schema:text
| - সম্প্রতি, বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’ এর ৩১ দফা নিয়ে করা এক পোস্টে বলা হয়, সকল মত ও পথের সমন্বয়ে বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক “Rainbow Nation” প্রতিষ্ঠা করা হইবে। এরই প্রেক্ষিতে ‘বিএনপি ক্ষমতায় গেলে সমকামীদের অধিকার নিশ্চিত করা হবে – মির্জা ফখরুল’ শীর্ষক শিরোনামে মূলধারার গণমাধ্যম প্রথম আলো’র ডিজাইন সম্বলিত একাধিক ফটোকার্ড ইন্টারনেটে প্রচারিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উক্ত মন্তব্যটি করেছেন বলে ফটোকার্ডটিতে দাবি করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ‘বিএনপি ক্ষমতায় গেলে সমকামীদের অধিকার নিশ্চিত করা হবে – মির্জা ফখরুল’ এই শিরোনামে প্রথম আলো কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি। মূলত, প্রথম আলোর ফেসবুক পেজে নিয়মিতভাবে প্রচারিত ফটোকার্ডের জিজাইনের আদলে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডগুলো তৈরি করা হয়েছে।
অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে প্রথম আলোর লোগো ব্যবহার এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ০৩ অক্টোবর, ২০২৪ উল্লেখ করা হয়েছে।
উক্ত তথ্যের সূত্র ধরে প্রথম আলোর ভেরিফাইড ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উল্লিখিত তারিখে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও, প্রথম আলো’র ওয়েবসাইট, ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
আলোচিত ফটোকার্ডটিতে দুইটি ভিন্ন ফন্টের ব্যবহার দেখা গেছে৷ ফটোকার্ডটি পর্যবেক্ষণে প্রথম আলো’র সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টগুলোতে প্রচারিত ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডগুলোর গ্রাফিক্যাল ও শিরোনামে ব্যবহৃত ফন্টের ডিজাইনে অমিল পরিলক্ষিত হয়।
তাছাড়া, প্রাসঙ্গিক কী-ওয়ার্ড সার্চের মাধ্যমে অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবিকে সমর্থন করে এমন কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি৷
বিষয়টি অধিকার যাচাইয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবিরের সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে সমকামীদের অধিকার নিশ্চিত করা হবে, এমন মন্তব্য মির্জা ফখরুল করেননি। এগুলো উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার যা জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্য। এধরণের অসৎ উদ্দেশ্য থেকে সেরে আসার আহবান করছি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ তারা এ সমস্ত অপপ্রচার কারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন।”
বিএনপির রেইনবো নেশন কী?
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “রেইনবো নেশন হলো- আজকে নতুন প্রজন্মের কাছে ভাষা ও সংস্কৃতি পরিবর্তন হচ্ছে। এখানে অনেক ধর্মের ও বর্ণের মানুষ বাস করে। সবার ধর্ম, ভাষা ও সংস্কৃতিকে প্রাধান্য বা সম্মান জানানোর জন্য রেইনবো নেশন। সেই জায়গা থেকে বাংলাদেশি জাতীয়তাবাদকে মূলে রেখে নতুনভাবে রেইনবো নেশনের কথা বলা হচ্ছে। যা নতুন প্রজন্মের কাছে গ্রহণযোগ্য হবে। এই ধারণা মূলত দক্ষিণ আফ্রিকা থেকে এসেছে। রেইনবো নেশন সারাবিশ্বকে বোঝায়।”
সুতরাং, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্ধৃত করে ‘বিএনপি ক্ষমতায় গেলে সমকামীদের অধিকার নিশ্চিত করা হবে – মির্জা ফখরুল’ শীর্ষক শিরোনামে প্রথম আলো’র নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Shairul Kabir Khan – Statement
- Rumor Scanner’s Own Analysis
|