Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
ফেসবুকে অভিনেত্রী কঙ্গনা রানাউতকে নিয়ে সম্প্রতি পোস্ট ভাইরাল হয়েছে ছত্রপতি শিবাজী বিমানবন্দরে Y + সিকিউরিটির সাথে তাকে বাইরে বেড়ি যেতে দেখা যাচ্ছে। এরই সাথে আরো তিনটি ছবি দেওয়া হয়েছে যা বলা হচ্ছে রাজপুতানা থেকে দেশের মেয়ে কঙ্গনাকে স্বাগত জানানোর জন্য ১০০০টি গাড়িতে করে কর্নিসেনার আসছে। Y + সিকিউরিটির সাথে তারাও কঙ্গনাকে সুরক্ষা দেবে তার বাড়ি পর্যন্ত।
কঙ্গনা রানাউতকে সুরক্ষা দেওয়ার জন্য কর্নিসেনার ১০০০টি মুম্বাই আসছে – এই দাবি দিয়ে যে ছবিগুলো শেয়ার করা হচ্ছে পুরোনো ছবি। কঙ্গনা রানাউতের সাথে এই ছবিগুলোর কোনো সম্পর্ক নেই।
প্রথম ছবি – সার দিয়ে গাড়ি যাচ্ছে এবং কয়েকজন মুখে বের করে ক্যামেরার দিকে চেয়ে হাসছে, এই ছবিটি রিভার্স ইমেজ সার্চ করার পর করার ফেসবুকের একটি পেজ খোলে Brahman group yamunanagar tajewala নাম যেখানে ২০১৮ সালের পোস্টে এই ছবিটি আমরা পাই।
দ্বিতীয় ছবি – সাদা স্করপিও গাড়ির লম্বা লাইনের ছবিটি ইনভিড টুলের দ্বারা খোঁজার পর কিছু লিংক আমাদের সামনে আসে এবং এখানে আমরা কর্নিসেনার ওয়েবসাইটের লিংক পাই যেখানে এই ছবিটি ২০১৯ সাল থেকেই রয়েছে।
তৃতীয় ছবি – তৃতীয় ছবিকে খোঁজার পর ইউটুবের একটি লিংক পাই যেখানে লেখা ছিল ‘বাড়মেড়ের অলি-গলি তে কম্পন ধরালেন মানবেন্দ্র সিংহ। শ-খানেক গাড়ি নিয়ে শক্তি প্রদর্শন করলেন।
কঙ্গনা রানাউত মুম্বাইয়ের বিমানবন্দরে নামার পর তাকে সুরক্ষা দেওয়ার জন্য কর্নিসেনার গাড়ির কনভয়ের নাম যে ছবি ভাইরাল হয়েছে তা আসলে ২০১৬, ২০১৭ ও ২০১৯ সালের। বর্তমানের পরিস্থিতির সাথে এই ছবিগুলোর কোনো সম্পর্ক নেই।
Facebook posts – https://www.facebook.com/RastriyRajputkarnisena/photos/a.1739795966237499/2474420539441701/?type=3&theater https://www.facebook.com/RastriyRajputkarnisena/photos/a.1739795966237499/2474420539441701/?type=3&theater
YouTube video – https://www.youtube.com/watch?v=4hbSD_DkK4E
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।
Paromita Das
September 16, 2020
Paromita Das
January 4, 2021
Paromita Das
July 4, 2022