schema:text
| - সকল গ্রেডের সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কার করে কোটা ব্যবস্থার স্থায়ী সমাধানের দাবিতে দেশজুড়ে শিক্ষার্থীরা গত পহেলা জুলাই থেকে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এরই মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক চীন সফর নিয়ে গত ১৪ জুলাই এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়েও কথা বলেন। সে সময় প্রধানমন্ত্রীর একটি বক্তব্যকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হন। এর প্রেক্ষিতে আন্দোলনের কর্মসূচিতে রাস্তায় নেমে আসেন শিক্ষার্থীরা। এর প্রেক্ষিতে আন্দোলনের কর্মসূচিতে রাস্তায় নেমে আসেন শিক্ষার্থীরা। এর মধ্যে ঘটেছে সংঘর্ষ ও সহিংসতার ঘটনা, এসেছে বহু হতাহতের খবরও। এসবের মাঝে গত ১৬ জুলাই থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দাবি করা হয়, কুমিল্লা চৌদ্দগ্রামের ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মিনারের মৃত্যু হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের কমিটি দুই সদস্য বিশিষ্ট আংশিক কমিটি। কমিটিতে কোনো যুগ্ম আহবায়ক পদই নেই। তাছাড়া কোটা সংস্কার আন্দোলন কিংবা অন্য কোনো কারণে সাম্প্রতিক সময়ে চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের কোনো নেতার মৃত্যু হয়নি।
এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে সাম্প্রতিক সময়ে চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের কোনো নেতা-কর্মীর নিহতের তথ্য পাওয়া যায়নি।
তবে গত ১৩ জুলাই তারিখে চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তৌফিকুল ইসলাম সবুজকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতরভাবে আহত করা হয়েছে বলে গণমাধ্যম সূত্রে জানা যায়। হামলাকারী সম্পর্কে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল গণমাধ্যমকে বলেন, “সকালে রাণীর দিঘীরপাড়ে বসে মোবাইলে (সবুজ) কথা বলছিলেন। কয়েকজন সন্ত্রাসী এসে ধারালো অস্ত্র দিয়ে সবুজকে কুপিয়ে পালিয়ে যায়।” এই ঘটনা পরবর্তী সময়ে গত ১৭ জুলাই সবুজকে তার ফেসবুক পেজে কোটা সংস্কার আন্দোলন নিয়ে পোস্ট করতেও দেখা যায়।
অতঃপর, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের কমিটির নেতৃত্বের বিষয়ে জানতে কি-ওয়ার্ড সার্চ করে চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মারুফ মজুমদারের এক ফেসবুক পোস্ট থেকে জানা যায়, ২০২১ সালে ৫ জানুয়ারি চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের একটি কমিটি গঠিত হয়। এতে সভাপতির দায়িত্ব পান মো. তৌফিকুল ইসলাম সবুজ এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পান কাউছার হানিফ। অর্থাৎ এই কমিটিতে যুগ্ম আহবায়ক পদে কোনো ব্যক্তিকে পাওয়া যায়নি। উক্ত কমিটি গঠন পরবর্তী সময়ে এই উপজেলা ছাত্রলীগের আর কোনো কমিটিও হয়নি বলে স্থানীয় একাধিক সূত্র থেকে নিশ্চিত হয় রিউমর টিম।
তবে অনলাইন গণমাধ্যম বাংলানিউজ২৪ এ ২০১৭ সালে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায় বর্তমান উপজেলা কমিটির পূর্বে ২০১৭ সালের ১২ জুলাই এই চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের একটি আহবায়ক কমিটি গঠিত হয়েছিল। যেখানে একজন আহবায়কের পাশাপাশি আটজন যুগ্ম আহবায়ক ছিলেন। আহবায়ক পদে ছিলেন মো. তৌফিকুল ইসলাম (সবুজ) এবং যুগ্ম আহবায়ক ছিলেন কাউছার হানিফ, মো. মতিউর রহমান জালাল, কাজী আল রাফি, মো. নুরুল আলম, মো. আবদুল মোতালেব, মো. সোহাগ মাহমুদ, মো. খন্দকার মাসুদ ও আরিফুর রহমান। অর্থাৎ এই কমিটিতেও যুগ্ম আহবায়ক পদে মিনার নামে কোনো নেতা ছিলেন না।
মূলত, সকল গ্রেডের সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কার করে কোটা ব্যবস্থার স্থায়ী সমাধানের দাবিতে দেশজুড়ে শিক্ষার্থীরা গত পহেলা জুলাই থেকে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্য কেন্দ্র করে আন্দোলন তীব্র আকার ধারণ করে এবং আন্দোলনের কর্মসূচিতে রাস্তায় নেমে আসেন শিক্ষার্থীরা। তারপর তাদের সাথে একাধিক স্থানে দফায় দফায় ছাত্রলীগের সংঘর্ষ হয়। এরই প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দাবি প্রচার করা হয়, কুমিল্লা চৌদ্দগ্রামের ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মিনারের মৃত্যু হয়েছে। কিন্তু, রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের কমিটি দুই সদস্য বিশিষ্ট আংশিক কমিটি। কমিটিতে সভাপতি পদে আছেন তৌফিকুল ইসলাম সবুজ এবং সাধারন সম্পাদকের দায়িত্বে আছেন কাউছার হানিফ। কমিটিতে কোনো যুগ্ম আহবায়ক নেই। বিগত কমিটিতে ৮ জন যুগ্ম আহবায়ক থাকলেও মিনার নামে কোনো ব্যক্তি এই পদে ছিলেন না। তাছাড়া কোটা সংস্কার আন্দোলন কিংবা অন্য কোনো কারণে সাম্প্রতিক সময়ে চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের কোনো নেতা-কর্মীর মৃত্যু হয়নি।
সুতরাং, কুমিল্লা চৌদ্দগ্রামের ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মিনারের মৃত্যু হয়েছে শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Banglanews24 – চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের ৯সদস্যের আহবায়ক কমিটি গঠন
- Comilla Journal – চৌদ্দগ্রামে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম
- Rumor Scanner’s own analysis
|