About: http://data.cimple.eu/claim-review/97a5942d3584178bce1a0db301da347a692b22edeb059b2ff5bc944a     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • ২০১৯ সালে ভারতের কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে বাংলাদেশের জার্সি গায়ে ভারতের বিপক্ষে টেস্টে নিজের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দলের ব্যাটার ইমরুল কায়েস। এরপর থেকেই জাতীয় দলের বাইরে আছেন তিনি। সম্প্রতি এরই প্রেক্ষিতে, বাংলাদেশ দল ছেড়ে ইমরুল কায়েস যুক্তরাষ্ট্রের দলে যোগ দিয়েছেন শীর্ষক দাবি প্রচারিত হচ্ছে। উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)। এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি উক্ত ভিডিওটি ৮০ হাজারেরও অধিক বার দেখা হয়েছে এবং ৪ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে ভিডিওটিতে প্রতিক্রিয়া জানানো হয়েছে। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আমেরিকার ক্রিকেট দলে ইমরুল কায়েস যোগ দেননি, বরং ভিন্ন প্রসঙ্গের ভিন্ন ছবি ও ভিডিও সংযুক্ত করে কোনোরকম তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে। ইমরুল কায়েসের ভিডিও যাচাই অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে ২০২১ সালের ২৩ এপ্রিল তারিখে মূলধারার গণমাধ্যম সময় টিভি এর ইউটিউব চ্যানেলে “কষ্ট পাচ্ছি কিন্তু আফসোস নাই” শিরোনামে প্রকাশিত একটি ভিডিও সাক্ষাৎকার প্রতিবেদন পাওয়া যায়। উক্ত সাক্ষাৎকারটিতে বাংলাদেশ ক্রিকেট অবকাঠামো ও কর্তা ব্যক্তিদের সিদ্ধান্ত ও চিন্তাভাবনা নিয়ে আক্ষেপ ও হতাশা প্রকাশ করতে দেখা যায় ইমরুল কায়েসকে। তবে, তিনি নিজেকে জাতীয় দলে খেলার জন্য সবসময়ই প্রস্তুত রাখেন বলেও জানান সাক্ষাৎকারটিতে। সাক্ষাৎকারে কোথাও যুক্তরাষ্ট্রে খেলার সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে কোনোকিছুই বলেননি ইমরুল কায়েস। বরং, তিনি এখনও বাংলাদেশ জাতীয় দলে খেলার আশা পোষণ করেন। ইমরুল কায়েসের সাক্ষাৎকারের ভিডিওটি বিশ্লেষণ করে দেখা যায়, উক্ত সাক্ষাৎকারে বলা ইমরুল কায়েসের বক্তব্যের দুইটি আলাদা অংশ মিরর (প্রতিবিম্বিত) করে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতে ব্যবহার করা হয়েছে। ছবি যাচাই ১ রিভার্স ইমেজ সার্চ করে জনপ্রিয় ক্রিকেট বিষয়ক সংবাদ ও তথ্যের প্ল্যাটফর্ম CricTracker এর ফেসবুক পেজে গত ৪ মে তারিখে আসল ছবিটির পোস্ট খুঁজে পাওয়া যায়। মূল ছবিটি সাবেক নিউজিল্যান্ডের ক্রিকেটার কোরি অ্যান্ডারসনের। পোস্টে নিউজিল্যান্ডের সাবেক এই ক্রিকেটার বর্তমানে যুক্তরাষ্ট্রের পুরুষ ক্রিকেট দলের হয়ে খেলার বিষয়ে জানানো হয়। অর্থাৎ, আসল ছবিটি সাবেক নিউজিল্যান্ডের ক্রিকেটার এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্রিকেটার কোরি অ্যান্ডারসনের, ইমরুল কায়েসের নয়। ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ছবিটিতে কোরি অ্যান্ডারসনের জায়গায় ইমরুল কায়েসের মুখমণ্ডল বসানো হয়েছে। ছবি যাচাই ২ রিভার্স ইমেজ সার্চে দ্বিতীয় ছবিটির উৎস যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের এক্স অ্যাকাউন্টে পাওয়া যায়। ২০২২ সালের ২০ নভেম্বর তারিখে পোস্টকৃত উক্ত ছবিটিতে মূলত যুক্তরাষ্ট্রের ক্রিকেটার গজনন্দ সিং’কে ম্যাচসেরার পুরস্কার হস্তান্তর করা হচ্ছিল। উক্ত ছবিটিকে মিরর (প্রতিবিম্বিত) করে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় গজনন্দ সিং এর জায়গায় ইমরুল কায়েসের মুখমণ্ডল স্থাপন করা