schema:text
| - গত ২২ নভেম্বর জাতীয় ইংরেজি দৈনিক দ্যা ডেইলি স্টারের প্রধান কার্যালয়ে সামনে এক বিক্ষোভ কর্মসূচি পালিত হয়, ‘বাংলাদেশের জনগণ’ ব্যানারে এই কর্মসূচিতে বিক্ষোভকারীরা গণমাধ্যমটির উপর ভারতীয় আগ্রাসনে সহায়তার অভিযোগে বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহন করে। এরই প্রেক্ষিতে ‘আমাদের মূল ফটকের ডেইলি এর উপর দিল্লী লেখা পোস্টার সাটিয়ে দিয়েছেন একদল লোক। তারপর সেদিকে ফিরে সেজদা দিয়েছেন তারা। কাজেই মুখে যে যাই বলুক সবাই দিল্লীকেই কেবলা মানে। মাহফুজ আনাম সম্পাদক, দ্য ডেইলি স্টার’ শীর্ষক শিরোনামে দ্য ডেইলি স্টারের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জাতীয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের ফটকের সামনে গণমাধ্যমটির বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি বিষয়ে মাহফুজ আনাম এমন কোনো বক্তব্য দেননি এবং গণমাধ্যমটিও এমন দাবিতে কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় দ্য ডেইলি স্টারের লোগো সম্বলিত আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, দ্য ডেইলি স্টারের প্রচলিত ফটোকার্ডের আদলে লোগো ব্যবহার করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে৷ তবে, এটি প্রকাশের তারিখের উল্লেখ পাওয়া যায়নি যা ডেইলি স্টারের প্রচলিত ফটোকার্ডে থাকে৷
পরবর্তীতে, গণমাধ্যমটির ফেসবুক পেজ যাচাই করে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। দ্য ডেইলি স্টারের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও এমন কোনো সংবাদ পাওয়া যায়নি।
বরং, গত ২২ নভেম্বর The Daily Star বাংলার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি ফটোকার্ড পোস্টের মাধ্যমে এটা নিশ্চিত করা হয় যে আলোচিত সংবাদ ও ফটোকার্ডটি দ্য ডেইলি স্টার প্রকাশ করেনি।
সুতরাং, গণমাধ্যমটির সম্পাদক মাহফুজ আনামের বক্তব্য দাবি করে দ্য ডেইলি স্টারের লোগো সম্বলিত প্রচারিত এই ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট৷
তথ্যসূত্র
- Bangla Tribune – ডেইলি স্টারের সামনে কর্মসূচি, বিপুল পুলিশ মোতায়েন
- The Daily Star বাংলা – Facebook Post
- Rumor Scanner’s Own Analysis
|