Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
ফেসবুকে ভাইরাল দাবি ভগবান শ্রীকৃষ্ণ যখন দেহ ত্যাগ করছিলেন তখন ওনার হৃদয় শুধু মাত্র নিরাপদ ছিল এবং তা আজও সংরক্ষিত রয়েছে। এই দাবি সমেত যে ছবিটি ছড়িয়েছে তাতে একটি বৃহৎ আকারের কাঠের হৃদয় দেখা যাচ্ছে যা একটি চেনের সাহায্যে ঝোলানো রয়েছে।
এই ছবিটি শ্রীকৃষ্ণের হৃদয়ের ছবি নয়, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ভুল দাবি ছড়িয়েছে। ভাইরাল ছবিটির রিভার্স ইমেজ করার পর Woodworking নামের ইনস্টাগ্রাম পোস্ট, twistedsifter ও Artshebdomedias এর লিংক পাই।
Twistedsifter এর ২০১৭ সালের ১৩ই ডিসেম্বরের এই প্রতিবেদনে বলা হয়েছে প্যারিসের Gallery Rabouan Moussion এ রাশিয়ার শিল্পী দিমিত্রি তসিকালভ ২০০৩ সালে কাঠ, গাছের ছাল ও মাটি দিয়ে এই বৃহদাকার হৃৎপিন্ডটি বানান। অর্থাৎ এটি একটি শিল্পকার্য ,ফেসবুকে শ্রীকৃষ্ণের হৃদয় বলে যা দাবিটি করা হয়েছে তা ভুল।
এই লিংক থেকেই আমরা দিমিতির ওয়েবসাইটের লিংক পাই যেখানে চামড়া, কাঠের তৈরী বেশকিছু শিল্পকার্যের ছবি রয়েছে। এর মধ্যেই আমরা এই বিশাল কাঠ, মাটি ও গাছের ছাল দ্বারা নির্মিত হৃদপিন্ডের ছবিটি পাই।
ফেসবুকে ভগবান শ্রীকৃষ্ণ যখন দেহ ত্যাগ করছিলেন তখন ওনার হৃদয় শুধু মাত্র নিরাপদ ছিল এবং তা আজও সংরক্ষিত রয়েছে এই দাবি সমেত যে ছবিটি ভাইরাল হয়েছে তা রাশিয়ার এক শিল্পীর নির্মিত শিল্পকার্য। যদিও আমরা এই ছবিটির সাথে আরো যেসব দাবি করা হয়েছে তা যাচাই করিনি।
Our Sources
wooodworking instagram post
Twistedsifter post of 13th Dec 2017
Dimitri Tsykalov website
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Tanujit Das
February 1, 2025
Tanujit Das
January 30, 2025
Tanujit Das
January 29, 2025