schema:text
| - সম্প্রতি, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত রাজু ভাস্কর্যে আঁধারে ছাত্রলীগ বিক্ষোভ কর্মসূচি পালন করেছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় ছাত্রলীগের বিক্ষোভ কর্মসূটি পালনের দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, আলোচিত ভিডিওটি গত ১৫ জুলাই ছাত্রলীগের ডাকা একটি বিক্ষোভ কর্মসূচির।
আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে দৈনিক সমকালের ইউটিউব চ্যানেলে গত ১৫ জুলাই মধ্যরাতে রাজু ভাষ্কর্যে ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ | Chhatra League | TSC শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, উক্ত ভিডিওর ৭ মিনিট ৫৭ সেকেন্ড থেকে ৮ মিনিট ৪৪ সেকেন্ড পর্যন্ত স্লোগানের হুবহু মিল রয়েছে। ভিডিওটিতে দেখতে পাওয়া যায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্লোগানের নেতৃত্ব দিচ্ছেন। দুটো ভিডিওতেই তার কণ্ঠের মিল পাওয়া যায়। এছাড়াও আলোচিত ভিডিওটিতে রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের মাঝে একজনকে সাদা এবং আরেকজনকে লাল জামা পরিহিত অবস্থায় দেখতে পাওয়া যায়। যাদেরকে সমকালের ভিডিওতেও দেখা যায়। তাদের মধ্যে সাদা টি শার্ট পরিহিত ব্যক্তি হলেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। এছাড়াও দুটো ভিডিওতেই তাদের পেছনে একটি বাংলাদেশের পতাকা দেখতে পাওয়া যায়।
পাশাপাশি ভিডিওটির শেষাংশে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের দেওয়া বক্তব্য এবং ভিডিওটির শিরোনাম থেকে জানা যায়, কোটা সংস্কার আন্দোলনকারীদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ‘তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার’ স্লোগান দেওয়ার প্রেক্ষিতে ছাত্রলীগের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়।
পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে বেসরকারি টেলিভিশন চ্যানেল Channel i এর ওয়েবসাইটে একই দিনে রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ ডেকেছে ছাত্রলীগ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, স্বাধীনতাকে কটাক্ষ, একাত্তরের ঘৃণিত গণহত্যাকারী রাজাকারদের প্রতি সাফাই এবং আন্দোলনের নামে অস্থিতিশীলতা তৈরির প্রতিবাদে ছাত্রলীগের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজু ভাস্কর্যের পাদদেশ সেদিন বিকেলে বিক্ষোভ সমাবেশ ডাকা হয়।
অর্থাৎ, ছাত্রলীগের বিক্ষোভ কর্মসূচির ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।
সুতরাং, সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ছাত্রলীগ বিক্ষোভ কর্মসূচি পালন করেছে দাবিতে পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Samakal Youtube Channel: মধ্যরাতে রাজু ভাষ্কর্যে ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ | Chhatra League | TSC
- Channel I Website: রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ ডেকেছে ছাত্রলীগ
- Rumor Scanner’s Own Analysis
|