হয়েছে। ছবি যাচাই ৩ রিভার্স ইমেজ সার্চে গত ২১ মে তারিখে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে প্রথম টি২০ তে হারানোর পর গত ২২ মে তারিখে আইসিসি ক্রিকেটের ওয়েবসাইটের সংবাদ প্রতিবেদনে আসল ছবিটি খুঁজে পাওয়া যায়। ছবিটিতে দুজনের কেউই ইমরুল কায়েস নয়। উল্লিখিত ছবির দুইজনকে চেনা সম্ভব হয়নি তবে এখানে যে ইমরুল কায়েস নন, এ বিষয়ে নিশ্চিত হওয়া গিয়েছে। তাছাড়া, বাংলাদেশের বিপক্ষে সদ্য শেষ হওয়া যুক্তরাষ্ট্রের ৩ ম্যাচের টি২০ সিরিজের কোনো দলেই ইমরুল কায়েস ছিলেন না। অর্থাৎ, যুক্তরাষ্ট্রের দুজন খেলোয়াড়ের একটি উল্লাসময় ছবিতে একজনের মুখমণ্ডল ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে ইমরুল কায়েসের মুখমণ্ডল স্থাপন করা হয়েছে। ছবি যাচাই ৪ রিভার্স ইমেজ সার্চে বাংলাদেশের জনপ্রিয় ক্রীড়া বিষয়ক গণমাধ্যম টি স্পোর্টসের ফেসবুক পেজে “দলকে এগিয়ে নেয়ার সর্বাত্মক প্রচেষ্টায় ইমরুল কায়েসের ৪৫ রানের ইনিংস” শিরোনামে ২০২১ সালের ২৬ জুন তারিখে প্রকাশিত একটি ভিডিও এর দৃশ্যের সাথে ইমরুল কায়েসের উক্ত ছবির হুবহু মিল খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটিতে শেখ জামালের জার্সি গায়ে ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে দেখা যায় ইমরুল কায়েসকে। অর্থাৎ, ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল দলের হয়ে খেলার দৃশ্য যুক্তরাষ্ট্রের হয়ে খেলার দাবিতে প্রচার করা হচ্ছে। তাছাড়া, গণমাধ্যম কিংবা বিশ্বস্ত কোনো সূত্রেও যুক্তরাষ্ট্রের ক্রিকেট দলে ইমরুল কায়েসের যোগদানের বিষয়ে কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি। মূলত, ২০১৯ সালে বাংলাদেশের জার্সি গায়ে ভারতের বিপক্ষে টেস্টে নিজের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দলের ব্যাটার ইমরুল কায়েস। সেই থেকেই জাতীয় দলের বাইরে আছেন তিনি। দীর্ঘদিন দলের বাহিরে থাকার প্রেক্ষিতে, বাংলাদেশ দল ছেড়ে ইমরুল কায়েস যুক্তরাষ্ট্রের দলে যোগ দিয়েছেন শীর্ষক দাবি প্রচারিত হচ্ছে। প্রকৃতপক্ষে, ইমরুল কায়েস যুক্তরাষ্ট্রের জাতীয় পুরুষ ক্রিকেট দলে যোগ দেননি। একাধিক ভিন্ন ভিন্ন অপ্রাসঙ্গিক ভিডিও ও ছবি ব্যবহার ও বিকৃত করে উক্ত দাবিটি প্রচার করা হচ্ছে। সুতরাং, বাংলাদেশ ছেড়ে ইমরুল কায়েসের যুক্তরাষ্ট্রের ক্রিকেট দলে যোগ দেওয়ার বিষয়ে প্রচারিত দাবিটি মিথ্যা। তথ্যসূত্র - ESPNCricinfo – Imrul Kayes - Somoy TV – ‘কষ্ট পাচ্ছি কিন্তু আফসোস নাই’ | Imrul Kayes | Bangladeshi cricketer | Sports News - CricTracker – Former New Zealand cricketer Corey Anderson is set to represent the USA in the forthcoming T20 World Cup 2024… - USA Cricket (X) – Gajanand Singh is named as the Player of the Match… - ICC Cricket – USA better Bangladesh in Houston in build-up to T20 World Cup - ESPNCricinfo – Bangladesh tour of United States of America 2024 - T Sports – দলকে এগিয়ে নেয়ার সর্বাত্মক প্রচেষ্টায় ইমরুল কায়েসের ৪৫ রানের ইনিংস - Rumor Scanner’s own analysis
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.115 as of Oct 09 2023


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data] Valid XHTML + RDFa
OpenLink Virtuoso version 07.20.3238 as of Jul 16 2024, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 3 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2025 OpenLink Software