schema:text
| - সম্প্রতি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মদ খেয়ে নিজের মুখে তার অপরাধ স্বীকার করেছেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম প্রচার করা হয়েছে। ভিডিওটিতে তাকে, ‘প্রিয় দেশবাসী, আমি বারবার একটি কথা বলেছি। আমি মাফিয়া চক্রের প্রধান, ক্ষমতালোভী, দূর্নীতিবাজ। অপরদিকে, মাফিয়া চক্রের ওপর ভর করে নাশকতামূলক কার্যক্রম এবং আমার কারণে বাংলাদেশের সামনে অপেক্ষা করছে ভয়ঙ্কর এক বিপদ। সুতরাং, আপনারা সর্তক থাকবেন। সজাগ দৃষ্টি রাখবেন।’ শীর্ষক কথিত বাক্য উচ্চারণ করতে দেখা যায়।
ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
তারেক রহমান মুখ ফসকে আলোচিত কথাগুলো বলেছেন দাবিতেও ফেসবুকে একই ভিডিওটি প্রচার করা হয়। ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, মদ খেয়ে তারেক রহমান অপরাধ স্বীকার করার আলোচিত দাবিটি সঠিক নয় বরং, গত ৭ জানুয়ারির সংসদ নির্বাচন বয়কটের আহ্বান জানিয়ে দেশবাসী ও বিএনপি’র কর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান নির্বাচনের আগের দিন একটি ভিডিও বার্তা প্রচার করেন। উক্ত ভিডিও বার্তার বিভিন্ন অংশ জোড়া দিয়ে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
দাবিটির বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, ভিডিওটিতে তারেক রহমানের দেওয়া বক্তব্যে শব্দের বেশ অসামঞ্জ্যতা রয়েছে। শব্দগুলো বেশ খাপছাড়াও। পাশাপাশি ভিডিওটি দেখে বোঝা যাচ্ছে এটি কোনো ভিডিওর বিভিন্ন অংশ সমন্বয়ের মাধ্যমে তৈরি করা হয়েছে।
মূল ভিডিওটি অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে Tarique Rahman এর ভেরিফাইড ফেসবুক পেজে গত ৬ জানুয়ারি ভোট কেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকুন। ৭ জানুয়ারী সারাদিন পরিবারকে সময় দিন | 6 January 2024 শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, উক্ত ভিডিওতে তারেক রহমানের পরিহিত পোশাকের সাথে আলোচিত ভিডিওতে তার পরিহিত পোশাকের মিল রয়েছে। এছাড়াও ভিডিওটির বেশকিছু অংশের সাথে আলোচিত ভিডিওটির কথাগুলোর মিল রয়েছে।
তবে সেগুলো তিনি নিজের সম্পর্কে নয় বরং ক্ষমতাসীন সরকার সম্পর্কে বলেন। শব্দগুলো ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি ব্যবহার করেন। ভিডিওটির মাধ্যমে তিনি দেশবাসী এবং বিএনপি’র নেতাকর্মীদের পরবর্তী দিন অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনের ভোট কেন্দ্রে না যাওয়ার আহ্বান জানান।
মূলত, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ডামি নির্বাচন আখ্যা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিবার্চনের আগের দিন দেশবাসী ও বিএনপি’র নেতাকর্মীদের ভোট কেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়ে একটি ভিডিও বার্তা প্রচার করেন। সম্প্রতি, উক্ত ভিডিওর কিছু অংশ জোড়া দিয়ে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় তা সম্বনয় করে একটি ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা প্রচার করে দাবি করা হচ্ছে, ভিডিওটিতে তারেক রহমান মদ খেয়ে নিজের সকল অপরাধ স্বীকার করছেন। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত দাবিটি সঠিক নয়।
সুতরাং, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মদ খেয়ে নিজের মুখে তার অপরাধ স্বীকার করেছেন দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিওটি এডিটেড বা সম্পাদিত।
তথ্যসূত্র
- Tarique Rahman Facebook Page: ভোট কেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকুন। ৭ জানুয়ারী সারাদিন পরিবারকে সময় দিন | 6 January 2024
- Rumor Scanner’s Own Analysis
|