schema:text
| - সম্প্রতি, ভারতীয় নায়িকা ও সাবেক লোকসভা সদস্য মিমি চক্রবর্তী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে৷
উক্ত দাবিতে প্রচারিত টিকটক ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)৷
একই দাবিতে ইউটিউবের ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মিমি চক্রবর্তী ড. মুহাম্মদ ইউনূসকে পদত্যাগের আহ্বান জানাননি বরং, ২০১৯ সালের মিমি চক্রবর্তীর ভিন্ন ঘটনার পুরোনো একটি ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে৷
এই বিষয়ে অনুসন্ধানে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, মিমি চক্রবর্তী হিন্দিতে বলছেন, “নমস্কার, সর্বপ্রথম আমি এখানে উপস্থিত সকল গুরুজনকে আমার শ্রদ্ধা জানাচ্ছি”। ভিডিওর এই অংশটি ভারতীয় রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল Sansad TV এর ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ২৫ জুন তারিখের একটি ভিডিওতে খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটির ০০:১৫ থেকে ০০:২১ সেকেন্ড পর্যন্ত অংশের সাথে আলোচিত আলোচিত ভিডিওতে মিমি চক্রবর্তীর বক্তব্যের অংশের মিল রয়েছে৷
Sansad TV চ্যানেলের ভিডিওটির শিরোনাম থেকে জানা যায়, এটি মূলত ২০১৯ সালে অনুষ্ঠিত ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের যাদবপুরের সংসদ সদস্য হিসেবে মিমি চক্রবর্তীর নির্বাচিত হওয়ার পর তাঁর শপথ গ্রহণের ভিডিও।
আলোচিত ভিডিওতে দাবি করা হয়েছে, মিমি চক্রবর্তী সম্প্রতি ভারতের সংসদে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য তুলে ধরেছেন। এই বিষয়ে অনুসন্ধানে জানা যায়, মিমি চক্রবর্তী ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তার লোকসভা সংসদ সদস্য পদ থেকে ইস্তফা নিতে রাজ্যের মুখ্যমন্ত্রী বরাবর পদত্যাগপত্র জমা দেন এবং ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে তিনি প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেননি।
তাছাড়া, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মিমি চক্রবর্তী কোনো মন্তব্য করেছেন কি না তা জানতে প্রাসঙ্গিক কী-ওয়ার্ড সার্চ করেও ভারতীয় গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, মিমি চক্রবর্তীর ২০১৯ সালের লোকসভা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের ভিডিওটি ব্যবহার করে পূর্বেও ভুয়া দাবি প্রচারিত হয়েছিল। এই বিষয়ে রিউমর স্ক্যানারের ফ্যাক্টচেক দেখুন এখানে।
সুতরাং, ভারতের নায়িকা মিমি চক্রবর্তীর দেশটির সংসদে ড. ইউনূসেকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন দাবিতে ২০১৯ সালের পুরোনো ফুটেজ ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Sansad TV – Trinamool Congress’ Mimi Chakraborty takes oath as Lok Sabha MP
- Rumor Scanner’s Own Analysis
|