About: http://data.cimple.eu/claim-review/a5973708d5df82c3e672b162c9fb452292350e15feb72451c7650959     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • সম্প্রতি, চলমান ফিলিস্তিন ও ইসরায়েলের সংঘাত ইস্যুতে হামাস কমান্ডার মাহমুদ আল-জাহারকে উদ্ধৃত করে ‘পুরো বিশ্ব চলবে হামাসের শাসনের অধীনে। আর ইসরায়েল হলো প্রথম লক্ষ্য।’ শীর্ষক একটি মন্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। দেশীয় গণমাধ্যমে প্রকাশিত এমন প্রতিবেদন দেখুন যুগান্তর, ইনকিলাব, বাংলাদেশ প্রতিদিন, চ্যানেল আই, কালবেলা, মানবজমিন, নয়া শতাব্দী২৪, আজকালের খবর, বাংলাদেশ টুডে ডট নেট, জনবানী, ঢাকা রিপোর্ট ২৪, পদ্মা টাইমস২৪, আজকের দর্পণ, বাংলাদেশের খবর, সিলেট নিউজ টাইমস, প্রতিদিনের চিত্র, আওয়াজ বিডি। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন আনন্দবাজার পত্রিকা অনলাইন, The Wall, এই সময়, আজকাল ডট ইন, টিভি৯বাংলা। একই দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, হামাস কমান্ডার মাহমুদ আল-জাহারকে উদ্ধৃত করে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত মন্তব্যটি চলমান ফিলিস্তিন ও ইসরায়েলের সংঘাতের সময়ের নয়। বরং তিনি এই মন্তব্যটি করেছিলেন ২০২২ সালের ডিসেম্বরে মেমরি টিভি নামের একটি চ্যানেলের সাক্ষাৎকারে। দাবিটি নিয়ে অনুসন্ধানে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোর সূত্রে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির ওয়েবসাইটে গত ১২ অক্টোবর ‘Entire Planet Will Be Under Our Law, Warns Hamas Commander Mahmoud Al-Zahar’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, চলমান ফিলিস্তিন ও ইসরায়েলের সংঘাতের মধ্যে হামাস কমান্ডার মাহমুদ আল-জাহারের একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। যেখানে তিনি বলছেন, ইসরায়েল আমাদের প্রথম লক্ষ্য মাত্র। পুরো পৃথিবী আমাদের শাসনে চলবে। ভিডিওটিতে তিনি বলেন, ‘৫১০ মিলিয়ন বর্গকিলোমিটারের পুরো পৃথিবী এমন ব্যবস্থার অধীনে আসবে, যেখানে কোনো অন্যায়, নিপীড়ন থাকবে না। ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, ইরাকের মতো আরবের অন্যান্য দেশের জনগোষ্ঠীদের বিরুদ্ধে যেরকম হত্যা ও অপরাধ সংঘটিত হয়, সেসবও থাকবে না।’ এনডিটিভির এই প্রতিবেদনটি থেকে জানা যায়, হামাস কমান্ডার মাহমুদ আল-জাহারের এই ভিডিওটি ২০২২ সালের ডিসেম্বরে মেমরি টিভিতে প্রকাশিত হয়েছিল। এই প্রতিবেদনের সূত্রে পরবর্তী অনুসন্ধানে মেমরি টিভির ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ২১ ডিসেম্বর ‘Senior Hamas Official Mahmoud Al-Zahar: “Army of Jerusalem” Will Not Liberate Palestinian Land Only’ শীর্ষক শিরোনামে মাহমুদ আল-জাহারের ১ মিনিট ১৩ সেকেন্ডের মূল সাক্ষাৎকারটি খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটিতে তার প্রদত্ত সাক্ষাৎকারের সাথে সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বক্তব্যের মিল খুঁজে পাওয়া যায়। অর্থাৎ মাহমুদ আল-জাহারের বক্তব্যটি সাম্প্রতিক সময়ের নয়। মূলত, গত ০৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ নামে হামলা শুরু করে। এই হামলার প্রেক্ষিতে ইসরায়েলও হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকায় পাল্টা হামলা চালায়। এতে দেশ দুইটির মধ্যে দীর্ঘদিন ধরে চলা সংঘাত নতুন মাত্রা পায়৷ চলমান এই সংঘাতের মধ্যেই হামাসের অন্যতম প্রতিষ্ঠাতা মাহমুদ আল-জাহারের একটি মন্তব্য সম্বলিত ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে দেশীয় কতিপয় গণমাধ্যম এই ভিডিওটিকে চলমান সংঘাতের সময়ের বলে উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করে। তবে ভিডিওটি নিয়ে অনুসন্ধানে দেখা যায়, মাহমুদ আল-জাহারের এই সাক্ষাৎকারটি ২০২২ সালের ২১ ডিসেম্বরে একটি টিভি চ্যানলের ইউটিউবে প্রকাশিত হয়েছিল। সুতরাং, হামাস কমান্ডার মাহমুদ আল-জাহারের পুরানো একটি সাক্ষাৎকারকে চলমান ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষের সময়ের দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.115 as of Oct 09 2023


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data] Valid XHTML + RDFa
OpenLink Virtuoso version 07.20.3238 as of Jul 16 2024, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 5 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2025 OpenLink Software