schema:text
| - সম্প্রতি, “মুক্তি পেয়েই জরুরি লাইভে এসে ভয়ংকর তথ্য দিলেন রফিকুল ইসলাম মাদানি” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্টদ দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং ভিডিওটি ২০২১ সালের ২৫ মার্চে রাজধানীতে যুব অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল থেকে আটককৃত মাওলানা রফিকুল ইসলাম মাদানীর পুলিশি হেফাজত থেকে ছাড়া পাওয়ার পরবর্তী সময়ের একটি ফেসবুক লাইভ ভিডিও এবং বর্তমানে তিনি রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে এখনো কারাগারে রয়েছেন।
ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স সার্চের মাধ্যমে, ‘Media Heart’ নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২১ সালের ২৫ মার্চে “এই মাত্র ছাড়া পেয়ে শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানি লাইভে এসে যা বললেন । । Rafiqul Islam Madani” শীর্ষক শিরোনামে প্রকাশিত একই ভিডিও খুঁজে পাওয়া যায়।
মূলত, ২০২১ সালের ২৫ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে রাজধানীতে যুব অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত একটি বিক্ষোভ মিছিলে অংশ নেয় কথিত শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানী। দুপুরে বিক্ষোভ মিছিলটিতে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ ঘটলে পুলিশ রফিকুল ইসলামসহ ১১জনকে আটক করে। পরবর্তীতে বিকেল ৫টার দিকে অভিভাবকদের জিম্মায় তাকে ছেড়ে দেয় পুলিশ। পুলিশি হেফাজত থেকে ছাড়া পাওয়ার পর তিনি ফেসবুক লাইভে এসে মুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। উক্ত লাইভ ভিডিওকেই সাম্প্রতিক সময়ে রফিকুল ইসলাম মাদানীর মুক্তি পরবর্তী সময়ে জরুরি লাইভ দাবিতে পুনরায় ফেসবুকে প্রচার করা হচ্ছে।
আলোচিত ঐ লাইভ ভিডিওটি রফিকুল ইসলামের ফেসবুক আইডিতে বর্তমানে খুঁজে পাওয়া না গেলেও এটি নিশ্চিত যে, ভিডিওটি সাম্প্রতিক সময়ে ধারণ করা নয়।
উল্লেখ্য, রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক কথাবার্তা এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রফিকুল ইসলাম মাদানীকে ২০২১ সালের ৭ এপ্রিল পুনরায় আটক করা হয় এবং প্রায় ১০ মাস পর ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ‘শিশু বক্তা’ হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হয়। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে তিনি কারাগারে আছেন এবং তার অভিযোগ গঠন শুনানি ২২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
প্রসঙ্গত, ২০২১ সালের এপ্রিলে রফিকুল ইসলাম আটকের পর ঐ বছরের জুন মাসে তার মুক্তির ভুয়া তথ্য ছড়িয়ে পড়লে রিউমর স্ক্যানার টিম উক্ত বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন করেছিলো।
সুতরাং, প্রায় ১ বছর আগে পুলিশ কর্তৃক আটকের পর পুলিশ হেফাজত থেকে মুক্তি পরবর্তী সময়ে রফিকুল ইসলাম মাদানীর ফেসবুক লাইভ ভিডিওকে সাম্প্রতিক সময়ে রফিকুল ইসলাম মাদানী মুক্তি পেয়েছে এবং লাইভে এসে জরুরি বার্তা দিয়েছে দাবিতে নতুন করে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: মুক্তি পেয়েই জরুরি লাইভে এসে ভয়ংকর তথ্য দিলেন রফিকুল ইসলাম মাদানি
- Claimed By: Facebook Posts & YouTube
- Fact Check: Misleading
[/su_box]
তথ্যসূত্র
- Kalerkantho: ছাড়া পাওয়ার পর যা বললেন রফিকুল ইসলাম মাদানী
- Banglanews24: ছাড়া পাওয়ার পর যা বললেন রফিকুল ইসলাম মাদানী
- Media Heart: https://youtu.be/WjUbqlzT5ek
- Jugantor: মতিঝিলে বিক্ষোভ থেকে ‘শিশুবক্তা’ রফিকুল আটক
- Prothomalo: ‘শিশু বক্তা’ রফিকুল মাদানী আটক, মুক্তি না দিলে কর্মসূচির হুমকি হেফাজতের
- Prothomalo: ‘শিশুবক্তা’ রফিকুলের বিচার শুরু
- Bangla Tribune: রফিকুল ইসলাম মাদানীর অভিযোগ গঠন ২২ ফেব্রুয়ারি
|