ভারতের মণিপুরে চলমান জাতিগত সহিংসতাকে কেন্দ্র করে সেনাবাহিনীর কনভয়কে আটকে দেওয়ার ভিডিওকে বাংলাদেশের সেনাবাহিনীর দাবি করে শেয়ার
সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে সেটিকে বাংলাদেশের ভিডিও বলে দাবি করা হচ্ছে। ১ মিনিট ৪০ সেকেন্ডের এই ভিডিওতে সেনাবাহিনীর একটি কনভয়কে সাধারন মহিলাদের দ্বারা আটকে দেওয়ার চেষ্টা করছে। মহিলারা কনভয়ের সামনে রাস্তায় শুয়ে থাকতে দেখা যাচ্ছে। সেনাবাহিনীর কনভয়টি অবরোধকারীদের তোয়াক্কা না করে এগিয়ে চলেছে। ভাইরাল এই ফেসবুক পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”ঠিক কাজটাই করতেছে বাংলাদেশ সেনাবাহিনী। কিন্তু এদের সাহস দেখে আমি অবাক ভেবেছিলাম সরবে না। পরে দেখতেছি চালানোর আগে পালিয়ে যাচ্ছে। 🤣।“
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ভিডিওটি বাংলাদেশের নয় বরং ভারতের মণিপুরের যেখানে কুকি সম্প্রদায়ের মহিলারা সেনাবাহিনীর একটি কনভয়কে আটকানোর চেষ্টা করেছিল।
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, ভাইরাল এই ভিডিও কেন্দ্রিক একটি সংবাদ উপস্থাপন পেয়ে যায়। ১৯ জুন,২০২৪, তারিখে ইউটিউবে আপলোড করা ভারতীয় সংবাদ মাধ্যম ‘দি ফ্রি প্রেস জার্নাল’-এর এই ভিডিও উপস্থাপনের শিরোনামে লেখা হয়েছে,”মণিপুর অস্থিরতা: কুকি মহিলাদের অবরোধ NH-৩৭, ইম্ফল-শিলচর রোডে ৫০০ ট্রাক আটকে দিয়েছে।“
উপস্থাপন অনুযায়ী, বিএসএফ এবং সিআরপিএফ দ্বারা সংরক্ষিত কনভয়টি প্রয়োজনীয় পন্য পরিবহণ করছিল। কুকি মহিলারা মণিপুরের জিরিবামের কাছে NH-৩৭-এ ৫০০ টিরও বেশি ট্রাক আটকেছিল।
‘দি হিল জার্নাল’-এর প্রতিবেদন অনুযায়ী, ভারতের মণিপুর রাজ্যের নারী সামাজিক আন্দোলন ‘মীরা পাইবি-দের দ্বারা ভারতীয় সৈন্যদের কনভয় আটকানোর এই ঘটনাটি ঘটেছিলো ৩০ এপ্রিল তারিখে।
|প্রতিবেদন
|আর্কাইভ
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, বাংলাদেশ সেনাবাহিনীর নামে ভাইরাল এই ভিডিওটি আসলে ভারতের।
Sources
The Free Press Journal
https://x.com/paganhindu/status/1803492319955656937
The Hills Journal
https://www.thehillsjournal.com/manipurs-meira-paibis-disrupt-indian-army-from-performing-their-duties/