schema:text
| - গত ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতনের পর শহীদ নূর হোসেন দিবসকে ঘিরে আজ ১০ নভেম্বর প্রথমবারের মতো কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একই স্থানে গণজমায়তের ঘোষণা দিয়ে আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা দিয়েছে। এরই প্রেক্ষিতে, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরকে (আইএসপিআর) সূত্র হিসেবে উল্লেখ করে, সেনাবাহিনী রাজনৈতিক সমাবেশে বাধা সৃষ্টি করবে না বলে ক্যান্টনমেন্টে ফিরে গেছেন শীর্ষক দাবি সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)
কোনো সূত্র উল্লেখ ব্যতীত একই দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ১০ নভেম্বরের আওয়ামী লীগের কর্মসূচির পরিপ্রক্ষিতে সেনাবাহিনী রাজনৈতিক সমাবেশে বাধা সৃষ্টি করবে না বলে ক্যান্টনমেন্টে ফিরে গেছেন শীর্ষক কোনো তথ্য জানায়নি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বরং, আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে ঢাকায় সতর্ক অবস্থানে রয়েছে সেনাবাহিনী।
আলোচিত দাবির সত্যতা জানতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের ওয়েবসাইট পর্যবেক্ষণ করে এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
এছাড়া, বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইট, ফেসবুক পেজ, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট পর্যবেক্ষণ করে আলোচিত দাবির সত্যতা মেলেনি।
প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে মূলধারার গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।
তবে, গণমাধ্যম সূত্রে জানা যায়, জিরো পয়েন্টে বিক্ষোভ কর্মসূচি ঘিরে সেনাবাহিনী-পুলিশের কঠোর অবস্থানে রয়েছে। উক্ত কর্মসূচি ঘিরে সেনাবাহিনীর নজরদারির বিষয়ে আরও সংবাদ দেখুন- ১,২।
অর্থাৎ, এটা নিশ্চিত যে জিরো পয়েন্টে বিক্ষোভ কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুুলিশেরসাথে সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) রিউমর স্ক্যানারকে জানিয়েছে, সেনাবাহিনীর যে দায়িত্ব তাতে কোনো পরিবর্তন আসেনি। আইএসপআর জানিয়েছে, তাদের সূত্র দেখিয়ে যে দাবিটা প্রচার হচ্ছে তাও সঠিক নয়। আইএসপিআর এমন কোনো তথ্য দেয়নি।
উল্লেখ্য, আওয়ামী লীগের আজকের কর্মসূচি ঘিরে গতকাল ফেসবুকে দেওয়া এক পোস্টে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘আওয়ামী লীগ এখন যে রূপে (কারেন্ট ফর্ম) আছে, তাতে এটি একটি ফ্যাসিবাদী দল। এই ফ্যাসিবাদী দলটিকে বাংলাদেশে বিক্ষোভ করার অনুমতি দেওয়ার কোনো সুযোগ নেই। গণহত্যাকারী এবং স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে কেউ সমাবেশ, জমায়েত এবং মিছিল করার চেষ্টা করলে তাঁকে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কঠোর অবস্থানের মুখোমুখি হতে হবে। অন্তর্বর্তী সরকার কোনো সহিংসতা কিংবা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি লঙ্ঘনের কোনো চেষ্টা মেনে নেবে না।’
সুতরাং, সেনাবাহিনী রাজনৈতিক সমাবেশে বাধা সৃষ্টি করবে না বলে ক্যান্টনমেন্টে ফিরে গেছে দাবিতে আইএসপিআরের বরাতে প্রচারিত তথ্যটি বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Desh TV News: বিক্ষোভ কর্মসূচি ঘিরে সেনাবাহিনী-পুলিশের কঠোর অবস্থান
- Independent Television: জিরো পয়েন্টে সতর্ক অবস্থানে পুলিশ-সেনাবাহিনী
- দেশ রুপান্তর: রাজধানীর জিরো পয়েন্টে সতর্ক অবস্থানে পুলিশ-সেনাবাহিনী
- Rumor Scanner’s Own Analysis
|