বিএনপির নামে ভাইরাল এই প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া
সম্প্রতি যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি বিশাল ভাইরাল হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নামে ভাইরাল এই বিজ্ঞপ্তি শেয়ার করে দাবি করা হচ্ছে, বিএনপি তাদের কর্মীদের মুল্যায়ন করতে চলেছে কিন্তু যারা আওয়ামী লীগের সাথে যুক্ত রয়েছে তাদের মুল্যায়ন করা হবে না। এই বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ দেওয়া হয়েছে ২৮ সেপ্টেম্বর এবং রয়েছে ‘বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষর।
এই বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে,”বিগত দিনের বিএনপির রাজনৈতিক দলের সাথে জড়িত দীর্ঘ ১৭ বছর যাবত নির্যাতিত নিপীড়িত রাজনৈতিক দলের আছেন তাদেরকে দলে মূল্যায়ন করা হবে। যেসব বিএনপি বড় বড় পদে আছেন আওয়ামী লীগদের সাথে টাকা খেয়ে চলাফেরা করছেন তাদেরকে দল থেকে পরিষ্কার করা হবে। আওয়ামী লীগের সাথে কোন প্রকারের ছবি যদি থাকে। তাহলে দল বিবেচনা করে বহিষ্কার করার চিন্তা ভাবনা করবে। কাজেই আওয়ামী লীগদের দূরে সরিয়ে রাখতে হবে। যারা আওয়ামী লীগের সাথে জড়িত থাকবেন তাদেরকে দল কোনদিন মূল্যায়ন করা হবে না।“
তথ্য যাচাই করে আমরা ভাইরাল এই বিজ্ঞপ্তিকে ভুয়া হিসেবে পেয়েছি। ‘বিএনপি’ এরকম কোন প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেনি।
|ফেসবুক পোস্ট
|আর্কাইভ
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ‘বিএনপি’র অফিসিয়াল ওয়েবসাইট সহ তাদের সামাজিক মাধ্যমের প্রোফাইলগুলোতে ভাইরাল এই বিজ্ঞপ্তিকে খুঁজি। কোথাও এই বিজ্ঞপ্তি পাওয়া যায় না। যা থেকে মনে সন্দেহের উদ্ভব হয়।
তারপর আমরা ভাইরাল এই বিজ্ঞপ্তির এবং বিএনপির অন্য প্রেস বিজ্ঞপ্তির তুলনা করে দেখতে পাই ফেসবুক পোস্টের এই বিজ্ঞপ্তিতে যে ফন্ট ব্যবহার করা হয়েছে তা বিএনপির অফিসিয়াল প্রেস বিজ্ঞপ্তিতে ব্যবহৃত ফন্ট থেকে আলাদা। যা ভাইরাল এই বিজ্ঞপ্তির প্রতি সন্দেহকে দৃঢ় করে।
আরও একটু খুজেখুজির পর ভাইরাল এই বিজ্ঞপ্তিকে ঘিরে বিএনপির একটি ফেসবুক পোস্ট পাওয়া যায়। যেখানে এটিকে ভুয়া বলে জানিয়ে লেখা হয়েছে,”আমি নিম্নে স্বাক্ষরকারী বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই মর্মে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, কোন স্বার্থান্বেষী কুচক্রী মহল আমার স্বাক্ষর জাল করে গত ২৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোষ্ট করে। ফেসবুকে পোষ্টকৃত প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরুপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। ভুয়া প্রেস বিজ্ঞপ্তি নিম্নে উল্লেখ করা হলো- উল্লিখিত প্রেস বিজ্ঞপ্তি আমার স্বাক্ষরে বিএনপি’র দফতর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণরুপে বানোয়াট ও ভুয়া। গত ২৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমার স্বাক্ষর জাল করে প্রচারিত ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটির বিষয়ে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।“
|ফেসবুক পোস্ট
|আর্কাইভ
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে দলে মুল্যায়নের সময় যারা আওয়ামী লীগের সাথে জড়িত আছে তাদের দলে নেওয়া হবে না দাবীকৃত বিএনপির প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া। এরকম কোন প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেনি বিএনপি।
Sources
BNP Website
https://www.bnpbd.org/
BNP Fb Page
https://www.facebook.com/bnpbd.org