About: http://data.cimple.eu/claim-review/b9f1b498d9453870a5ce0436f8347490c2c724f468a0d615d773508d     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • এগুলি পশ্চিমবঙ্গের মাদ্রাসা থেকে অস্ত্র উদ্ধারের ছবি নয় বুম দেখে অস্ত্র উদ্ধারের ছবিগুলি কলকাতার নয়, উত্তরপ্রদেশের বিজনোরের। আটটি ছবির একটি সেট ভাইরাল হয়েছে। সেগুলিতে দেখা যাচ্ছে বেশ কিছু বাজেয়াপ্ত বন্দুক এবং অভিযুক্তদের পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। দাবি করা হচ্ছে যে, কলকাতার রাজাবাজারে অবস্থিত একটি মাদ্রাসা থেকে অস্ত্র প্রশিক্ষণ নেওয়ার অভিযোগে ৬৩ বাচ্চাকে গ্রেপ্তার করা হয়েছে। ছবিগুলিতে দেখা যাচ্ছে বিপুল পরিমাণ বাজেয়াপ্ত রাইফেল ও দিশি পিস্তল রাখা রয়েছে এবং পুলিশের একটি দল সাংবাদিক সম্মেলন করছে সেখানে। আর পেছনে দাঁড়িয়ে অভিযুক্তরা।ভাইরাল ছবিগুলির সঙ্গে দেওয়া ক্যাপশনে বলা হয়েছে, "পুলিশ কলকাতার রাজাবাজারে এক মাদ্রাসা থেকে ৬৩ বাচ্চাকে গ্রেপ্তার করেছে। ওই বাচ্চারা জানায় যে, সন্ত্রাসবাদী হয়ে ওঠার জন্য তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। মিডিয়ার কাছে খবরটি গেলে, মিডিয়ার কর্মীরা বলেন তাঁরা সেটি প্রচার করতে পারবেন না, কারণ ওপরওয়ালারা তা চান না। তাই আপনারা এই ভিডিও যতটা সম্ভব শেয়ার করুন। তাহলে সবাই জানবেন মুসলমান বাচ্চাদের মাদ্রসায় পড়ানো হয়, সেখানে কি পড়ানো হয়, আর সেই শিক্ষার বাস্তব রূপ কি। ভারতের বেশিরভাগ মাদ্রাসাই ওই ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকে। শিক্ষার নামে মাদ্রাসাগুলি দেশকে ভাগ করার কাজ করছে। তারা জিহাদি তৈরি করছে। Police arrested 63 madrasa children in Raja Bazar, Kolkata— இந்துதேசம் (@HinduDesam) January 31, 2020 Children say that training to become a terrorist is given in madrasa When this thing went to the media, the media people said that we cannot show, we do not have orders from above. pic.twitter.com/S9GBq8wpGr তথ্য যাচাই বুম রিভার্স ইমেজ সার্চ করে। দেখা যায়, ছবিগুলির সঙ্গে কলকাতার রাজাবাজারের তথাকথিত মাদ্রাসা ছাত্রদের সন্ত্রাসবাদী কাজে প্রশিক্ষণ দেওয়ার দাবিটির কোনও সম্পর্ক নেই। পুলিশের সাংবাদিক সম্মেলন ও দেশি পিস্তলের ছবি পুলিশের সাংবাদিক সম্মেলন ও বাজেয়াপ্ত পিস্তলের ছবি দিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে, 'রিপাবলিক ভারত'-এ জুলাই ২০১৯-এর একটি রিপোর্ট সামনে আসে। জুলাই ২০১৯-এ করা বিজনোর পুলিশের একটি টুইটও আমরা পাই। তাতে বিস্তারিতভাবে বলা হয় যে, অভিযুক্তদের অস্ত্র (১ পিস্তল, ৪ বন্দুক ও কিছু কার্তুজ) চোরাচালান করার অভিযোগে শেরকোটে গ্রেপ্তার করা হয়। थाना शेरकोट @bijnorpolice द्वारा मदरसे में अवैध शस्त्रों की तस्करी करते 06 अभियुक्तगण 01 पिस्टल, 04 तमंचे व भारी मात्रा में कारतूसों सहित गिरफ्तार। #uppolice @Uppolice @adgzonebareilly @digmoradabad @News18India pic.twitter.com/WDj3kkBfIu— Bijnor Police (@bijnorpolice) July 11, 2019 সোফার ওপর রাইফেলের ছবি একটি ঘরে সোফা ও টেবিলের ওপর রাখা পিস্তল ও রাইফেলের ছবিটিও পুরনো এবং সম্পর্কহীন। রিভার্স ইমেজ সার্চ করে দেখা যায়, ছবিটি টামব্লর-এ রয়েছে। সেটি ৩ মার্চ ২০১৯-এ তোলা হয়।
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • English
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.115 as of Oct 09 2023


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data] Valid XHTML + RDFa
OpenLink Virtuoso version 07.20.3238 as of Jul 16 2024, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 2 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2025 OpenLink Software