schema:text
| - সম্প্রতি, “টিএসসিতে ‘কাওয়ালি’ গানের আসর কারা আয়োজন করেছিল জানেন কি আয়োজক হল নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরীর’ নেতা হুজাইফা। যে কিনা ২০১৬ তে ডিবির হাতে একবার গ্রেফতার হয়েছিল।” শীর্ষক শিরোনামে ছবি সম্বলিত একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ছবির গোল চিহ্নিত ব্যক্তিটি হুজাইফা আল মামদূহ নয় বরং ছবিটি ২০১৪ সালে জঙ্গি সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার ৫ ব্যক্তির, যেখানে হুজাইফা নামের কেউ নেই।
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে, বিবিসি বাংলার অনলাইন সংস্করণে ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বরে “সিরিয়ায় যুদ্ধে যাওয়ার অভিযোগে দুজনকে আটক” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে একই ছবি খুঁজে পাওয়া যায়।
পরবর্তীতে, কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে জঙ্গি সন্দেহে গ্রেফতারের ঘটনাটি নিয়ে তৎকালীন সময়ে প্রকাশিত আরো কয়েকটি মূলধারার গণমাধ্যমের প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।, দেখুন এখানে এবং এখানে।
মূলত, ২০১৪ সালে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগে পাঁচ ব্যক্তিকে গ্রেফতারের তথ্য জানায় পুলিশ। পুলিশের বক্তব্য অনুযায়ী, আটককৃত পাঁচ জন হচ্ছেন আসিফ আদনান, ফজলে এলাহি তানজিল, সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম শফিক ও মুহাম্মদ হাসানুল্লাহ। পুলিশের দাবি অনুযায়ী আটককৃতদের দুই জন নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য এবং বাকি তিন জন নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) সদস্য।
তবে, ২০১৪ সালে বাংলাদেশে জঙ্গি সন্দেহে পাঁচ জনকে গ্রেফতারের ঘটনায় সেসময়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন হতে সংগৃহীত ছবিতে এক ব্যক্তিকে গোল চিহ্নিত করে সাম্প্রতিক সময়ে ঢাবির টিএসসিতে আয়োজিত কাওয়ালির আয়োজক ‘হুজাইফা আল মামদূহ’ দাবিতে প্রচার করা হচ্ছে। এবং দাবি করা হচ্ছে ‘হুজাইফা’ নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরীর’ নেতা।
আরো পড়ুনঃ নয়াপল্টনে বিএনপির সাম্প্রতিক বিক্ষোভ মিছিল দাবিতে পুরোনো ভিডিও প্রচার
উল্লেখ্য, ছবির গোল চিহ্নিত ব্যক্তিটি যে হুজাইফা আল মামদূহ নয় তা শনাক্ত করা গেলেও তিনি ‘হিযবুত তাহরীর’ নেতা কি না তা আলাদাকরে যাচাই করা যায়নি।
প্রসঙ্গত, গত ১২ ই জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কাওয়ালি গানের কনসার্ট আয়োজনের উদ্যোগ নিয়েছিলো বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের কাওয়ালি ব্যান্ড ‘সিলসিলা’। সেদিন কনসার্ট চলাকালে ছাত্রলীগের হামলার অভিযোগ এনে অনুষ্ঠানটি সাময়িক স্থগিত ঘোষণা করা হলেও এর পরদিন ঠিক একই জায়গায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
অর্থাৎ, ২০১৪ সালে পুলিশের হাতে জঙ্গি সন্দেহে গ্রেফতার এক ব্যক্তির ছবিকে গোল চিহ্নিত করে উক্ত ছবির ব্যক্তিকে ঢাবিতে কাওয়ালি গানের আয়োজক হুজাইফা আল মামদূহ দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: টিএসসিতে কাওয়ালি গানের আসরের আয়োজক নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর নেতা হুজাইফা
- Claimed By: Facebook Posts
- Fact Check: False
[/su_box]
তথ্যসূত্র
- BBC News: https://www.bbc.com/bengali/news/2014/09/140925_mk_bangla_syria_islamic_state_ansarullah_team_volunteer
- Prothom Alo: https://www.prothomalo.com/bangladesh/%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%9C%E0%A6%A8-%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BF-%E0%A6%AC%E0%A6%B2%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%B9%E0%A7%81%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%A6%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AF
- Samakal: https://samakal.com/todays-print-edition/tp-others/article/140988725/%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%81%E0%A6%9A-%E0%A6%9C%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%BF-%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AB%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0
- Nayadiganta: https://www.dailynayadiganta.com/more-news/636014/%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF-%E0%A6%97%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%86%E0%A6%9C
- Prothom Alo: https://www.prothomalo.com/bangladesh/capital/%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%B8%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%AA%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%A1
- Jugantor: https://www.jugantor.com/campus/508614/%E0%A6%B8%E0%A7%87%E0%A6%87-%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0%E0%A6%BF%E0%A6%A4-%E0%A6%B9%E0%A6%B2%E0%A7%8B-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%B8%E0%A6%B0
|