Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks done
FOLLOW USCrime
পশ্চিম-মেদিনীপুরের পিংলায় মৃত কলেজ ছাত্রী বিজেপির সাথে যুক্ত থাকার কারণে তাকে কিছু দুষ্কৃতীরা মিলে ধর্ষণ করে খুন করেছে এমনই দাবি করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। পিংলায় স্নেহার (নাম পরিবর্তিত) অস্বাভাবিক মৃত্যুর পর সোশ্যাল মিডিয়াতে এই ধরণের দাবি করে তার ছবি শেয়ার করা হচ্ছে।
রাজ্যের বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ গতকাল ওনার ফেসবুকে পেজ থেকে স্নেহার(নাম পরিবর্তিত) ছবি পোস্ট করে এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং একই সঙ্গে ক্ষমা চেয়েছেন মৃতা ও তার পরিবারের কাছে থেকে। ওনার মতে অকালে তাকে দুষ্কৃতীদের হাতে এই ভাবে প্রাণ হারাতে হলো এবং এই দেখেও কলকাতার এলিট ক্লাস মুখে কুলুপ এঁটে বসে আছে।
ফেসবুকে সৌমিত্র ছাড়াও আরও অনেকেই এই দাবি এনেছে যে পিংলায় মৃত কলেজ ছাত্রী বিজেপির সাথে যুক্ত হওয়ার কারণে আজ তার এই পরিণতি হলো। কোথাও এমনও দাবি করা হয়েছে বিজেপি মহিলা মোর্চার সাথে যুক্ত থাকার কারণে স্নেহাকে(নাম পরিবর্তিত) দলের হয়ে কাজ করতে হয়েছিল বিধানসভা নির্বাচনের সময়। আর এই মহিলা শ্রমিককে ধর্ষণ করে খুন করা হলো।
রাজ্যের পরিস্থিতি এখন যথেষ্ট উত্তপ্ত হয়ে আছে। চতুর্দিক থেকে শুধু হিংসা, সন্ত্রাসের খবর সামনে আসছে। এর মাঝে সোশ্যাল মিডিয়াতে শেয়ার হচ্ছে পিংলার মৃত কলেজ ছাত্রী স্নেহার( নাম পরিবর্তিত) ঘটনা। দাবি করা হয়েছে তার অপরাধ ছিল সে বিজেপির সাথে যুক্ত ছিল। দলের মহিলা মোর্চার সক্রিয় কর্মী রূপে এই বছরের ভোটে কাজও করেছে।পিংলায় মৃত কলেজ ছাত্রী বিজেপির সাথে যুক্ত ছিল এই দাবিতে শেয়ার হওয়া ফেসবুক পোস্ট এবং এর সাথে বিজেপি যুব মোর্চা সভাপতি সৌমিত্র খাঁয়ের পোস্ট স্নেহার(নাম পরিবর্তিত) বিজেপির সাথে যুক্ত থাকার দাবিকে আরও জোরালো করে তুলেছে।
পিংলায় মৃত কলেজ ছাত্রী বিজেপির সাথে যুক্ত ছিল বলেই তার এই অকাল পরিণতি কিনা জানার জন্য আমরা এই ঘটনাকে প্রকাশিত রিপোর্ট গুলো যাচাই করতে শুরু করি। News18 Bangla, Zee ২৪ ঘন্টার থেকে পাওয়া রিপোর্ট অনুসারে স্নেহা(নাম পরিবর্তিত) দ্বিতীয় বর্ষের কলেজ ছাত্রী ছিল। ঘরোয়া কিছু কাজে সে বাড়ির পেছনে যায়। এই সাথে একটি পুরোনো বাড়ি রয়েছে যেখানে সেই সময় কিছু রাজমিস্ত্রি কাজ করছিলো। ঘন্টা খানেক হয়ে যাওয়ার পরেও মেয়েকে ফিরতে না দেখে তার পরিবারের লোক খোঁজ শুরু করে। এই সময় ঐ বাড়িতে প্রবেশ করার পর স্নেহার লাশ দেখা যায়। রিপোর্ট অনুসারে স্নেহার পরনে একটি নাইটি ছিল। সেই নাইটি দিয়েই তার গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয় স্নেহা(নাম পরিবর্তিত)।
https://www.facebook.com/News18Bangla/videos/902127397027060
