গত ০৭ ডিসেম্বর “যুক্তরাজ্যে জাতির সঙ্গে সরাসরি ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা” শীর্ষক দাবিতে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে শেখ হাসিনার ভাষণর একটি ভিডিও প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি ভিডিওটি প্রায় ২৬ হাজার বার দেখা হয়েছে। ভিডিওটিতে ২ হাজারের অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। ভিডিওটিতে শতাধিক মন্তব্য করা হয়েছে। ভিডিওটির মন্তব্যঘর ঘুরে অধিকাংশ নেটিজেনকে উক্ত দাবির পক্ষে মতামত দিতে দেখা গেছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এই ভিডিওটি শেখ হাসিনার সাম্প্রতিক কোনো ভাষণের নয় এবং এটি যুক্তরাজ্যেও নয় বরং, ২০২৩ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে শেখ হাসিনার দেওয়া ভাষণের ভিডিওকে উক্ত দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। এতে প্রদর্শিত বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির লোগোর সূত্রে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে গণমাধ্যমটির ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর ‘জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটির সাথে আলোচিত ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়।
সেখানে উল্লেখিত তথ্য থেকে জানা যায়, ২০২৩ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের ভিডিও এটি।
অর্থাৎ, এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।
পাশাপাশি, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাজ্যের মাটিতে সরাসরি ভিডিও যোগে ভাষণ দেওয়ার কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
তবে গত ০৮ ডিসেম্বর রাতে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে ভাষণ দিয়েছেন। তবে উক্ত অনুষ্ঠানে শেখ হাসিনাকে ভিডিও যোগে ভাষণ দিতে দেখা যায়নি।
যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়াজিত ভার্চুয়াল সভায় দেওয়া শেখ হাসিনার এই ভাষণের অডিও বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে গত ০৮ অক্টোবর রাতে প্রচার করা হয়েছ।
সুতরাং, ২০২৩ সালে শেখ হাসিনার জাতিসংঘের অধিবেশনে ভাষণ দেওয়ার পুরোনো ভিডিওকে সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যে দেওয়া ভাষণের ভিডিও দাবিতে টিকটকে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Somoy TV YouTube: জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ
- Daily Janakantho: ৮ ডিসেম্বরের সমাবেশে শেখ হাসিনা কিভাবে যুক্ত হবেন বলতে পারবে ভারত
- Bangladesh Awami League Facebook: Post
- Rumor Scanner’s Own Analysis