schema:text
| - সম্প্রতি, জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন ইসলামি ছাত্রশিবিরের সমাবেশে সংগঠনটির এক নেতার দেওয়া একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বক্তব্যে তিনি পিতামাতাদের তাদের সন্তানদের জান্নাতে নিতে আগ্রহী হলে ইসলামি ছাত্রশিবিরে যোগ দেওয়ার আহবান করেন। এরই প্রেক্ষিতে সম্প্রতি জামায়াতে ইসলামীর একটি সহযোগী সদস্য ফরমের ছবি নিয়ে সমালোচনা হচ্ছে ফেসবুকে। ফরমের একটি অংশে “আমি মনে প্রাণে বিশ্বাস করি যে, একমাত্র জান্নাতের সু-সংবাদ প্রাপ্ত দল হলো জামায়াতে ইসলামী শহিদী কাফেলা” শীর্ষক বাক্য রয়েছে বলে দাবি করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য ফরমে “আমি মনে প্রাণে বিশ্বাস করি যে, একমাত্র জান্নাতের সু-সংবাদ প্রাপ্ত দল হলো জামায়াতে ইসলামী শহিদী কাফেলা” শীর্ষক বাক্য ছিল না বরং, ফরমটির উক্ত অংশে লেখা রয়েছে “জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য ফরমে লেখা ছিল “আমার জীবনকে নৈতিক দিক দিয়া উন্নত করিবার জন্য সর্বদা চেষ্টা করিব।”; যা সম্পাদনার মাধ্যমে বদলে দিয়ে প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানে জামায়াতে ইসলামী দলের অফিসিয়াল ফেসবুক পেজে গত ২২ এপ্রিল সহযোগী সদস্য আহ্বান করে একটি পোস্ট (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য ফরমের সাথে আলোচিত ফরমটির ছবি পাওয়া যায়।
উক্ত পোস্টে থাকা ফরমটিতে প্রচারিত ফরমের প্রথম তিনটি বাক্য থাকলেও চার নম্বর বাক্যটি ভিন্ন। প্রচারিত ফরমটিতে চতুর্থ বাক্য হিসেবে “আমি মনে প্রাণে বিশ্বাস করি যে, একমাত্র জান্নাতের সু-সংবাদ প্রাপ্ত দল হলো জামায়াতে ইসলামী শহিদী কাফেলা। এ জন্যই আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হইলাম।” শীর্ষক বাক্যটি রয়েছে। কিন্তু জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজে প্রচারিত ফরমটিতে “আমার জীবনকে নৈতিক দিক দিয়া উন্নত করিবার জন্য সর্বদা চেষ্টা করিব। এ জন্যই আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হইলাম।” শীর্ষক বাক্যটি রয়েছে।
অর্থাৎ, চতুর্থ বাক্য সম্পাদনা করে আলোচিত ফরমটিতে বসানো হয়েছে।
এছাড়া, জামায়াতে ইসলামীর ওয়েবসাইটেও মূল ফরমটি খুঁজে পাওয়া যায়। সেখানেও চতুর্থ বাক্যটিতে ভিন্ন বাক্য রয়েছে।
সুতরাং, ‘জান্নাতের সু-সংবাদ প্রাপ্ত দল হলো জামায়াতে ইসলামী’ শীর্ষক বাক্য যুক্ত জামায়াতে ইসলামী দলের সহযোগী সদস্য ফরমটি এডিটেড বা সম্পাদিত।
তথ্যসূত্র
- Bangladesh Jamaat e Islami- Facebook Post
- Bangladesh Jamaat e Islami- Website
- Rumor Scanner’s Own Analysis
|