schema:text
| - ইংলিশ ক্লাব লেস্টার সিটিতে খেলা বাংলাদেশি বংশদ্ভূত ফুটবলার হামজা চৌধুরীর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার বিষয়টি প্রায়ই নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হামজা চৌধুরী ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের ছবি সম্বলিত একাধিক ফটোকার্ড প্রচার করে দাবি করা হয়েছে, তাবিথ আউয়াল হামজা চৌধুরীকে বাংলাদেশ দলের হয়ে খেলাতে ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমতির জন্য ০১ ডিসেম্বর ফিফার সদর দপ্তরে যাচ্ছেন।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, হামজা চৌধুরীকে বাংলাদেশ দলের হয়ে খেলাতে ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমতির জন্য তাবিথ আউয়ালের ফিফার সদর দপ্তরে যাওয়ার তথ্যটি সঠিক নয় বরং, কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই ভিত্তিহীনভাবে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত একটি পোস্ট (আর্কাইভ) পর্যবেক্ষণ করে দেখা যায়, সেখানে উক্ত তথ্যের সূত্র হিসেবে ‘Basundhara Kings Ultras’ নামের একটি ফেসবুক পেজের কথা উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে উক্ত পেজটি পর্যবেক্ষণ করে সেখানে আলোচিত দাবি সম্বলিত কোনো পোস্ট খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও পেজটির ট্রান্সপারেন্সি সেকশন পর্যবেক্ষণ করে দেখা যায়, পেজটি গত ০৬ নভেম্বর চালু করা হয়েছে। ধারণা করা যায়, এই পেজটি থেকে আলোচিত দাবি সম্বলিত পোস্টটি প্রচারের পর তা মুছে ফেলা হয়েছে।
তাছাড়া, এই পেজটি বসুন্ধরা কিংস এর অফিশিয়াল ফেসবুক পেজ নয়। বসুন্ধরা কিংস এর ভেরিফায়েড ফেসবুক পেজটি দেখুন এখানে।
পরবর্তীতে আলোচিত দাবিটি নিয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের ভেরিফায়েড ফেসবুক পেজে গত ০১ ডিসেম্বর প্রকাশিত একটি পোস্ট (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।
উক্ত পোস্টে সোশ্যাল মিডিয়ায় আলোচিত দাবি সম্বলিত ফটোকার্ডটিকে ভুয়া হিসেবে উল্লেখ করে বলা হয়, “ফিফা থেকে হামজা চৌধুরীর প্লেয়ার্স স্ট্যাটাস পাওয়া ও আমাকে জড়িয়ে এই মিথ্যা তথ্যটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আমি দেশের গণমাধ্যমকর্মী ও জনগণকে জানাতে চাই, বাংলাদেশের হয়ে হামজা চৌধুরীর খেলার সুযোগের বিষয়ে বাফুফে প্রয়োজনীয় সবকিছু করছে। কিন্তু এই ফটোকার্ডে উল্লেখ করা ঘটনাটি সম্পূর্ণ কাল্পনিক। আমি সবাইকে ভুল তথ্যে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি। একই সাথে এমন আনঅফিশিয়াল সোশ্যাল মিডিয়া পেইজ থেকে ছড়ানো গুজব সম্পর্কে সচেতন এবং এগুলো আমলে না নেওয়ারও অনুরোধ করছি।”
সুতরাং, হামজা চৌধুরীকে বাংলাদেশ দলের হয়ে খেলাতে তাবিথ আউয়াল ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমতির জন্য ফিফার সদর দপ্তরে যাচ্ছেন শীর্ষক তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Tabith Awal Facebook: Post
- Rumor Scanner’s Own Analysis
|