About: http://data.cimple.eu/claim-review/a2bb745bc1e2a229b9bc1aae099b78b848edd6c2a283e4400b2bb211     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • সম্প্রতি, “বাচ্চাটির চিকিৎসা করতে হলে প্রাই দুই লক্ষ টাকা দরকার” শীর্ষক শিরোনামে একটি শিশুর ছবি সংযুক্ত করে মানবিক সাহায্যের আবেদন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ফেসবুকে ভাইরাল এমন একটি পোস্ট দেখুন এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আর্থিক সহায়তার নামে ফেসবুকে প্রচারিত ছবিটি কোনো বাংলাদেশি শিশুর নয় বরং এটি ভারতের নাগরিক নাগমা খামুমের কন্যা জয়া সিদ্দিকার ছবি। রিভার্স ইমেজ সার্চ পদ্ধতির মাধ্যমে, “My Baby Battles For Her Life And We Need Your Support To Save Her” শীর্ষক শিরোনামে ভারতের গণ-অর্থায়ন প্লাটফর্ম ‘Ketto’ এর ওয়েবসাইটে প্রকাশিত মূল ছবিটি খুঁজে পাওয়া যায়। পাশাপাশি, ‘Ketto’ এর অফিশিয়াল ফেসবুক পেজ ও টুইটার একাউন্টে শিশুটির জন্য ফান্ডরাইজিং নিয়ে গত ২০ জানুয়ারিতে প্রকাশিত পোস্টে উক্ত ছবিগুলো এবং ভারতীয় শিশুটির মা এর একটি ভিডিও বার্তা খুঁজে পাওয়া যায়। “Yah Allah, please spare my daughter’s life. I had 2 miscarriages before and now my 1-yo daughter is plagued with deadly blood cancer. It breaks my heart to watch her suffer, but I cannot save her life.” Please help: https://t.co/G7Qssz59xY pic.twitter.com/TIFrRXaI57 — Ketto (@ketto) January 20, 2022 মূলত, ছবির শিশুটি ভারতীয় নাগরিক নাগমা খামুমের মেয়ে জয়া সিদ্দিকা। শিশুটি তীব্র মাইলয়েড লিউকেমিয়া সংক্রান্ত জটিলতায় আক্রান্ত। বর্তমানে শিশুটি ভারতের বেঙ্গালুরুর নারায়না মাল্টিস্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ফান্ডরাইজিং ঐ প্রতিবেদন থেকে জানা যায়, আক্রান্ত শিশুটির চিকিৎসার জন্য ৩৪-৪০ লাখ রুপি প্রয়োজন। সর্বশেষ, এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত শিশুটির জন্য আর্থিক সহায়তা সংগ্রহ চলমান। এছাড়া, আর্থিক সাহায্যের জন্য আবেদনকৃত ফেসবুক পোস্টটিতে আক্রান্ত শিশু কিংবা বাবা-মায়ের নাম উল্লেখ করা হয়নি এবং পোস্টটিতে উল্লিখিত ব্যক্তিগত বিকাশ ও নগদ নাম্বারে (01860975435) একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করেও তা বন্ধ পাওয়া যায়। উল্লেখ্য, সামাজিক মাধ্যম ফেসবুকে বিগত কিছুদিন যাবত শুধুমাত্র নাম ও ছবি পরিবর্তন করে প্রায় একই ধরণের শিরোনামে আর্থিক সহায়তার নামে প্রতারণা মূলক তথ্য প্রচার হয়ে আসছে। প্রসঙ্গত, রিউমর স্ক্যানার টিম পূর্বেও বিভিন্ন নাম ব্যবহার করে প্রতারণার উদ্দেশ্যে আর্থিক সাহায্য চেয়ে করা পোস্টগুলোকে শনাক্ত করে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে। সুতরাং, আর্থিক সহায়তার নামে প্রতারণার উদ্দেশ্যে ভারতীয় শিশু জয়া সিদ্দিকাকে বাংলাদেশের রোগাক্রান্ত শিশু দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা। [su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″] - Claim Review: বাচ্চাটির চিকিৎসা করতে হলে প্রাই দুই লক্ষ টাকা দরকার - Claimed By: Facebook Posts - Fact Check: False [/su_box]
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.115 as of Oct 09 2023


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data] Valid XHTML + RDFa
OpenLink Virtuoso version 07.20.3238 as of Jul 16 2024, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 11 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2025 OpenLink Software