schema:text
| - Last Updated on November 20, 2022 by Team THIP
সারমর্ম
ইন্টারনেটে বেশ কয়েকটি ব্লগ পোস্টে দাবি করা হয়েছে যে কানের ব্যাথার ঘরোয়া চিকিৎসা তে কানের ভিতরে ভিক্স ভেপোরাব (vicks vaporub) লাগানো যেতে পারে। আমরা সত্যতা যাচাই করে দেখেছি যে দাবিটি বেশিরভাগ মিথ্যা। বিশেষজ্ঞরা মনে করেন এটি কোনো বৈজ্ঞানিক যুক্তি নয় এবং এই ধরণের অস্বীকৃত ঘরোয়া পদ্ধতি বিপদ বাড়িয়ে তুলতে পারে।
দাবি
একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের ওয়েবসাইট এ প্রকাশিত একটি পোস্ট দাবি করে ভিক্স ভেপোরাবকে বেশ কিছু শারীরিক সমস্যা সমাধানে লাগানো যেতে পারে । ভিক্স ভেপোরাবের এই ঘরোয়া প্রয়োগ গুলির মধ্যে একটি উল্লেখ কান ব্যাথা সারানোর পক্ষ্যে । “কানের যন্ত্রণা উপশমেও সাহায্য করে ভেপোরাব।” এইখানে সেই আর্টিকেলটি দেখা যাবে ।
সত্যানুন্ধান
ভিক্স ভেপোরাব (Vicks Vaporub) কি ?
Vicks Vaporub হল সর্দি কাশি কম করার কাজে ব্যবহৃত বহু জনপ্রিয় একটি মলম । পৃথিবীর বহু দেশেই এই মলম পাওয়া যায় । ভারতে যেকোনো ওষুধের দোকানে সহজেই উপলব্ধ এই মলম । মলম উৎপাদনকারী কোম্পানি-র ওয়েবসাইট অনুযায়ী এই মলমটি ইউক্যালিপ্টাস গাছের নির্যাস, কর্পূর জাতীয় উৎপাদন ব্যবহার করে বানানো হয় এবং এর সর্দি কাশির নিরাময়ে গলায় বা বুকে এই মলম মালিশ করাটা এর স্বীকৃত ব্যবহার ।
কানে ব্যথা হওয়ার বিভিন্ন কারণ কী?
কানের ব্যথা (otalgia) বিভিন্ন কারণে হতে পারে, যেমন eustachian টিউবে বাধা, কানে ইনফেকশন, কানে আঘাত লাগা , কানের পর্দায় ছিদ্র, উচ্চতা চাপ পরিবর্তন (বারোট্রমা) ইত্যাদি। কখনও কখনও, একজন ব্যক্তি বিভিন্ন অন্য শারীরিক সমস্যার কারণেও কানে ব্যথা অনুভব করতে পারেন, যেমন- সাইনাস, গলা ব্যথা, দাঁতের সংক্রমণ, Temporomandibular joint syndrome (টিএমজে) ইত্যাদি। কানের ভিতরে যে ব্যথা শুরু হয় তাকে প্রাইমারি ওটালজিয়া বলা হয়, কানের বাইরের ব্যথা সেকেন্ডারি ওটালজিয়া নামে পরিচিত।
ভিক্স ভেপোরাব (Vicks Vaporub) কি কানের ব্যথা সরিয়ে তুলতে পারে?
না। এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ বা গবেষণা নেই। কানের ব্যথার জন্য Vicks Vaporub ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় না । ভিক্স এ ব্যবহৃত উপাদানগুলো যেমন কর্পূর ইত্যাদি হয়তো ব্যাথার অনুভব সাময়িক ভাবে কম করতে পারে কিন্তু এটি রোগের নিরাময় নয় । কানের ব্যাথা হলে ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যাথার আসল কারণটা যাচাই করে দেখা উচিত কোনো ইনফেকশনের কারণে যদি ব্যাথা হয়ে থাকে তাহলে তার চিকিৎসা করা দরকার । ভিক্স কানের ভিতরের কন রকম infection ঠিক করতে পারেনা । এই ক্রিমের অতিরিক্ত ব্যাবহারের ফলে – এটি কানের পর্দা ব্লক করে দিতে পারে, যার ফলে শুনতে অসুবিধে হতে পারে । অনেক ব্যবহারকারী তুলোতে Vicks নিয়ে কানে লাগানোর পরামর্শ দিয়েছেন। তুলার টুকরো কানে আটকে যেতে পারে, যার ফলে ব্যাকটেরিয়া সংক্রমণ এবং অন্যান্য জটিলতা দেখা দিতে পারে।
ENT Specialist, ড: প্রিয়জিৎ পানিগ্রাহী, MBBS, DNB, MNAMS এই বিষয়ে জানান- “Vicks Vaporub-এ রয়েছে 3টি প্রধান উপাদান কর্পূর, ইউক্যালিপটাস তেল এবং মেন্থল, থাইমল ইত্যাদি। প্রধানত, এটি সর্দি ও কাশি কম করতে ব্যবহৃত হয়। কানের ভিতর Vicks রাখলে ঠাণ্ডা অনুভূতি হবে, হতো সাময়িক ভাবে ব্যাথার অনুভবও কম হতে পারে । কিন্তু এটা কোনো বৈজ্ঞানিক মতে চিকিৎসা নয় । তবুও, আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে কারণ কানের ভিতরে ভিক্স বা তুলোর টুকরো থেকে গেলে সেটি আরো বিপত্তি বাড়িয়ে তুলতে পারে । “
|