About: http://data.cimple.eu/claim-review/914fd880bec9fd6c93d2f239880ab7ff460c10403e87cea061a546c2     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • সুপ্রিয়া সুলের কণ্ঠ, মহারাষ্ট্রে ভোট কারচুপি দাবিতে বিজেপি ছড়াল AI অডিয়ো বুম বিজেপির এক্স হ্যান্ডেলে পোস্ট করা চারটি অডিয়ো পরীক্ষা করে দেখে তাদের মধ্যে অন্ততঃপক্ষে তিনটি এআই প্রয়োগে তৈরি। সম্প্রতি ভারতীয় জনতা পার্টি (BJP) মহারাষ্ট্রে ভোটের আবহে সমাজমাধ্যম এক্সে অন্ততঃপক্ষে তিনটি ভুয়ো AI নির্মিত অডিয়ো পোস্ট করে দাবি করে তাতে জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (NCP) নেত্রী সুপ্রিয়া সুলে, আইপিএস অফিসার অমিতাভ গুপ্ত, কংগ্রেস (Congress) নেতা নানা পাটোলে এবং এক অডিট ফার্মের কর্মচারী, গৌরব মেহতার কথোপকথন শুনতে পাওয়া যায়। ১৯ নভেম্বর, ২০২৪ তারিখ অর্থাৎ মহারাষ্ট্রে ভোট হওয়ার আগের দিন রাতে বিজেপি মোট চারটি অডিয়ো ক্লিপ তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিল। বিজেপির অভিযোগ, রেকর্ডিংগুলি সাম্প্রতিক মহারাষ্ট্র নির্বাচনের অর্থ জোগানে বিরোধী নেত্রী সুপ্রিয়া সুলে (এনসিপি শরদ পাওয়ার), কংগ্রেস নেতা নানা পাটোলের ২০১৮ সালের ক্রিপ্টোকারেন্সি জালিয়াতির মামলার বিটকয়েন অপব্যবহার করার "প্রমাণ"। বিজেপির পোস্ট করা অডিয়ো ক্লিপগুলিতে অন্য দুই ব্যক্তি, যাদের কণ্ঠস্বর বলে অভিযোগ করা হয়েছে, তারা হলেন বর্তমানে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ (ITBP) মহাপরিদর্শক অমিতাভ গুপ্ত এবং সারথি অ্যাসোসিয়েটস নামক এক অডিট ফার্মের কর্মচারী গৌরব মেহতা। সুপ্রিয়া সুলে ও নানা পাটোলের বিরুদ্ধে কেন উঠল এই অভিযোগ? প্রাক্তন পুণের পুলিশ অফিসার রবীন্দ্রনাথ পাতিলের অভিযোগ, সুলে, পাটোলে, আইপিএস অমিতাভ গুপ্ত (তৎকালীন পুণে পুলিশ কমিশনার), অডিট ফার্মের কর্মচারী গৌরব মেহতা এবং বর্তমানে চন্দ্রপুরের মহারাষ্ট্র রাজ্য রিজার্ভ পুলিশের এসপি আইপিএস অফিসার ভাগ্যশ্রী নাভতাকে বিটকয়েন অপব্যবহারে জড়িত ছিলেন। সংবাদ সংস্থা এএনআই জানায়, উক্ত ব্যক্তিদের মধ্যে হওয়া কথোপকথনের ভয়েস নোট তাকে পাঠানো হয়েছে বলে পাতিল দাবি করেছেন। এরপরই বিজেপির তরফ থেকে ওই অভিযোগ সংক্রান্ত চারটি ভয়েস নোট পোস্ট করা হয়। ভুয়ো সেই রেকর্ডিংয়ে সুলে ও পাটোলের অনুরূপ কণ্ঠস্বরকে বিটকয়েনের বিনিময়ে নগদ অর্থ চাইতে এবং বিষয়টি নিয়ে কোনও তদন্ত না হওয়ার প্রতিশ্রুতি দিয়ে কথোপকথন করতে শোনা যায়। বুধবার সকালে বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্রও AI