schema:text
| - গত জুলাইয়ে কোট সংস্কার আন্দোলনে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীসহ ছাত্রলীগের কর্মীদের ঘটেছে সংঘর্ষ ও সহিংসতার ঘটনা। এরই প্রেক্ষিতে, ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভাকে কান ধরে উঠবস করালো সাধারণ শিক্ষার্থীরা দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওতে কান ধরে উঠবস করা মেয়েটি ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভার নয় বরং, উক্ত নারী ইডেনের ছাত্রলীগের কর্মী সাগরিকা আক্তার।
অনুসন্ধানে সাংবাদিক ‘Mahdy Hasan Talha’ ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ১৭ জুলাই প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। এই ভিডিওতে উল্লেখ করা হয়, কান ধরে ওঠবস করা নারীর নাম সাগরিকা আক্তার, যিনি ইডেন মহিলা কলেজের ছাত্রলীগ নেত্রী।
পরবর্তীতে জাতীয় দৈনিক কালবেলার ওয়েবসাইটে ‘আন্দোলনকারীরা নেত্রীদের সমন্বয়হীনতার সুযোগ নিয়েছে’ শীর্ষক শিরোনামে ফিচারে আলোচিত মেয়েটির ছবি যুক্ত প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘তিনি কলেজটির সামাজিক বিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী। শাখা ছাত্রলীগের একজন সহ-সভাপতির বান্ধবী হওয়ায় থাকতেন তার রুমে। ছাত্রলীগের কোনো পদপদবিতে না থাকলেও সক্রিয় কর্মী ছিলেন। ওই নেত্রীকে কলেজের সাধারণ শিক্ষার্থীরা হেনস্তা করেন। কান ধরে ওঠবস করিয়ে মোবাইল ফোনে ভিডিও করে তা ছড়িয়ে দেন সর্বত্র।’
অর্থাৎ, এটা নিশ্চিত যে আলোচিত ভিডিওতে কান ধরে উঠবস করা মেয়েটি ইডেন কলেজ শাখা ছাত্রলীগের তামান্না জেসমিন রিভা নয়।
এছাড়াও, রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে পাওয়া এই নারীর প্রথম বর্ষের ভর্তির পরীক্ষার একটি প্রবেশপত্র পাওয়া যায়। উক্ত প্রবেশপত্রটিতে মেয়েটির নাম ‘MST. SAGARIKA AKTER’ উল্লেখ রয়েছে।
সুতরাং, ইডেন মহিলা কলেজে ছাত্রলীগ নেত্রী সাগরিকা আক্তারের কান ধরে ওঠবস করার ভিডিওকে তামান্না জেসমিন রিভার দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Mahdy Hasan Talha: পালাতে চেয়েছিলেন ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের নেত্রী সাগরিকা আক্তার, কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তাকে আটকে কান ধরে উঠবস করিয়েছেন।
- কালবেলা: আন্দোলনকারীরা নেত্রীদের সমন্বয়হীনতার সুযোগ নিয়েছে
- Rumor Scanner’s Own Analysis
|