schema:text
| - গত ১৭ জুন ঢালিউড সুপারস্টার খ্যাত অভিনেতা শাকিব খান অভিনীত তুফান সিনেমা দেশব্যাপী মুক্তি পেয়েছে। তুফান সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেন টলিউড তারকা মিমি চক্রবর্তী। সিনেমায় অভিনয়ের পাশাপাশি দুষ্ট কোকিল গানে নেচেছেন মিমি চক্রবর্তী। এরই প্রেক্ষিতে, সম্প্রতি মডেল ও অভিনেত্রী পরীমনি দুষ্ট কোকিল সিনেমায় মিমির খোলামেলা নাচের দৃশ্য নিয়ে সমালোচনা করেছেন দাবিতে ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউবে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। প্রচারিত ভিডিওতে দাবি করা হয়, কোটি টাকা দিলেও এমন দৃশ্যে অভিনয় করবেন না বলে মন্তব্য করেছেন পরীমনি। আরো দাবি করা হয়, মিমি অভিনেত্রী হিসেবে এই গানে একটু বেশি ঝুঁকি নিয়ে ফেললেও তাকে এমন পোষাকে মানায়নি এবং বাংলাদেশি নায়িকারাও কম সুন্দর না বলে মন্তব্য করেছেন পরীমনি।
উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।
ভিডিওটি এই প্রতিবেদন প্রকাশ অবধি প্রায় ৩ লক্ষ ৪০ হাজারের বেশি বার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পরীমনি তুফান সিনেমার নায়িকা মিমি চক্রবর্তীকে নিয়ে এরূপ কোনো মন্তব্য করেননি বরং পরীমনির ভিন্ন ভিন্ন ঘটনার ইন্টারভিউয়ের পুরোনো ভিডিও ক্লিপ ব্যবহার করে আলোচিত দাবির ভিডিওটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড অনুসন্ধান করে Tollywood Focus Kolkata নামের ফেসবুক পেজে চলতি বছরের ৯ এপ্রিল প্রচারিত পরীমনির সাক্ষাৎকারের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটিতে পরীমনিকে তার সিনেমা ও ব্যক্তিগত জীবন সম্পর্কে আড্ডা দিতে দেখা যায়। উক্ত ভিডিওর একটি অংশের সাথে আলোচিত প্রচারিত ভিডিওর বেশকিছু অংশ হুবহু মিল পাওয়া যায়।
পরবর্তীতে, Perfect News Entertainment নামের ইউটিউব চ্যানেলে চলতি বছরের ১২ মার্চ প্রচারিত পরীমনির সাক্ষাৎকারের আরেকটি ভিডিও খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম। ভিডিওতে ঢাকায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন অনুষ্ঠানে পরীমনিকে নিজের পরবর্তী সিনেমা, অ্যাওয়ার্ড ও ব্যক্তিগত বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে দেখা যায়। এই ভিডিওর কিছু অংশের সাথেও প্রচারিত ভিডিওর বেশকিছু অংশ হুবহু মিল রয়েছে।
এছাড়া, Somoy Entertainment নামক ইউটিউব চ্যানেলে চলতি বছরের ৩১ মার্চ প্রচারিত পরীমনির একটি সাক্ষাৎকারের আরও একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত সাক্ষাৎকারে পরীমনি কলকাতায় নিজের অভিনীত সিনেমা ‘ফেলুবকশি’ নিয়ে কথা বলেন। এই সাক্ষাৎকারের ভিডিওর বিভিন্ন অংশের সাথে প্রচারিত ভিডিওর বেশকিছু অংশের মিল পাওয়া যায়।
অর্থাৎ, প্রচারিত ভিডিওতে ব্যবহৃত প্রতিটি ক্লিপই ভিন্ন ভিন্ন ঘটনার এবং এসবের সাথে পরীমনি তুফান সিনেমার নায়িকা মিমি চক্রবর্তীকে নিয়ে মন্তব্য করেছেন দাবির সাথে কোনো সম্পর্ক নেই।
এছাড়া, দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতে তুফান সিনেমা নিয়ে প্রতিনিয়ত সংবাদ প্রচার হলেও আলোচিত দাবি সংক্রান্ত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
মূলত, শাকিব খান অভিনীত তুফান সিনেমা গত ১৭ জুন দেশব্যাপী মুক্তির পর থেকে আলোচনায় রয়েছে। তুফান সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয়ের পাশাপাশি সিনেমাটির আইটেম গান দুষ্ট কোকিল গানে নেচেছেন মিমি চক্রবর্তী। তুফান সিনেমার দুষ্ট কোকিল গানটি সিনেমাপাড়ায় বেশ আলোচনা সৃষ্টি করেছে। এরই প্রেক্ষিতে, দুষ্ট কোকিল সিনেমায় মিমি চক্রবর্তীর খোলামেলা নাচের দৃশ্য নিয়ে পরীমনি সমালোচনা করেছেন দাবিতে একটি ভিডিও ইউটিউবে ছড়িয়ে পড়ে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে উক্ত দাবির সত্যতা মেলেনি। প্রকৃতপক্ষে পরীমনির বিভিন্ন সময়ের ভিন্ন ভিন্ন ঘটনার ইন্টারভিউের ভিডিও ক্লিপ যুক্ত করে উক্ত দাবিটি প্রচার করা হয়েছে।
সুতরাং, পরীমনি তুফান সিনেমার দুষ্ট কোকিল গানে মিমি চক্রবর্তীর খোলামেলা নাচের দৃশ্য নিয়ে সমালোচনা করেছেন শীর্ষক দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Tollywood Focus Kolkata: ‘আমাকে নিয়ে কেউ ভুল বললে আমি বলবোই’ – অকপট Pori Moni
- Perfect News Entertainment: শাকিব খানের সঙ্গে নতুন সিনোমার কাজ প্রসঙ্গে নিজেই জানালেন চিত্রনায়িকা-পরীমনি
- Somoy Entertainment: কলকাতা ছয়মাস আর বাংলাদেশে ছয়মাস কাজ করতে চাই – পরীমনি
- Rumor Scanner’s Own Research
|