About: http://data.cimple.eu/claim-review/b1683b6e6edb07e628d5b1c60a7803df1b4be237a59f8bbca19a7ad4     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • আমেরিকায় গরবা থেকে গুজরাতের ব্যক্তিকে বের করে দেওয়া হয় ২০১৮ সালে বুম দেখে ২০১৮ সালে আটলান্টায় গরবা অনুষ্ঠানে গুজরাতের এক বিজ্ঞানীকে ঢুকতে দেওয়া হয়নি। ২০১৮ সালে টাইমস অফ ইন্ডিয়া'য় প্রকাশিত একটি খবরে এক ব্যক্তির নামের পদবী হিন্দু বলে মনে না হওয়ায়, গুজরাতের (Gujarat) ভাদোদারা (Vadodara) থেকে আসা এক প্রবাসী বিজ্ঞানী (Scientist) ও তাঁর বন্ধুদের আটলান্টায় (Atlanta) অনুষ্ঠিত গরবা অনুষ্ঠানে (Garba Event) ঢুকতে দেওয়া হয়নি। সেই পুরনো খবরটি এখন সাম্প্রতিক বলে শেয়ার করা হচ্ছে। হিন্দুদের গরবা উৎসব থেকে মুসলমানদের বাদ দেওয়ার ডাক দেয় কিছু দক্ষিণপন্থী সংগঠন। খবরে প্রকাশ সেই ডাকে সাড়া দিয়ে, দেশের বিভিন্ন জায়গায়, মুসলমানদের গরবা অনুষ্ঠানে অংশ নেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়া হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই পুরনো খবরটি শেয়ার করা হচ্ছে। খবরের কাগজের ভাইরাল ক্লিপিংটির শিরোনাম আনুবাদ করলে দাড়ায়, "মার্কিন যুক্তরাষ্ট্রে গুজরাতিরা ভাদোদারার বিজ্ঞানীকে গরবা অনুষ্ঠান থেকে বার করে দেন।" সেই খবরে বলা হয়, "আয়োজকরা বলেন তাঁর পদবী হিন্দু বলে মনে হয়নি।" পোস্টটি দেখার জন্য ক্লিক করুন এখানে। ভাইরাল ক্লিপিংটি ফেসবুকে ব্যাপক ভাবে শেয়ার করা হচ্ছে, কিন্তু সেটি যে পুরনো তা বলা হচ্ছে না। তথ্য যাচাই বুম যাচাই করে দেখে ভাইরাল ক্লিপিংটি টাইমস অফ ইন্ডিয়া'য় ২০১৮ সালের অক্টোবর মাসে প্রকাশিত হয়। তাতে বলা হয়, মহাকাশ পদার্থবিজ্ঞানী করণ যানি অভিযোগ করেন যে, তাঁর পদবী "হিন্দু বলে মনে না হওয়ায়" আটলান্টায় গরবা অনুষ্ঠানের আয়োজকরা তাঁকে ও তাঁর তিন বন্ধুকে ঢুকতে দেননি। ওই শিরোনামটিকে ব্যবহার করে আমরা কি-ওয়ার্ড সার্চ করি। তার ফলে, ১৫ অক্টোবর, ২০১৮ টাইমস অফ ইন্ডিয়া'য় এই সংক্রান্ত খবর দেখতে পাই। টুইটার ও ফেসবুকে যানির পোস্টের ভিত্তিতে খবরটি করা হয়। পোস্টে তিনি জানান যে, শ্রী শক্তি মন্দিরে আয়োজিত অনুষ্ঠান থেকে আয়োজকরা তাঁদের বার করে দেন। প্রতিবেদনটি দেখা যাবে এখানে। আমরা আরও দেখি, ১৩ অক্টোবর, ২০১৮ যানি তাঁর টুইটার থ্রেডে লেখেন, আটলান্টার শক্তি মন্দিরে তাঁকে ও তাঁর তিন বন্ধুকে গরবা অনুষ্ঠানে ঢুকতে দেওয়া হয়নি। উনি অভিযোগ করেন যে তাঁকে বলা হয়, "আপনাকে হিন্দুর মতো দেখতে নয় ও আপনার পরিচয় পত্রে আপনা পদবী হিন্দুর মতো শোনাচ্ছে না।" Year 2018 & Shakti Mandir in Atlanta, USA denied me and my friends entry from playing garba because:— Dr. Karan Jani (@AstroKPJ) October 13, 2018 "You don't look Hindu and last name in your IDs don't sound Hindu" -THREAD- pic.twitter.com/lLVq4KhJtw আরও পড়ুন: বার্মিংহামে হিন্দু মন্দিরে আগুন দিল মুসলিমরা? ছড়াল অগ্নিকাণ্ডের ঘটনা
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • English
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.115 as of Oct 09 2023


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data] Valid XHTML + RDFa
OpenLink Virtuoso version 07.20.3238 as of Jul 16 2024, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 3 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2025 OpenLink Software