জেনারেটেড ভয়েস নোটগুলির সত্যি বলে প্রচার করে এক সংবাদ সম্মেলন করেছিলেন। পোস্টগুলির আর্কাইভ এখানে, এখানে, এখানে ও এখানে দেখতে পাওয়া যাবে। বিষয়টি সত্যি বলে খবর প্রকাশ করে টিভি৯ বাংলা, সংবাদ প্রতিদিন, উত্তরবঙ্গ সংবাদ এবং ওয়ান ইন্ডিয়া বাংলার মতো বিভিন্ন বাংলা সংবাদমাধ্যম। তথ্য যাচাই বুম দেখে, বিজেপির পোস্ট করা ভয়েস নোটগুলি ভুয়ো এবং জেনারেটিভ AI (Gen AI) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। আমরা সাংবাদিক এবং গবেষকদের জন্য উপলব্ধ TrueMedia.org এর ডিপফেক শনাক্তকরণ টুল ব্যবহার করে অডিয়ো ক্লিপগুলি পরীক্ষা করে চারটির মধ্যে তিনটির AI প্রয়োগে তৈরি হওয়ার যথেষ্ট প্রমাণ পাই। ভয়েস নোটগুলির মধ্যে একটি মাত্র পাঁচ সেকেন্ড দীর্ঘ অর্থাৎ অত্যন্ত স্বল্প হওয়ার কারণে তার ফলাফল অনিশ্চিত দেখায়, তবে সেটি যে আসল কথোপকথন - এমনটা হওয়ার কোন প্রমাণ দেখায়নি। আমরা ভয়েস নোট শুনে তা ইউটিউবে সার্বজনীনভাবে উপলব্ধ সুপ্রিয়া সুলে, নানা পাটোলে এবং আইপিএস অমিতাভ গুপ্তর সাক্ষাৎকারে থাকা কণ্ঠের সাথেও তুলনা করেছি। বিজেপির পোস্ট করা অডিয়োর কোনও কণ্ঠই তিনজনের আসল কণ্ঠের সঙ্গে মেলে না। প্রথম ভয়েস নোট: অডিট ফার্মের কর্মচারী গৌরব মেহতার সাথে আইপিএস অমিতাভ গুপ্তর কথোপকথন এই ভয়েস নোটে অডিট ফার্ম সারথি অ্যাসোসিয়েটসের কর্মচারী, গৌরব মেহতা, নামের একজন ব্যক্তিকে আইপিএস অমিতাভ গুপ্তের সাথে কথা বলতে শোনা যায়, যিনি তৎকালীন পুণের পুলিশ কমিশনার ছিলেন। আমরা TrueMedia-এর এআই ডিপফেক শনাক্তকরণ টুল ব্যবহার করে অডিয়ো ক্লিপটি পরীক্ষা করে দেখি তাতে যথেষ্ট কারচুপির প্রমাণ রয়েছে। ফলাফল দেখুন এখানে। দ্বিতীয় ভয়েস নোট: এনসিপি (শরদ পাওয়ার) নেত্রী সুপ্রিয়া সুলে গৌরব মেহতার সাথে কথা বলছেন এই ভয়েস নোটে তদন্তের চিন্তা না করে বিটকয়েনের বিনিময়ে নগদ অর্থের জন্য সুলে ও মেহতার কথোপকথন শোনা যায়। আমরা সামদিশ ভাটিয়ার ভিডিও পডকাস্ট, আনফিল্টারড বাই সামদিশ ২০২৩, -এ থাকা সুলের সাক্ষাৎকারের সাথে ভয়েস নোটের কণ্ঠস্বরটিকে তুলনা করি। উভয় কণ্ঠস্বর তুলনা করে দেখা যায় তারা একে অপরের থেকে আলাদা। সুলের আসল কণ্ঠস্বর এখানে এক সাক্ষাৎকার থেকে শোনা যাবে। TrueMedia এর AI ডিপফেক শনাক্তকরণ টুল ভয়েস নোটটি পরীক্ষা করে তাতে যথেষ্ট কারচুপির প্রমাণ পায়। সম্পূর্ণ ফলাফল এখানে। তৃতীয় ভয়েস নোট: কংগ্রেস নেতা নানা পাটোলের সাথে আইপিএস অফিসার অমিতাভ গুপ্তের কথোপকথন এই ভয়েস নোটে পাটোলে আইপিএস অমিতাভ গুপ্তাকে বিটকয়েনকে নগদে রূপান্তর