About: http://data.cimple.eu/claim-review/b8767b741de106a3a422fb46018ac74368e399976bcfeef2ce279491     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • Authors Claim: লোকসভার স্পিকার ওম বিড়লার মেয়ে অঞ্জলি বিড়লা একজন মুসলিম পুরুষকে বিয়ে করেছেন। Fact: লোকসভার স্পিকার ওম বিড়লার জামাতা অনিশ রাজানি মুসলিম সম্প্রদায়ের নয়, একজন সিন্ধি ব্যবসায়ী পরিবারের সন্তান । ১২ নভেম্বর রাজস্থানের কোটা শহরে, নিজের দীর্ঘদিনের বন্ধু অনিশ রাজানির সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন লোকসভার স্পিকার ওম বিড়লার কন্যা অঞ্জলি বিড়লা। বিয়েতে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা-সহ বিভিন্ন মন্ত্রী, সাংসদ, বিধায়ক, আধিকারিক এবং উল্লেখযোগ্য তারকার উপস্থিত ছিলেন। এরপর বহু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী সেই বিয়ের ছবি ও ভিডিয়ো প্রচার করতে শুরু করেছেন এবং তাঁরা দাবি করছেন যে, অঞ্জলি বিড়লা নাকি একজন মুসলিম ব্য়ক্তিকে বিয়ে করেছেন। ফেসবুকে একজন ব্যবহারকারী লিখেছেন , “অঞ্জলী বিড়লা বিয়ে করলো আনিস রাজনাকে। #লাভ_জিহাদ এর হুঙ্কার বিষোদগার শোনা যায়নি! অঞ্জলী বিড়লা হলো বিজেপি নেতা #ওম_বিড়লার আইএএস কন্যা, আর #আনিস_রাজনি রাজস্থানের ব্যবসায়ী পরিবারের ছেলে। গতকাল-ই মহা ধুমধামে বিবাহ সম্পন্ন হয়েছে। বিয়েতে অনেক নেতা-মন্ত্রী হাজির ছিলেন। তাঁদের প্রেমের সম্পর্ক নাকি পুরাতন। বাতাসে #লাভ_জিহাদ’এর দুর্গন্ধ নেই। বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শাহ নওয়াজ হুসেনের স্ত্রী হিন্দু মেয়ে। লালকৃষ্ণ আদবানির দুই ভাইজি বিয়ে করেছিলেন মুসলিমকে। একসময় সেই বিয়ে নিয়ে মিডিয়ায় ব্যাপক হইচই হয়েছিল। সমাজ মাধ্যমে সাম্প্রদায়িকতার আগুন উসখুশ করেছিল। সমাজও কম মূল্য দেয়নি। এক সময়ের কট্টোর ভিএইচপি নেতা প্রবীণ তোগাড়িয়ার ভাইজি বিয়ে করেছিলেন মুসলিমকে। তবে,তখন এমন বিয়েকে বিজেপি কিংবা গেরুয়া শিবির কেউই ‘#লাভ_জিহাদ’ বলে গালাগালি শুরু করেনি। সোশ্যাল সাইটে অনেকে দাবি করেন, অমিত শাহের কন্যা ডলি শাহ নাকি মুসলিমকে বিয়ে করেছেন। তবে, তা কতোটা সত্যি তা আর জানা যায়নি। তাছাড়া ডলি শাহ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায় না। তিনি নিজেকে খানিকটা আড়ালে রাখতে বোধহয় পছন্দ করেন। এখন অঞ্জলী_আনিস বিবাহ প্রসঙ্গ ছবি ও ভিডিও সহ প্রকাশ্যে এসেছে। তবে,এই বিয়ের বিরুদ্ধে হিন্দুত্ববাদীদের পক্ষ থেকে তোড়ফোঁড় তোলপাড় হয়নি। কারণ, পাত্রী কোনো সাধারণ হিন্দু বা বিজেপি-আরএসএস এর মামুলি কর্মীর মেয়ে নয়,স্বয়ং তাদের নেতা-ই সাদরে এবং ঘটাকরে ঘরে কাটুয়া জামাই হাজির করেছেন ! তাই, লাভ_জিহাদের বিষ-জিগির এক্ষেত্রে গরহাজির!!” Fact Check/ Verification অঞ্জলি বিড়লার স্বামী সংক্রান্ত তথ্যের অনুসন্ধান করলে আমরা দেখতে পাই যে, ১৩ নভেম্বর, NDTV-র