schema:text
| - সম্প্রতি, “বাইতুল মোকাররম থেকে সরাসরি, মাওলানা মামুনুল হকের মুক্তির দাবিতে ময়দানে নেমে গেছে জামাত শিবির হেফাজত” শীর্ষক শিরোনামে একটি সরাসরি সম্প্রচারিত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন একটি পোস্ট দেখুন এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি সম্প্রতি মামুনুল হকের মুক্তির দাবিতে কোনো বিক্ষোভ মিছিলের নয় বরং এটি ২০২০ সালের মার্চ মাসে ভারতের দিল্লিতে মুসলিম হত্যা, নির্যাতনের প্রতিবাদে মুজিববর্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমন প্রতিহত করতে ফেনীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিলের ভিডিও।
আলোচিত ভিডিওটি বিস্তারিত বিশ্লেষণ করে দেখা যায়, মিছিলটির অগ্রভাগের ব্যানারে লেখা রয়েছে – “দিল্লিতে নির্বিচারে মুসলিম হত্যা, মসজিদ ও বাড়িঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল- হেফাজতে ইসলাম বাংলাদেশ, ফেনী জেলা।”
পরবর্তীতে, কিওয়ার্ড সার্চের মাধ্যমে, একাধিক ফেসবুক একাউন্ট এবং ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ৩ মার্চে প্রকাশিত একই ব্যানার সম্বলিত পোস্ট ও ভিডিও খুঁজে পাওয়া যায়, দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
পাশাপাশি, সংবাদমাধ্যম জাগোনিউজ২৪-এর অনলাইন সংস্করণে ২০২০ সালের ০৩ মার্চে ‘জুতা হাতে বিমানবন্দরে থাকার ঘোষণা হেফাজতের‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে একই ব্যানারের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়।
মূলত, ভারতের দিল্লিতে মুসলিম হত্যা, নির্যাতনের প্রতিবাদে এবং মুজিববর্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমন প্রতিহত করতে ‘হেফাজতে ইসলাম বাংলাদেশ’ ২০২০ সালের ০৩ মার্চে ফেনী জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। বিক্ষোভ মিছিলটি শহরের ট্রাংক রোড, মিজান রোড, জেল রোড, বড় মসজিদ প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়। ঐ বিক্ষোভ মিছিল চলাকালীন সময়ে ধারণকৃত একটি ভিডিওকেই সাম্প্রতিক সময়ে জামাত শিবির হেফাজত বাইতুল মোকাররম থেকে মামুনুল হকের মুক্তির দাবিতে ময়দানে নেমেছে দাবি করে ভুয়া লাইভ স্ট্রিমিং অ্যাপের সহায়তায় পুনরায় ফেসবুকে প্রচার করা হচ্ছে।
তাছাড়া লাইভ স্ট্রিমিং অ্যাপের সাহায্যে প্রচারিত ভিডিওটি মামুনুল হকের মুক্তির দাবিতে করা বিক্ষোভের দাবি করে প্রচার করা হলেও ভিডিওটি ধারণকালীন সময়ে মামুনুল হক কারাগারের বাহিরেই ছিলেন। সোনারগাঁও রয়েল রিসোর্টে হামলা ও ভাঙচুরের অভিযোগে দায়েরকৃত মামলায় ২০২১ সালের ১৮ই এপ্রিল মামুনুল হককে গ্রেফতার করে পুলিশ।
উল্লেখ্য, রিউমর স্ক্যানার টিম পূর্বেও ‘Kingdom of Bahrain’ নামের ফেসবুক পেজ হতে ভুয়া লাইভ স্ট্রিমিং অ্যাপের সহায়তায় প্রচারিত একাধিক ভিডিওকে বিভ্রান্তিকর হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে।
সুতরাং, ২০২০ সালে ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন প্রতিহত করতে করা বিক্ষোভ মিছিলের ভিডিওকে সাম্প্রতিক সময়ে মামুনুল হকের মুক্তির দাবিতে বিক্ষোভ দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: বাইতুল মোকাররম থেকে সরাসরি, মাওলানা মামুনুল হকের মুক্তির দাবিতে ময়দানে নেমে গেছে জামাত শিবির হেফাজত
- Claimed By: Facebook Posts
- Fact Check: Misleading
[/su_box]
তথ্যসূত্র
1. https://www.facebook.com/660065044182756/posts/1302617446594176/
2. https://www.facebook.com/100011482443061/posts/1095048140887924/
3. https://fb.watch/a_aUaKw9-D/
4. https://fb.watch/a_aVAXsiw_/
5. https://youtu.be/zaL4H9TzKEo
6. https://youtu.be/hAUt475d18Q
7. https://www.jagonews24.com/amp/563060
8. https://www.prothomalo.com/bangladesh/%E0%A6%B9%E0%A7%87%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%A4-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%81%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B2-%E0%A6%B9%E0%A6%95-%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0
|