করার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ। TrueMedia.org-এর টুল থেকে পাওয়া ফলাফল অনুযায়ী তাতে কারচুপির সামান্য প্রমাণ ছিল। ফলাফল দেখুন এখানে। বর্তমান শনাক্তকরণ সরঞ্জামগুলিতে মাত্র ৫ সেকেন্ড স্বল্পদৈর্ঘ্যের রেকর্ডিংটি পরীক্ষা করে তার সঠিক ফলাফল পাওয়ার সম্ভাবনা খুবই কম। এছাড়াও আমরা অডিয়ো রেকর্ডিংয়ে থাকা পাটোলের কণ্ঠস্বরকে ১৯ নভেম্বর, ২০২৪ তারিখে প্রকাশিত ইউটিউব চ্যানেল জিস্টনিউজ-এ তার সাক্ষাৎকারের সাথে তুলনা করে কোনও মিল পাইনি। তার আসল কণ্ঠ এখানে শোনা যাবে। চতুর্থ ভয়েস নোট: আইপিএস অমিতাভ গুপ্তর সাথে গৌরব মেহতার কথোপকথন এই ভয়েস নোটটি তৎকালীন পুণের পুলিশ কমিশনার আইপিএস গুপ্তার বলে অভিযোগ, যিনি মেহতার সাথে কথা বলে সুলে এবং পাটোলের দাবিমতন বিটকয়েনের বিনিময়ে নগদ অর্থের সম্মতি নিশ্চিত করেন। আমরা ইউটিউবে আইপিএস গুপ্তার বেশ কয়েকটি সাক্ষাত্কার পেয়েছি, যার কোনওটিই বিজেপির পোস্ট করা অডিয়ো রেকর্ডিং-এ শোনা তার কণ্ঠস্বরের সাথে মেলেনি। ১৫ মার্চ, ২০২৪ তারিখের এক সাক্ষাৎকারে থাকা তার আসল কণ্ঠ এখানে শোনা যাবে। TrueMedia-এর টুল নিশ্চিত করে জানায়, অডিয়োটিতে এআই প্রয়োগে কারচুপির যথেষ্ট প্রমাণ রয়েছে। ফলাফল দেখুন এখানে।. এছাড়াও, মিসইনফরমেশন কমব্যাট অ্যালায়েন্সের ডিপফেক অ্যানালাইসিস ইউনিট (ডিএইউ), বুম যার একটি অংশ, ডিপফেক শনাক্তকারী সফটওয়্যার হাইভ, হিয়া, TrueMedia, ডিপফেক-ও-মিটার ব্যবহার করে ভাইরাল অডিয়োগুলি বিশ্লেষণ করে। এর মাধ্যমে তিনটি অডিয়ো এআই প্রয়োগে তৈরি ও অন্যটিতে কারচুপির সামান্য প্রমাণ পাওয়া যায়। বুধবার (২০ নভেম্বর) মহারাষ্ট্রের ভোটে রাজনৈতিক দলগুলির আক্রমণাত্মক প্রচার দেখা গেছে। বর্তমানে মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা, বিজেপি ও এনসিপির অজিত পাওয়ার গোষ্ঠীর সমন্বয়ে গঠিত মহাযুতি জোটের নেতৃত্বে রয়েছে। অন্যদিকে তার বিরোধীপক্ষ হল, উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা (শিবসেনা ইউবিটি), কংগ্রেস ও এনসিপি-র শরদ পাওয়ার গোষ্ঠীর মধ্যে হওয়া মহা বিকাশ আঘাদি জোট।
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • English
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.115 as of Oct 09 2023


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data] Valid XHTML + RDFa
OpenLink Virtuoso version 07.20.3238 as of Jul 16 2024, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 11 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2025 OpenLink Software