About: http://data.cimple.eu/claim-review/a6296a72099780d938659b80d5b7b52dc337a23add11b6e3be08ebb5     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • সম্প্রতি, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অধিনায়ক টেম্বা বাভুমার ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশনের দৃশ্য সম্বলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। যা দাবি করা হচ্ছে উক্ত ভিডিওতে দাবি করা হয়, ভারতের বিপক্ষে দুর্নীতির অভিযোগ এনে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা বলেছেন, “ভারত আম্পায়ার এবং নিজের মাঠের সুবিধা নিয়ে ম্যাচ জিতেছে। এ ম্যাচে আম্পায়াররা বেশকিছু সিদ্ধান্ত আমাদের বিপক্ষে দিয়েছে। বিশ্বকাপের মত আসরে আম্পায়ারদের এমন সিদ্ধান্তগুলো সত্যিই হতাশাজনক। ভারতকে জেতানোর জন্য যদি বিশ্বকাপ আয়োজন করা হয়ে থাকে, তাহলে এভাবে না খেলে কাপটা ভারতকে দিয়ে দিলেই তো হয়।” ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ)। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিশ্বকাপ আয়োজনে ভারতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা কোন মন্তব্য করেননি বরং টেম্বা বাভুমার ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশনের দৃশ্যের সাথে ভুয়া মন্তব্য যুক্ত করে প্রচার করা হয়েছে। আলোচিত ভিডিওতে টেম্বা বাভুমার মন্তব্যের তথ্যসূত্র হিসেবে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনের কথা উল্লেখ করা হয়। উক্ত সূত্র ধরে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে, ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে’র ওয়েবসাইটে গত ৬ নভেম্বর “IND vs SA: Would be very short-sighted and unfair to blame Kolkata pitch after India loss, says Rob Walter” শীর্ষক শিরোনামের একটি প্রতিবেদনে দক্ষিণ আফ্রিকার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনের একটি ভিডিও খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম। উক্ত ভিডিও পর্যবেক্ষণ করে দেখা যায়, ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা অংশগ্রহণ-ই করেননি। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের পক্ষ থেকে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে অংশ নেন কোচ রব ওয়াল্টার। উল্লেখ্য যে সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার কোচ রব ওয়াল্টার বলেন, ভারতের বিপক্ষে হারার পর কলকাতার পিচকে দোষারোপ করা খুবই সংকীর্ণ মনের এবং অন্যায় কাজ হবে। পরবর্তীতে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে, গত ৫ নভেম্বর Ramen Sports TV নামের ইউটিউব চ্যানেলে “Temba bavuma post match presentation today || India vs South Africa || world cup 2023 ||” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশনে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমার সাক্ষাৎকার পর্ব দেখতে পাওয়া যায়। তবে, বাভুমার ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশনের সাক্ষাৎকার পর্যবেক্ষণ করে দেখা যায়, তিনি ভারতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে কোনো মন্তব্য-ই করেননি। পাশপাশি, খেলাধুলা বিষয়ক আন্তর্জাতিক সংবাদমাধ্যম Cricbuzz এর ওয়েবসাইটে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ২০২৩ বিশ্বকাপ ম্যাচের কমেন্ট্রি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। কিন্তু, ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের কমেন্ট্রি থেকেও আলোচিত দাবির কোনো সত্যতা নিশ্চিত করা যায়নি। এছাড়াও, প্রাসঙ্গিক একাধিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে জাতীয় কিংবা আন্তর্জাতিক সংবাদমাধ্যম কিংবা নির্ভরযোগ্য সূত্র হতে টেম্বা বাভুমার আলোচিত মন্তব্যের সত্যতা নিশ্চিত করা যায়নি। উল্লেখ্য, গত ৫ নভেম্বর ক্রিকেট বিশ্বকাপের ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে ২৪৩ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে ভারত। মূলত, ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা ভারতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছেন দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়। প্রকৃতপক্ষে, ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে টেম্বা বাভুমা অংশগ্রহণ-ই করেননি। এছাড়াও কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে তার এরূপ মন্তব্যের সত্যতা নিশ্চিত করা যায়নি। প্রসঙ্গত, পূর্বে ক্রিকেটার সাকিব আল হাসানকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে পড়লে সে বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার। সুতরাং, দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা ভারতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন দাবিতে একটি তথ্য ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.115 as of Oct 09 2023


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data] Valid XHTML + RDFa
OpenLink Virtuoso version 07.20.3238 as of Jul 16 2024, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 3 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2025 OpenLink Software