schema:text
| - Fact Check: আগুনের খেলা দেখানো এক ব্যক্তির ভিডিও প্রয়াগরাজ মহাকুম্ভের নয়, তা আসলে চিনের
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও দ্রুত গতিতে ভাইরাল হচ্ছে। এই ভিডিওতে একজন ব্যক্তিকে দেখতে পাওয়া যাচ্ছে, যিনি আগুনের খেলা দেখাচ্ছেন।
- By: Jyoti Kumari
- Published: জানু. 16, 2025 at 03:45 অপরাহ্ন
- Updated: জানু. 16, 2025 at 05:21 অপরাহ্ন
নয়াদিল্লি (বিশ্বাস নিউজ)। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও দ্রুত গতিতে ভাইরাল হচ্ছে। এই ভিডিওতে একজন ব্যক্তিকে দেখতে পাওয়া যাচ্ছে, যিনি আগুনের খেলা দেখাচ্ছেন। এবার কয়েকজন ইউজার এই ভিডিও শেয়ার করে এমন দাবি করছেন য়ে, এই ভিডিওটি প্রয়াগরাজ মহাকুম্ভের। কয়েকজন ইউজার আবার এই ভিডিওটিকে প্রয়াগরাজ মহাকুম্ভেরই ভেবে শেয়ারও করছেন।
বিশ্বাস নিউজ অনুসন্ধান চালিয়ে জানতে পেরেছে যে এই দাবি ভুয়ো। এই ভিডিওটি প্রয়াগরাজের নয়, বরং এটি চিনের ভিডিও। আসলে, চিনের একটি পরম্পরা হল ফায়ার পট পারফরম্যান্স। এই খেলায় একজন বাজিকর আগুনের ফুলকি তৈরি করার জন্য লোহার জালকে গরম কয়লা দিয়ে নাড়াতে থাকেন। এখন কিছু লোক চিনের এই ভিডিওটিকে ভারতের বলে শেয়ার করছেন।
ভাইরাল পোস্টে কী আছে
ফেসবুক ইউজার Sanjeev Awasthi (আর্কাইভ লিঙ্ক) 7 জানয়ারি 2025-এ ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “প্রয়াগরাজে এবারের কুম্ভ হল ঐতিহাসিক কুম্ভ। তাই এই মহাকুম্ভের মেলায় সামিল হওয়ার চেষ্টা করুন এবং কিছু অনন্য স্মৃতির সাক্ষী হোন।… হর হর মহাদেব।”
অনুসন্ধান
আমরা সবার প্রথমে ভাইরাল ভিডিওটিকে মন দিয়ে দেখলাম। ভিডিওতে লক্ষ করলাম, কিছু-কিছু জায়গায় অন্য কোনও ভাষায় কিছু লেখা আছে। তার থেকেই পরিষ্কার বোঝা গেল যে এই ভিডিওটি ভারতের নয়। আমরা আরও অনুসন্ধান চালিয়ে ভাইরাল ভিডিওটির কি-ফ্রেম বেল করলাম এবং সেগুলিকে গুগল রিভার্স ইমেজ দিয়ে সার্চ করলাম। তখন আমরা ভিডিওটি The Viral Videos-এর অফিসিয়াল এক্স হ্যান্ডলে পেলাম। এই ভিডিওটিকে 21 সেপ্টেম্বর 2024-এ শেয়ার করা হয়েছিল। ভিডিওটির সঙ্গে একটি ক্যাপশান দেওয়া আছে। সেখান থেকে জানা গেল, এই ভিডিওটি চিনের সাংস্কৃতিক পরম্পরা ‘ফায়ার পট’-এর।
সার্চ করতে-করতে আমরা ভাইরাল ভিডিওটি ‘马文’ নামক ফেসবুক পেজ-এও দেখতে পেলাম। সেখানে ভিডিওটির সঙ্গে ইংরাজি ক্যাপশনে লেখা আছে, ”Shocking fire pot performance, praise for Chinese intangible heritage! #Amazing#China#Culture”
(বাংলা অনুবাদ: চমকে দেওয়ার মতন ফায়ার পট প্রদর্শন, চিনের বিমূর্ত ঐতিহ্যের প্রশংসা! অদ্ভুত#চিন#সংস্কৃতি।)
আমরা দেখলাম যে ভাইরাল ভিডিওটিকে আরও বেশ কয়েকজন ফেসবুক ও ইনস্টাগ্রাম ইউজারও শেয়ার করেছেন। এই ভিডিওতে যা দেখা যাচ্ছে তাকে চিনের ‘ফায়ার পট পারফরম্যান্স’ বলা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, হুয়োকু (ফায়ার পট) হল চিনের সাংস্কৃতিক ঐতিহ্য। এখানে বাজিকর আতসবাজির প্যাটার্ন তৈরির জন্য আগুনের বাসন, মশাল ইত্যাদি বিভিন্ন ধরনের জিনিস ব্যবহার করা হয়। যে-বাজিকর এই পারফরম্যান্স করেন তিনি ফায়ার-প্রুফ স্যুট পরে একটি রডকে ধরে নাড়াতে থাকেন, সেই রডের দুটো প্রান্তে লোহার জাল ঝোলানো থাকে, সেই জাল দুটোকেই জ্বলন্ত কয়লার মধ্যে দিয়ে রডটিকে জোরে-জোরে নাড়ানো হয়। সেখান থেকে আগুনের ফুলকি বের হলে এমন দৃশ্য দেখতে পাওয়া যায়।
সোশ্যাল মিডিয়ায় প্রয়াগরাজ মহাকুম্ভের নামে এর আগেও বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। সেগুলি নিয়েও বিশ্বাস নিউজ অনুসন্ধান চালিয়েছে। সেই সব ফ্যাক্ট চেক রিপোর্ট এখানে পড়ে নেওয়া যেতে পারে।
এই ব্যাপারে প্রয়াগরাজের দৈনিক জাগরণ-এর এডিটর-ইন-চার্জ রাকেশ পাণ্ডে বললেন যে, এই ভিডিওটি এখানকার নয়। লোকে প্রয়াগরাজ মহাকুম্ভের নামে বেশ কিছু ভিডিও ভাইরাল করছে।
সব শেষে আমরা সেই ইউজারকে স্ক্যান করে দেখালাম যিনি এই আলোচ্য পোস্টটি শেয়ার করেছেন। আমরা জানতে পারলাম যে, এই ইউজারকে এক হাজারের বেশি লোক ফলো করেন। এই ইউজার নিজেকে হিসারের লোক বলে পরিচয় দিয়েছেন।
উপসংহার: আগুনের খেলা দেখানো এক ব্যক্তির এই ভিডিও প্রয়াগরাজ মহাকুম্ভের নয়। ভাইরাল ভিডিওটি চিনের ‘ফায়ার পট পারফরম্যান্স’-এর ভিডিও। সেই ভিডিওটিকেই এখন প্রয়াগরাজ মহাকুম্ভের বলে ভুয়ো দাবি সহ শেয়ার করা হচ্ছে। এই ভিডিওর সঙ্গে প্রয়াগরাজ বা ভারতের কোনও সম্পর্ক নেই।
- Claim Review : এই ভিডিওটি প্রয়াগরাজ মহাকুম্ভের।
- Claimed By : ফেসবুক ইউজার -Sanjeev Awasthi
- Fact Check : False
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.
|