সম্প্রতি, ১৭ বছর বয়সী এক ছেলে ৪০ বছর বয়সী এক নারীকে বিয়ে করেছেন দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ১৭ বছর বয়সী এক ছেলে ৪০ বছর বয়সী এক নারীকে বিয়ের বিষয়টি বাস্তব কোনো ঘটনার নয় বরং বিনোদনের উদ্দেশ্যে তৈরি স্ক্রিপ্টেড একটি ভিডিও থেকে উক্ত ছবিটি নিয়ে ইন্টারনেটে বাস্তব ঘটনার দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের MB TV নামের একটি ইউটিউব চ্যানেলে গত ৩১ অক্টোবর প্রকাশিত একটি ভিডিও (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটিতে আলোচিত ছেলে ও নারীকে দেখা যায়।
তাদের ক্যামেরাবন্দী একটি দৃশ্যের ব্যাকগ্রাউন্ড ও আনুষঙ্গিক বিষয়বস্তুর সাথে আলোচিত ছবিটির মিল পাওয়া যায়।
তবে উক্ত ভিডিওর বিস্তারিত বিবরণীতে কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে MB TV নামক ইউটিউব চ্যানেলটি পর্যবেক্ষণ করে দেখা যায়, চ্যানেলটি বিনোদনভিত্তিক বিভিন্ন কন্টেন্ট প্রকাশ করে। নির্মাতারা এই চ্যানেলে বিভিন্ন ধরনের বিনোদনধর্মী ভিডিও তৈরি করে প্রকাশ করে।
অর্থাৎ, আলোচিত বিয়ের বিষয়টি বাস্তব নয়।
অনুসন্ধানে DISHA নামের ওপর একটি ফেসবুক পেজেও গত ১১ নভেম্বর প্রকাশিত আলোচিত ভিডিওটি খুঁজে পাওয়া যায়।
DISHA নামের এই পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটিও একটি বিনোদনধর্মী পেজ।
পাশাপাশি, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে সাম্প্রতিক সময়ে রংপুরে বা বাংলাদেশের অন্য কোথাও ১৭ বছর বয়সী কোনো ছেলের সাথে ৪০ বছর বয়সী কোনো নারীর বিয়ের তথ্য খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, ১৭ বছর বয়সী ছেলে ৪০ বছর বয়সী নারীকে বিয়ে করেছেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত দাবিট সম্পূর্ণ মিথ্যা।