ওয়েবসাইটে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, যার শিরোনাম ছিল, “Om Birla Son-in-Law Anish Rajani: Who is Anish Rajani, whom Om Birla’s daughter Anjali married, how true are the claims going on on social media?” সেই রিপোর্ট থেকে জানা যায়, ওম বিড়লার জামাই অনিশ রাজানি একজন সিন্ধি এবং কোটার শিল্পপতি। তাঁর বাবা নরেশ রাজানি কোটার একজন বিশিষ্ট হিন্দু শিল্পপতি। অনিশের বাবা নরেশ রাজানি সেখানে বহু মন্দির নির্মাণ করেছেন এবং হিন্দু ধর্মের উন্নতির জন্য় কাজ করেছেন। Free Press Journal সূত্রে খবর, অনিশ রাজানির আত্মীয়রা তেল শিল্পের সঙ্গে জড়িত। তিনিও পাঁচটি কোম্পানির সঙ্গে যুক্ত রয়েছেন। অনিশ রাজানি, রাজনি প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড, AKR গ্রিনকো প্রাইভেট লিমিটেড, প্রাইমারো ওয়েস্ট সলিউশন প্রাইভেট লিমিটেড, ধনীশ ট্রেড ভেঞ্চারস প্রাইভেট লিমিটেড এবং আর্ক টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের দায়িত্ব সামলাচ্ছেন। গয়ার প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা হরি মাঝিও ভাইরাল দাবিটি খারিজ করে দিয়েছেন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে, অনিশ রজনীর কোটার একটি ব্যবসায়ী পরিবারের ছেলে এবং তাঁরা সিন্ধি। তিনি আরও বলেছেন যে, রাজনী পরিবার ১২টিরও বেশি শিব মন্দির নির্মাণ করেছে। গুজব খণ্ডন করতে, হরি মাঝি সোশ্যাল মিডিয়ায় অনিশ রাজানী এবং অঞ্জলি বিড়লার বিয়ের আমন্ত্রণপত্রটিও পোস্ট করেছেন। আমন্ত্রণটিতে স্পষ্টভাবে অনিশকে সিমরন এবং নরেশ রাজানির পুত্র হিসাবে এবং অঞ্জলিকে শকুন্তলা এবং ওম বিড়লার কন্যা হিসাবে চিহ্নিত করা হয়েছে। পিটিআই নিউজ , দ্য উইক এবং এবিপি লাইভের মতো অনেক সংবাদ মাধ্য়ম ভাইরাল দাবিটি খারিজ করে দিয়েছে। Conclusion সুতরাং এটা স্পষ্ট যে লোকসভার স্পিকার ওম বিড়লার জামাই অনিশ রাজানি একজন সিন্ধি ব্যবসায়ী পরিবারের ছেলে, মুসলিম সম্প্রদায়ের নয়। Result: False Sources Report by NDTV, Dated November 13, 2024 Report by Free Press Journal, Dated November 13, 2024 Report by PTI News, Dated November 13, 2024 Report by PTI News, Dated November 14, 2024 Report by The Week, Dated November 14, 2024 Report by ABP Live, Dated November 14, 2024 X post by Hari Manjhi, Dated November 13, 2024 সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Hindi
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.115 as of Oct 09 2023


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data] Valid XHTML + RDFa
OpenLink Virtuoso version 07.20.3238 as of Jul 16 2024, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 3 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2025 OpenLink Software