কোটা সংস্কার আন্দোলনের অগ্নিকন্যা হিসেবে পরিচিতি পাওয়া তরুণী ফারজানা সিথি পরবর্তী সময়ে শাহবাগ থানায় সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করে আলোচনার জন্ম দেন। সম্প্রতি একটি ভিডিও প্রচার করে ইন্টারনেটে দাবি করা হচ্ছে, ফারজানা সিথি এক সেনা কর্মকর্তাকে বিয়ে করছেন।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ফারজানা সিথি সেনা কর্মকর্তাকে বিয়ে করছেন শীর্ষক দাবির ভিডিওটি তার বিয়ের নয় বরং, একটি বিউটি সেলুনের প্রচারণার অংশ হিসেবে প্রচারিত এই ভিডিও ব্যবহার করে উক্ত ভুয়া দাবিটি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
অনুসন্ধানে ‘Glamify Looks by Maya’ নামের একটি ফেসবুক পেজে গত ০৯ অক্টোবর প্রকাশিত এ সংক্রান্ত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ক্যাপশনে সিথির সারপ্রাইজ বিয়ে উল্লেখ করা এই ভিডিওটিতে ক্যামেরার পেছনে থাকা এক ব্যক্তি কর্তৃক “এখন ক্যান্টনমেন্টে যাচ্ছি এবং বিয়ে করতে কিনা” প্রশ্নের উত্তরে ফারজানা সিথিকে ইতিবাচক উত্তর দিতে দেখা যায়। মূলত ভিডিওটির ক্যাপশন এবং কথোপকথনের প্রেক্ষিতেই ভিডিওটি ভাইরাল হয়েছে আলোচ্য দাবিতে।
এর পূর্বে গত ৩০ সেপ্টেম্বর একই পেজ থেকে সিথি তাদের পরবর্তী মডেল জানিয়ে এ বিষয়ে একটি পোস্ট করা হয়। পেজটিতে গত ১০ অক্টোবর প্রকাশিত একটি ভিডিওতে সিথির বিয়ের প্রসঙ্গে জানানো হয়, সিথির বিয়ে হয়ে যায়নি। সিথি মডেল হিসেবে পেজটির একটি ব্রাইডাল শুটে অংশ নেয়।
পরবর্তীতে রিউমর স্ক্যানারের পক্ষ থেকে পেজটির মালিক নাসরিন সুলতানা মায়ার সাথে যোগাযোগ করা হলে তিনি রিউমর স্ক্যানারকে জানান, এটি একটি ফানি ভিডিও। ব্রাইডাল শুট করতে স্টুডিওতে যাওয়ার সময় ভিডিওটি করা এবং মূল ভিডিওটি আমাদের।
সুতরাং, ব্রাইডাল ফটোশুটের ভিডিওকে ফারজানা সিথি এক সেনা কর্মকর্তাকে বিয়ে করছেন দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।