schema:text
| - সম্প্রতি, “অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে মাওলানা তারিক জামিলের ছেলে নিহত” শীর্ষক শিরোনামে কিছু প্রতিবেদন গণমাধ্যমে প্রচারিত হয়।
সংবাদমাধ্যমে প্রচারিত এমন কিছু প্রতিবেদন দেখুন আমাদের সময়, ইনসাফ।
একই দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, অজ্ঞাত পরিচয় কোনো বন্দুকধারীর গুলিতে পাকিস্তানের ইসলামিক স্কলার মাওলানা তারিক জামিলের ছেলে আশেক জামিলের মৃত্যু ঘটেনি বরং নিরাপত্তারক্ষীর কাছ থেকে বন্দুক নিয়ে আত্মহত্যা করেন তিনি।
প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে, পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম The Dawn এর ওয়েবসাইটে আজ (৩০ অক্টোবর) “Tariq Jamil’s son dies under ‘mysterious’ circumstances” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদনে আঞ্চলিক পুলিশ কর্মকর্তা (আরপিও) সোহাইল চৌধুরীর বরাত দিয়ে জানানো হয়, মাওলানা তারিক জামিলের পুত্র আশেক জামিল বাড়ির ব্যায়ামাগারে অনুশীলনের সময় নিরাপত্তাকর্মীকে ডাকেন এবং তার বন্দুক ছিনিয়ে নিয়ে নিজের বুকে গুলি চালান। পরবর্তীতে তাকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি।
পাকিস্তানের মিয়ান চান্নুর ডেপুটি পুলিশ সুপার সালিম, আশেক জামিলের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন বলে উক্ত প্রতিবেদন থেকে জানা যায়।
পরবর্তীতে, মাওলানা তারিক জামিলের ভেরিফাইড ফেসবুক পেজে আজ (৩০ অক্টোবর) মধ্যরাতে একটি পোস্টে মাওলানা তারিক জামিলের অপর পুত্র ইউসুফ জামিলের একটি ভিডিও বার্তা খুঁজে পায় রিউমর স্ক্যানার।
উর্দুতে লেখা উক্ত ভিডিওর ক্যাপশন বাংলায় অনুবাদ করে দেখা যায়, উক্ত ভিডিওটি ইউসুফ জামিলের ভাই আশেক জামিলের মৃত্যু বিষয়ক ভিডিও বার্তা।
উক্ত ভিডিও বার্তায় মাওলানা তারিক জামিলের ছেলে ইউসুফ জামিল জানান, তার ভাই আশেক জামিল দীর্ঘদিন থেকেই মানসিক অবসন্নতায় ভুগছিলেন। সম্প্রতি তার মানসিক অবস্থার অবনতি হলে সেটি নিয়ন্ত্রণের জন্য বৈদ্যুতিক শক দেওয়ার চিকিৎসাও চলছিল। ঘটনার দিন তার (ইউসুফ জামিল) ভাই আশেক জামিল বাড়িতে একাই ছিলেন। একসময় তিনি বাড়ির নিরাপত্তাকর্মীর হাত থেকে বন্দুক নিয়ে নিজেই নিজের বুকে গুলি চালান।
মূলত, পাকিস্তানের ইসলামিক স্কলার মাওলানা তারিক জামিলের ছেলে আশেক জামিল দীর্ঘদিন থেকেই মানসিক অবসন্নতায় ভুগছিলেন। মানসিক অবসন্নতার কারণেই ২৮ অক্টোবর বাড়ির নিরাপত্তায় নিয়োজিত এক নিরাপত্তাকর্মীর বন্দুক নিয়ে নিজের বুকে গুলি করে আত্মহত্যা করেন তিনি। তার এই মৃত্যুর ঘটনায় মাওলানা তারিক জামিলের ছেলে আশেক জামিল অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন দাবিতে একটি তথ্য ইন্টারনেটে প্রচার করা হয়।
উল্লেখ্য, পূর্বে মাওলানা তারিক জামিলের ব্যাপারে মিথ্যা তথ্য প্রচারিত হলে সে বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।
সুতরাং, মাওলানা তারিক জামিলের পুত্র আশেক জামিল অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন দাবিতে একটি তথ্য গণমাধ্যমে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- The Dawn: “Tariq Jamil’s son dies under ‘mysterious’ circumstances”
- Facebook Page: Tariq Jamil
|