schema:text
| - সম্প্রতি, টালিউডের নায়ক জিতের হাত ধরেই দেশে ফিরছেন শেখ হাসিনা, জিৎ নিজেই সংবাদ মাধ্যমকে জানালেন শীর্ষক দাবিতে জিতের একটি ভিডিও প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত দাবি দেখুন- এখানে (আর্কাইভ)
টিকটকে এই ভিডিওটি দেখা হয়েছে প্রায় ২ লক্ষাধিক বার। রিঅ্যাক্ট (লাভ) পড়েছে প্রায় ১৮ হাজার এবং মন্তব্য করা হয়েছে প্রায় সাড়ে ৮ শতাধিক। এছাড়াও, ভিডিওটি শেয়ার হয়েছে প্রায় ২ হাজারের অধিক বার।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জিতের হাত ধরেই দেশে ফিরছেন শেখ হাসিনা, জিৎ নিজেই সংবাদ মাধ্যমকে জানালেন শীর্ষক দাবিটি সঠিক নয় বরং, ২০১৮ সালে ‘ইন্সপেক্টর নটি কে’ সিনেমা বাংলাদেশে মুক্তি উপলক্ষে জিতের এই বিষয়ে বক্তব্য প্রদানের ভিডিও ক্লিপ নিয়ে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।
অনুসন্ধানে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে এতে শুরুতেই জিতের বক্তব্য দেওয়ার একটি ভিডিও ক্লিপ দেখতে পাওয়া যায়। জিতকে বলতে শোনা যায়, “আজকে এলার্ম বাজার আগেই নিজে নিজেই উঠে পড়েছিলাম কারণ বাংলাদেশে আসছি বলে।” উক্ত ফুটেজটি প্রচারের পরই ভিডিওর উপস্থাপিকাকে দাবি করতে শোনা যায়, কোটা আন্দোলনের সমঝোতা করতে এবার বাংলাদেশে আসবেন কলকাতার সুপারস্টার জিৎ, শুধু তাই নয় ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসবেন জিৎ এমনটাই জানিয়েছেন সংবাদ মাধ্যমে। সুপারস্টার জিৎ বলেন, আমি কোনো রাজনীতি করিনা। রাজনীতিতে জড়াতেও চাইনা তবে, বর্তমানে বাংলাদেশের যে দেখছি তাতে বুঝতে পারছি বাংলাদেশকে চালানোর মতো সঠিক কোনো নেতা বা নেত্রী নেই। এমন অবস্থায় দেশটি বিচ্ছিন্ন হতে খুব বেশি সময় লাগবেনা। দেশের এই পরিস্থিতি দেখতে আমার ভালো লাগছেনা কারণ বাংলাদেশকে আমি খুব ভালোবাসি এমনকি বাংলাদেশের মানুষদের থেকেও অনেক ভালোবাসা পেয়েছি।
উপস্থাপিকার এই মন্তব্যের পর জিতের একই ভিডিওর আরেকটি ক্লিপ দেখতে পাওয়া যায়। সেখানে জিতকে বলতে শোনা যায়, সবসময় ভালো লাগে বাংলাদেশে আসতে, বাংলাদেশের মানুষের সঙ্গে…” এই ক্লিপ দেখানোর পর উপস্থাপিকা জিৎকে উদ্ধৃতি করে বলেন, তাই আমারও একটি কর্তব্য আছে সেইজন্যই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে যাচ্ছি, কারণ শেখ হাসিনাই পারবে দেশটি ভালোভাবে নিয়ন্ত্রণ করতে।
রিভার্স ইমেজ সার্চ করে ‘SOMOY TV’ এর ইউটিউব চ্যানেলে ২০১৮ সালের ২৫ জানুয়ারী ‘ধর্মের পরই বাংলাদেশে সিনেমার স্থান! – জিৎ | Jeet | Inspector NottyK’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর ০০:৪০ থেকে ০০:৪৩ সেকেন্ড এবং ০০:৪৮ থেকে ০০:৫১ সেকেন্ড পর্যন্ত অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাথে সাদৃশ্য লক্ষ্য করা যায়।
ভিডিওটি পর্যবেক্ষণ করে জিতকে সে সময় সিনেমা নিয়ে নানা কথা বলার পাশাপাশি বাংলাদেশে ‘ইন্সপেক্টর নটি কে’ সিনেমা মুক্তির বিষয়ে বক্তব্য দিতে দেখা যায়। ভিডিওটি ‘ইন্সপেক্টর নটি কে’ সিনেমা মুক্তি উপলক্ষে সিনেমাটির প্রচারণার অংশ বলে প্রতীয়মান হয়।
অর্থাৎ, জিতের এই ভিডিওর সাথে আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই।
সুতরাং, শেখ হাসিনাকে নিয়ে টালিউডের নায়ক জিৎ মন্তব্য করেছেন শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- SOMOY TV: ধর্মের পরই বাংলাদেশে সিনেমার স্থান! – জিৎ | Jeet | Inspector NottyK
- Rumor Scanner’s Own Analysis
|