schema:text
| - সম্প্রতি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচী প্রকাশ শীর্ষক দাবিতে একটি ডিজিটাল ব্যানার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
উক্ত ব্যানারে থাকা তথ্যানুযায়ী
• ৯ নভেম্বর (বৃহস্পতিবার) তফসিল ঘোষণা করা হবে।
• ১৯ নভেম্বর (রবিবার) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ।
• ২২ নভেম্বর (বুধবার) মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে।
• ২৯ নভেম্বর (বুধবার) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ।
• ৩০ নভেম্বর (বৃহস্পতিবার) প্রতীক বরাদ্দ করা হবে।
• ২৩ ডিসেম্বর (শনিবার) ভোট গ্রহণ করা হবে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন, পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ) এবং পোস্ট (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি প্রকাশের দাবিতে প্রচারিত ব্যানারে থাকা তথ্যগুলো সঠিক নয়। প্রকৃতপক্ষে ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম ঘোষিত তফসিলের তথ্যগুলোই সম্প্রতি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি দাবিতে প্রচার করা হচ্ছে। এছাড়া বাংলাদেশ নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল এখনো ঘোষণা করেনি।
অনুসন্ধানের শুরুতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি প্রকাশের সত্যতা যাচাইয়ের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে খোঁজ নেয় রিউমর স্ক্যানার টিম। তবে ওয়েবসাইটটিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি নিয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে জাতীয় দৈনিক দ্য ডেইলি স্টারে গত ৯ আগস্ট “সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা নভেম্বরে: ইসি আনিছুর” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনটি থেকে জানা যায়, তফসিল নিয়ে নির্বাচন কমিশন এখনো কোনো বৈঠক করেনি। এছাড়া আগামী নভেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।
পরবর্তীতে বেসরকারি টিভি চ্যানেল আইয়ের ওয়েবসাইটে ২৬ আগস্ট “অনলাইনে ছড়িয়ে পড়া জাতীয় নির্বাচনের তফসিলটি ভুয়া: ইসি” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনটি থেকে জানা যায়, ২৬ আগস্ট একটি লিখিত বক্তব্যের মাধ্যমে নির্বাচন কমিশনার আহসান হাবিব সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া জাতীয় নির্বাচনের তফসিলের ঘোষণা, মনোনয়নপত্র ও ভোট গ্রহণের তারিখ সংক্রান্ত ব্যানারটি গুজব বলে চিহ্নিত করেছেন।
তবে ফেসবুকে প্রচারিত তথ্যগুলোর উৎস অনুসন্ধানে উক্ত দাবিতে প্রচারিত তারিখগুলোর সূত্র ধরে অনলাইন পোর্টাল বিডিনিউজ২৪ এ ২০১৮ সালের ৮ নভেম্বর “তফসিল ঘোষণা, ভোট ২৩ ডিসেম্বর” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রকাশিত প্রতিবেদনটি থেকে জানা যায়, ২০১৮ সালের ৮ নভেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনার সেদিন নির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১৯ নভেম্বর পর্যন্ত, তা বাছাই হবে ২২ নভেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৯ নভেম্বর। তার ২৩ দিন পর হবে ভোটগ্রহণ। যা ফেসবুকে প্রচারিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচীর সাথে হুবহু মিলে যাচ্ছে।
এছাড়া অনলাইন পোর্টাল বাংলানিউজ২৪ এ ২০১৮ সালের ৯ নভেম্বর “একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২৩ ডিসেম্বর” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনেও একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ সালের ২৩ ডিসেম্বর হওয়ার তথ্য খুঁজে পাওয়া যায়।
অর্থাৎ, ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়ে ৮ নভেম্বরে দেওয়া নির্বাচনের তফসিলে উল্লিখিত তফসিলের ঘোষণা, মনোনয়নপত্র ও ভোট গ্রহণের তারিখসমূহকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচী দাবিতে প্রচার করা হচ্ছে।
মূলত, সম্প্রতি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচী প্রকাশ হয়েছে দাবিতে একটি ডিজিটাল ব্যানার ফেসবুকে প্রচার করা হচ্ছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ নির্বাচন কমিশন এখন পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচী প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম তফসিলে থাকা সময়সূচীকেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচী দাবিতে প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য, একাদশ জাতীয় নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টসহ বিভিন্ন জোটের দাবির পর ভোট গ্রহণের সময় ২৩ ডিসেম্বর থেকে এক সপ্তাহ পিছিয়ে ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল পুনঃনির্ধারণ করে নির্বাচন কমিশন৷
সুতরাং, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচী প্রকাশ দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তথ্যগুলো সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Bangladesh Election Commission – Website
- The Daily Star – সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা নভেম্বরে: ইসি আনিছুর
- Channeli Online – অনলাইনে ছড়িয়ে পড়া জাতীয় নির্বাচনের তফসিলটি ভুয়া: ইসি
- Bdnews24 – তফসিল ঘোষণা, ভোট ২৩ ডিসেম্বর
- Banglanews24 – একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২৩ ডিসেম্বর
|