহিনী প্রধানের দায়িত্ব নিয়ে যা বললেন জেনারেল ওয়াকার | Army Chief | General Waker-Uz-Zaman’ শীর্ষক ক্যাপশনে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
ভিডিওটির ১.০৫ থেকে ১.৩৭ পর্যন্ত অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর সাদৃশ্য লক্ষ্য করা যায়।
অর্থাৎ, এটা নিশ্চিত যে এই ভিডিরও সাথে বিজয় দিবেসের কোনো সম্পর্ক নেই।
উল্লেখ্য, গত ২৩ জুন নতুন সেনাপ্রধান হিসেবে জেনারেল ওয়াকার-উজ-জামান বিদায়ী সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের নিকট হতে দায়িত্বভার গ্রহণ করেছিলেন।
এছাড়া, বিজয় দিবসে গতকাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানকে কোনো বক্তব্য দিতে দেখা যায়নি।
সুতরাং, বঙ্গবন্ধুর প্রতি সেনাপ্রধানের কৃতজ্ঞতা জানানোর বক্তব্যের পুরোনো ভিডিও ক্লিপকে বিজয় দিবসের বক্তব্য দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- ATN News: সেনাবাহিনী প্রধানের দায়িত্ব নিয়ে যা বললেন জেনারেল ওয়াকার | Army Chief | General Waker-Uz-Zaman
- যুগান্তর: দেশ ও জনগণের প্রয়োজনে সর্বদা নিয়োজিত থাকব: সেনাপ্রধান
- Rumor Scanner’s Own Analysis
|