Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে কিছু সেনাদের নাচ করতে দেখা যাচ্ছে। দাবি করা হয়েছে ১৯৬২ সালে ভারত ও চীনের মধ্যে যুদ্ধের ফলে ভারত যে জমি হারিয়েছিল তা আবার পুনরুদ্ধার হয়েছে এবং সেই আনন্দে তারা নাচ করছে। ফেসবুকে কিছু পেজে এই ভিডিওটি শেয়ার হয়েছে এবং ক্যাপশনে লেখা হয়েছে – আজ থেকে 58 বছর আগে 1962সালে,হারানো জমি পুনঃরুদ্ধারের পর ভারতীয় সেনার বিজয় আনন্দ
https://www.facebook.com/184828728968989/videos/2659097551069984
ভিডিওটি ভালো করে দেখার পর সেনারা একজন নাচ করছে সেখানে পাশেই একটি পতাকা দেখা যাচ্ছে, যা ভারতীয় না চীনের পতাকার রঙের নয়। ভালো করে দেখা পর নীল, লাল, ও হলুদ এই তিনটি রং চোখে পরে যা অনেকটা তিব্বতের পতাকার মতো। গুগলে খোঁজার পর আমরা তিব্বতের পতাকার যে ছবিটি পাই তা হুবহু ভিডিওর পতাকার সাথে মিল খায়। কিছু কীওয়ার্ড দিয়ে সার্চ করার পর ইউটুবের থেকে Saffron beast ও Team Jai Hind নামের একটি ইউটুব চ্যানেলের থেকে এই একই ভিডিওটি পাই যেখানে এই ভিডিওটির ক্যাপশনে লেখা আছে SFF Tibetian serving Indian Army . SFF এর পুরো অর্থ কি জানার জন্য আমরা গুগলে অনুসন্ধান করার পর জানতে পারি Special Frontier Forece ১৯৬২ সালে তৈরী তিব্বতের সেনা বাহিনী যেখানে বিশভাগ তিব্বতীয় স্মরণার্থী সেনা বাহিনীতে যোগদান করে।
https://en.wikipedia.org/wiki/Special_Frontier_Force
https://www.youtube.com/watch?v=Pv1DeLQKcpc
এছাড়াও Partiotisam.2.0 তেও এই একেই ভিডিও দেখা হয়েছে এবং বলা হচ্ছে এই ভিডিওটি নিয়ে যে দাবি করা হয়েছে তা বিভ্রান্তিকর। যদিও আমরা খোঁজ চালাচ্ছি এই ভিডিওটি কবেকার।
https://www.youtube.com/watch?v=Nl2Z03w-kho
58 বছর আগে 1962সালে,হারানো জমি পুনঃরুদ্ধারের পর ভারতীয় সেনার বিজয় আনন্দ এই নামে যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেই দাবিটি ভুল। ১৯৬২ সালে ভারত তার হারানো জমি ফের দখল করতে পেরেছে এই ধরণের কোনো খবর বা সঠিক তথ্য আমরা পাইনি।
YouTube videos – https://www.youtube.com/watch?v=Nl2Z03w-kho
https://www.youtube.com/watch?v=Pv1DeLQKcpc
https://www.youtube.com/watch?v=2tF81LbeGWE
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।
Paromita Das
September 3, 2020
Paromita Das
July 3, 2020
Paromita Das
June 29, 2020