schema:text
| - মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ মারা গিয়েছেন দাবিতে সম্প্রতি একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
ফেসবুকে উক্ত দাবিতে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ মারা যাননি বরং তিনি বেঁচে আছেন।
এ বিষয়ে অনুসন্ধানে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ সংস্থা Reuters এর ওয়েবসাইটে গত ১৪ নভেম্বর “Malaysia’s Daim Zainuddin, reformist ex-finance minister, dies at 86” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৩ নভেম্বর মালয়েশিয়ার সাবেক অর্থমন্ত্রী দাইম জয়নুদ্দিন মারা যান। তিনি দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের ক্ষমতায় থাকাকালীন অর্থমন্ত্রী ছিলেন।
মালয়েশিয়া ভিত্তিক গণমাধ্যম The Star এ গত ১৩ নভেম্বর “Dr M visits Daim’s house to pay last respects” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ১৩ নভেম্বর দাইম জয়নুদ্দিনের মৃত্যুতে শেষ শ্রদ্ধা জানাতে মাহাথির মোহাম্মদ এবং তার স্ত্রী সেদিন বেলা ১২ টার দিকে উপস্থিত হন।
অর্থাৎ, মাহাথির মোহাম্মদ বেঁচে আছেন এবং তিনি দাইম জয়নুদ্দিনের মৃত্যুতে সহানুভূতি জানাতে গিয়েছিলেন।
এছাড়া, মালয়শিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের মৃত্যু হলে আন্তর্জাতিক গণমাধ্যমে তা প্রকাশ পেত, যা অনুসন্ধানে পাওয়া যায়নি।
তাছাড়া, গত সেপ্টেম্বর মাসসহ একাধিক বার তার মৃত্যুর গুজব সামাজিক মাধ্যমে ছড়াতে দেখা গেছে।
সুতরাং, মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ মারা যাওয়ার দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি মিথ্যা।
|