schema:text
| - সম্প্রতি সড়ক দুর্ঘটনা পরবর্তী সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে দাবি করা হচ্ছে, ভিডিওটিতে ঢাকা থেকে নোয়াখালীগামী ইকোনো বাস লাকসাম কৃষ্ণপুর ব্রীজের পাশে গতরাতে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ার দৃশ্য প্রদর্শিত হচ্ছে। কিছু কিছু দাবিতে গাড়িটির নাম্বার হিসেবে উল্লেখ করা হয়েছে, ঢাকা মেট্রো ‘ব’ ১৫-৮৩৯১।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কুমিল্লায় ইকোনো বাসের দুর্ঘটনার দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়, বরং ২০২৩ সালে কুমিল্লায় ইকোনো বাসের একটি দুর্ঘটনার দৃশ্য আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘NEWS NOW বাংলা’ নামের একটি ফেসবুকে পেজে ২০২৩ সালের ১৩ ডিসেম্বরে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়৷ ভিডিওটির ১১ সেকেন্ডের পরবর্তী দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির দৃশ্য, ব্যাকগ্রাউন্ড ভয়েসের সাদৃশ্য পাওয়া যায়।
ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, কুমিল্লায় নোয়াখালীগামী যাত্রীবাহী ইকোনো বাসের সঙ্গে বেকুর সংঘর্ষ! হতাহত বহু!
ভিডিওটির এক পর্যায়ে বাসের নাম্বার দেখা যায়৷ দুর্ঘটনার সম্মুখীন হওয়া বাসটির নাম্বার ঢাকা মেট্রো ‘ব’ – ১৫-৮৩৯১। উল্লেখ্য যে, সম্প্রতি আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির বাসের নাম্বারও একই।
ঐ রাতে (২০২৩ সালের ১৩ ডিসেম্বর) ‘সাংবাদিক জাহিদ হাসান’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকেও উক্ত ভিডিওটি প্রচার করা হয়। উক্ত ভিডিওটির ক্যাপশনে বলা হয়, “ব্রেকিং নিউজ……. কিছুক্ষণ আগে লক্ষ্মীপুর থেকে ঢাকা যাওয়ার পথে ইকোনো বাস চৌমুহনীতে ভেকু/ট্রাক এর সাথে সংঘর্ষে ২০ এর অধিক মারা যাওয়ার আশঙ্কা । ইন্না-লিল্লাহ ওয়া ইন্নাইলাহি রাজিউন”।
অনুসন্ধানে জাতীয় দৈনিক দেশ রূপান্তরের ওয়েবসাইটে সে বছরের ১৪ ডিসেম্বরে “কুমিল্লায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১” শিরোনামে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন পাওয়া যায়। সংবাদটি থেকে জানা যায়, “কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসামের কৃষ্ণপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় সিফাত হোসেন (২৫) নামের এক বাসযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসে থাকা অন্তত ২০ যাত্রী। আহতদের লাকসামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ওই বাস যাত্রী নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়ার গ্রামের মোতালেব হোসেনের ছেলে। বুধবার (২০২৩ সালের ১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী কৃষ্ণপুর গ্রামের খোকন মিয়া জানান, নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইকোনো পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা-মেট্টো-ব-১৫-৮৩৯১) লাকসাম কৃষ্ণপুর এলাকা অতিক্রম করেছিল। ওই সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই একজন যাত্রী মারা যাযন। আহত হন আরও ২০ যাত্রী।”
তাছাড়া, সম্প্রতি ইকোনো বা অন্য কোনো বাস দুর্ঘটনার সংবাদ গণমাধ্যম সূত্রে পাওয়া যায়নি।
সুতরাং, ২০২৩ সালে কুমিল্লায় ইকোনো বাসের দুর্ঘটনার দৃশ্যকে সাম্প্রতিক দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- NEWS NOW বাংলা – Facebook Post
- সাংবাদিক জাহিদ হাসান – Facebook Post
- Desh Rupantor – কুমিল্লায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১
- Rumor Scanner’s own analysis
|