এই সময় ঐ রাজমিস্ত্রদের জিজ্ঞাসাবাদ করা হয় যে এই ঘটনা কি করে হলো তার সম্পর্কে কিছু জানে কিনা, কিন্তু তাদের কথায় ও হাবেভাবে অসঙ্গতি দেখা যাওয়ায় স্থানীয় বাসিন্দরা পুলিশে খবর দেয়। রাজমিস্ত্রীদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জানা যায় তারা স্নেহাকে(নাম পরিবর্তিত) ধর্ষণ করেছে। বলে রাখা ভালো এই রাজমিস্ত্রীদের দলে দুজন পুরুষ ও এক মহিলা ছিলেন। মেয়েটির লাশ পোস্টমর্টেমের জন্য পাঠানোর পর রিপোর্টে প্রকাশ হয় স্নেহার(নাম পরিবর্তিত) শরীরে ধর্ষণের প্রমান পাওয়া গেছে।
পিংলায় মৃত কলেজ ছাত্রী বিজেপির সাথে যুক্ত ছিল এই দাবিটি সম্পূর্ণ মিথ্যে। আমরা এই ঘটনার উপর প্রকাশিত সংবাদ প্রতিদিন, Hindustan Times Bangla তে খবরে কোথাও বলা হয়নি যে স্নেহা(নাম পরিবর্তিত) বিজেপি মহিলা মোর্চার কর্মী ছিল। এই ঘটনাটিকে রাজনৈতিক রং চড়িয়ে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হচ্ছে। এই ঘটনার আরও পুঙ্খানুপুঙ্খ বিবরণ জানার জন্য আমরা স্নেহার(নাম পরিবর্তিত) পরিবার ও প্রতিবেশীদের সাথে কথা বলি। তাদের মতে তাদের মেয়ে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল না। সোশ্যাল মিডিয়াতে যে দাবি করে তার ছবি শেয়ার হচ্ছে সেটি সম্পূর্ণ মিথ্যে।
এই ঘটনার জেরে স্নেহার(নাম পরিবর্তিত) পরিবার, প্রতিবেশী ও তার বন্ধু-বান্ধবরা পথ অবরোধে নামে। এই সময় পিংলা থানার পুলিশ এবং ওসি অবরোধের স্থলে পৌঁছে এই অবরোধকে তুলে নেওয়ার কথা বলেন। স্নেহার(নাম পরিবর্তিত) ঘটনা নিয়ে পালিশ তদন্ত চালাচ্ছে এবং ধৃতদের আটক করে জিজ্ঞাসাবাদ চলছে যে তারা কেন এই কান্ডটি ঘটিয়েছে।
স্নেহার(নাম পরিবর্তিত) প্রতিবেশীদের তরফ থেকে কিছু ভিডিও আমাদের কাছে এসেছে যেখানে রাস্তায় ধর্ণা দিতে বসা পিংলার স্থানীয় বাসিন্দা ও স্নেহার(নাম পরিবর্তিত) বন্ধুদের উদ্দেশ্যে পিংলা থানার ওসি বলছেন খুব শীঘ্রই এই ঘটনার নিস্পত্তি হবে এবং দোষীরা শাস্তি পাবে।
https://m.facebook.com/story.php?story_fbid=911025239676245&id=100023063311358&sfnsn=wiwspwa
https://m.facebook.com/story.php?story_fbid=2900135996975155&id=100009363496366&sfnsn=wiwspwa
পিংলায় মৃত কলেজ ছাত্রী বিজেপির সাথে যুক্ত ছিল সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এই দাবিটি সম্পূর্ণ মিথ্যে। আমাদের অনুসন্ধানে এবং এই ঘটনাকে কেন্দ্র করে মিডিয়া রিপোর্ট থেকে প্রমাণিত যে স্নেহা(নাম পরিবর্তিত) বিজেপি মহিলা মোর্চার সদস্য ছিল না।
Sangbad Pratidin-https://www.sangbadpratidin.in/bengal/a-college-student-allegedly-rape-and-murdered-in-pingla-of-paschim-medinipur/
Hindustan Times Bangla- https://bangla.hindustantimes.com/bengal/districts/student-raped-and-murdered-in-abandoned-house-woman-arrested-in-pingla-including-2-labors-31620142609692.html
Zee ২৪ ঘন্টা-https://www.facebook.com/mustafizur.rahaman.5836711/videos/792292808063089
News18 Bangla- https://www.facebook.com/News18Bangla/videos/902127397027060
Ground verification
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Tanujit Das
February 17, 2025
Tanujit Das
January 28, 2025
Tanujit Das
December 26, 2024