schema:text
| - সম্প্রতি, অভিনেত্রী পরীমনির নাচের দৃশ্য দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত ফেসবুকে প্রচারিত পোস্টটি প্রায় ২৫ লাখ ভিউ হয়েছে। এছাড়া, পোস্টটিতে ২৬ লাখের ওপরে প্রতিক্রিয়া দেখানো হয়েছে এবং ৬০৯ টি মন্তব্য করা হয়েছে। পাশাপাশি, পোস্টটি ২১৬ বার শেয়ার করা হয়েছে।
একই দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পরীমনির নাচের দৃশ্যের দাবিতে প্রচারিত ভিডিওতে পরীমনি নয়, ছিলেন ভারতীয় এক নৃত্যশিল্পী। সুহানা খান নামের উক্ত মডেলের ভিডিওকে প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে পরীমনির মুখমণ্ডল বসিয়ে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানে ‘SUHANA KHAN’ নামক একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রচারিত একটি ভিডিও (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে থাকা ব্যক্তির ড্রেস, ব্যাকগ্রাউন্ড এবং অঙ্গভঙ্গির সাথে হুবহু মিল রয়েছে।
উক্ত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে জানা যায়, নৃত্যরত ব্যক্তি ভারতীয় নৃত্যশিল্পী সুহানা খান। সুহানা একই পোশাকে তার অ্যাকাউন্টে কিছু ছবিও প্রকাশ করেছেন।
অর্থাৎ, সুহানার নাচের ভিডিওকে ডিপফেক প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে পরীমনির মুখমণ্ডল বসিয়ে প্রচার করা হচ্ছে৷ বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ডিপফেক প্রযুক্তির সহায়তায় ভুয়া ভিডিও প্রচারের পরিমাণ বেড়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি নেত্রী রুমিন ফারহানা, নায়িকা অপু বিশ্বাস, অভিনেত্রী তানজিনা তিশাসহ একাধিক সুপরিচিত ব্যক্তিত্ব এই ডিপফেক ভিডিওর শিকার হয়েছেন৷
সুতরাং, পরীমনির নাচের দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি এডিটেড বা সম্পাদিত।
তথ্যসূত্র
- SUHANA KHAN- Instagram Post
- Rumor Scanner’s Own Analysis
|