About: http://data.cimple.eu/claim-review/ad47172e29eeb2b8e6a427e5aa8137cba94c03e1df0fde69c1075432     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • 'মাথ্রুভূমি' রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বলে দেখাল ভিডিও গেম আর্মা-৩-এর দৃশ্য ভিডিও গেম আর্মা-৩'এর ক্লিপ ছড়িয়ে ভুয়ো দাবি করা হয় ইউক্রেনে রাশিয়ার আক্রমণের আসল দৃশ্য। এক যুদ্ধ বিমানকে আকাশ থেকে বোমা ফেলতে ও সেটিকে প্রতিহত করতে বিমান বিধ্বংসী কামানের গোলাবর্ষণ দেখা যাচ্ছে। ওই ভিডিওটিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের (Russia Ukraine Crisis) আসল দৃশ্য বলে শেয়ার করা হচ্ছে সোশাল মিডিয়ায়। মালয়ালম গণমাধ্যম 'মাথ্রুভূমি'ও (Mathrubhumi) একই দাবি সমেত ভিডিওটি শেয়ার করে। বুম দেখে দাবিটি মিথ্যে। সেটি আসলে, যুদ্ধ-যুদ্ধ খেলার ভিডিও গেম আর্মা-৩-এর একজন ব্যবহারকারীর তৈরি ক্লিপ। রাশিয়ার ইউক্রেন আক্রমণের পটভূমিতেই শেয়ার করা হচ্ছে ভিডিওটি। ওই সংঘর্ষ পুরনো ও সম্পর্কহীন ভিডিও'র জোয়ার সৃষ্টি করেছে ও ভিডিও গেম আর্মা-৩-এর ক্লিপ ওই আক্রমণের দৃশ্য, এই মিথ্যে দাবি করে শেয়ার করা হচ্ছে। আমরা দেখি ভিডিওটি টুইটারে শেয়ার করা হচ্ছে। সঙ্গে ক্যাপশনে বলা হচ্ছে, "#দ্বিতীয় বিশ্বযুদ্ধ ব্রেকিং নিউজ!! রাশিয়ায় এখনকার অবস্থা! ইউক্রেনের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ কায়েম করেছে। ইজরায়েল/চিন/ট্রাম্প/দ্বিতীয় বিশ্বযুদ্ধ/ক্রিমিয়া/ইউক্রেন/পুতিন/বাইডেন/ইউএসএসআর/কিভ/ইরান/পোল্যান্ড#দ্বিতীয় বিশ্বযুদ্ধ।" আর্কাইভ করা আছে এখানে। আমরা দেখি যুদ্ধের দৃশ্য বলে মালয়ালম সংবাদ চ্যানেল মাথ্রুভূমিও একই ভিডিও শেয়ার করেছে। নীচের ইউটিউব ভিডিওটির ৩:০৫ সময় থেকে খবরের ওই অংশটি দেখা যাবে। চ্যানেলটির ফেসবুক পেজেও সেটি শেয়ার করা হয়। দৃশ্যটি ৪:৩৯ সময় থেকে দেখা যাবে। তথ্য যাচাই যে টুইটার ভিডিওতে ওই দৃশ্যটি রয়েছে, সেটি সম্পর্কে কয়েকটি মন্তব্যে বলা হয় যে, ভিডিও গেম আর্মা-৩'ই সেটির উৎপত্তি। এবং'এ-১০' নম্বরটি রয়েছে সেটিতে। ভিডিওটির প্রধান ফ্রেমগুলি নিয়ে আমরা রিভার্স ইমেজ সার্চ করি। আমরা খোঁজ করি সেই ক্লিপের যাতে 'এ-১০' আর্মা-৩ লেখা আছে। তার ফলে, আমরা একটি 'ইউটিউব শর্টস ভিডিও' দেখতে পাই। ৬ জানুয়ারি, ২০২২ আপলোড করা হয় সেটি। সেটির শিরোনামে লেখা ছিল, "এ-১০ ওয়ারথগ মিসাইল গান রান - সি র্যাম মিলিটারি সিমুলেশন – আর্মা৩#শর্টস"। ভিডিওটির বিবরণে বলা হয়, "এ-১০ থান্ডারল্ট-২'র পাইলটরা সেটিকে ওয়ারথগ বা হগ বলে থাকেন। জিএইউ-৮ অ্যাভেঞ্জার হলো একটি ৩০ মিলিমিটারের সাত-নলা গ্যাটলিগ কামান, যেটি এ-১০ ওয়ারথগ/থান্ডারবোল্ট-২ তে লাগানো থাকে"। ভিডিওটির অত্যন্ত বাস্তব সম্মত গ্রাফিক জনপ্রিয় করে তুলেছে সেটিকে। কারণ, সেটির সাহায্যে সাজানো দৃশ্যকেও বাস্তব বলে মিথ্যে দাবি করা যায়। তাছাড়া সোশাল মিডিয়া এখন পুরনো ও সম্পর্কহীন ভিডিওয় ছয়লাপ। মিথ্যে দাবি করা হচ্ছে যে, সেগুলি ইউক্রেন-এ চলমান আক্রমণের দৃশ্য। বিগত দু'দিনে বুম এই ধরনের বেশ কয়েকটি দাবি খন্ডন করেছে। (অতিরিক্ত রিপোর্টিং সুজিথ এ) আরও পড়ুন: না, ভিডিওটি ১৯৩ বছর বয়সী পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানুষের নয়
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • English
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.115 as of Oct 09 2023


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data] Valid XHTML + RDFa
OpenLink Virtuoso version 07.20.3238 as of Jul 16 2024, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 11 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2025 OpenLink Software