schema:text
| - গত ৯ অক্টোবর থেকে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এরই মধ্যে পূজামণ্ডপে পাঞ্জাবি-টুপি পরা কয়েকজন ব্যক্তি মোনাজাত করছেন এমন একটি ছবি সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)
উক্ত দাবিতে প্রচারিত এক্স পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পূজামণ্ডপের সামনে পাঞ্জাবি-টুপি পরা ব্যক্তিদের
মোনাজাতের এই ছবিটি আসল নয় বরং কবর জিয়ারতের একটি ছবি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে পূজামণ্ডপের সামনে প্রতিস্থাপন করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ছবিটি পর্যবেক্ষণ করে ছবিটির ফ্রেমিংয়ে কিছু অসমাঞ্জস্যতা চোখে পড়ে।
অনুসন্ধানে প্রাপ্ত ‘Rahmat Ullah’ নামের ফেসবুক অ্যাকাউন্টে ২০২৩ সালেল ৫ ফেব্রুয়ারী আপলোডকৃত ছবির পাঞ্জাবি-টুপি পরা ব্যক্তিদের সাদৃশ্য লক্ষ্য করা যায়।
এছাড়াও, সেসময় আরও কিছু ফেসবুক অ্যাকাউন্ট থেকে উক্ত ছবিটি আপলোড করা হয়। দেখুন- ১,২,৩।
অর্থাৎ, এটা নিশ্চিত যে ২০২৩ সালের এই ছবিটি সম্পাদনা করেই আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
এছাড়াও, ‘Jan Mohammad Tarek’ নামের ফেসবুক অ্যাকাউন্টে থেকে ২০২২ সালের ২০ অক্টোবর মোনাজাতের স্থানের একটি ভিডিও পাওয়া যা
ভিডিওটি থেকে জানা যায় স্থানটি চরমোনাই মাদরাসা প্রাঙ্গণে চরমোনাই পীর সৈয়দ ফজলুল করিম (রহঃ) কবর এবং তার পিতা সৈয়দ মুহাম্মদ ইসহাক এর কবর।
সুতরাং, পূজামণ্ডপের সামনে কয়েকজন ব্যক্তির পাঞ্জাবি-টুপি পরা অবস্থায় মোনাজাতরত অবস্থার ভাইরাল ছবিটি এডিটেড বা সম্পাদিত।
তথ্যসূত্র
- Rahmat Ullah: facebook Post
- Jubaer Ahmed: facebook Post
- Hm Asif Talukder: facebook Post
- চরমোনাই মুজাহিদ: facebook Post
- Rumor Scanner’s Own আনাল্যসিস
হালনাগাদ/ Update
১৬ অক্টোবর, ২০২৪ : মোনাজাতের স্থানটির বিষয়ে আরো দুইটি প্যারা এবং সাদৃশ্য দেখিয়ে একটি কম্পারিজনের ছবি যুক্ত করা হলো।
|