schema:text
| - বাংলাদেশের নানা পাবলিক বিশ্ববিদ্যালয়সহ দেশীয় নানা উচ্চশিক্ষার প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিগত বেশ কয়েকদিন ধরেই সকল গ্রেডের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছে। এরই মাঝে গত ১৪ জুলাই সাম্প্রতিক চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়েও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রশ্ন করা হলে প্রত্যুত্তরে এক পর্যায়ে তিনি প্রশ্ন রেখে বলেন, ”মুক্তিযোদ্ধাদের ওপর এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিরা চাকরি পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে?” প্রধানমন্ত্রীর এমন মন্তব্য অপমানসূচক দাবি করে আন্দোলনকারীদের আন্দোলন ও বিক্ষোভ বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে তীব্র আকার ধারণ করেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থীরা স্বতস্ফূর্তভাবে এ আন্দোলনে অংশগ্রহণ করছেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশি হাস্যরসাত্মক কনটেন্ট ক্রিয়েটর লিলিপুট ফারহান ওরফে ফারহান সাদিককেও আন্দোলনে অংশ নিতে দেখা যায়। এদিকে, নানা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দফায় দফায় ছাত্রলীগের হামলার অভিযোগও উঠেছে। এরই প্রেক্ষিতে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একজন আহত ব্যক্তির একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, ভিডিওটিতে প্রদর্শিত আহত ব্যক্তি লিলিপুট ফারহান। তিনি আন্দোলনে হওয়া হামলায় আহত হয়েছেন।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, লিলিপুট ফারহান চলমান আন্দোলনে এখন পর্যন্ত কোনো হামলার শিকার হননি। লিলিপুট ফারহান নিজেই ফেসবুকে একটি ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত, তার ওপর হামলার ঘটনার ভিডিও দাবিতে প্রচারিত ভিডিওটিতে প্রদর্শিত ব্যক্তি তিনি নন বরং এটি ভিন্ন ব্যক্তির ভিডিও।
অনুসন্ধানের প্রাথমিক পর্যায়ে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতে প্রদর্শিত ব্যক্তিকে পর্যবেক্ষণ করলে তার মুখে কিছুটা ঘন দাড়ি দেখা যায়। অপরদিকে গতকাল (১৫ জুলাই) অনুষ্ঠিত হওয়া কোপা আমেরিকা টুর্নামেন্টের ফাইনালে আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যকার ম্যাচে নিজের প্রতিক্রিয়ার দৃশ্যধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিলিপুট ফারহান ওরফে ফারহান সাদিক তার অন্য একটি ফেসবুক পেজ Liliput Sports এ পোস্ট করেন লিলিপুট ফারহান ওরফে ফারহান সাদিক যেখানে তার মুখে উল্লেখযোগ্য কোনো দাড়ি দেখা যায়নি। তাছাড়া, দু’জনের মুখমণ্ডলের মধ্যেও পার্থক্য লক্ষ্য করা যায়, যা প্রাথমিকভাবে নিশ্চিত করে দুইজন ভিন্ন ব্যক্তি।
অতঃপর, লিলিপুট ফারহানের ফেসবুক পেজ পর্যবেক্ষণ করলে তাকে আজ (১৬ জুলাই) “Please don’t spread any rumours. ami basay achi and safe Alhamdulillah” ক্যাপশনে একটি ভিডিও পোস্ট করতে দেখা যায়। ভিডিও বার্তাটিতে তিনি জানান, তিনি বাসায় নিরাপদে আছেন৷ দাবি প্রচারের সময় তিনি বাসায় ঘুমাচ্ছিলেন। তিনি নিরাপদ এবং সুস্থ আছেন। অর্থাৎ, তার ওপর কোনো হামলা হয়নি বা তিনি আহত হননি।
সুতরাং, লিলিপুট ফারহান ওরফে ফারহান সাদিকের ওপর হামলার দাবিটি সত্য নয়৷
অতঃপর, প্রচারিত ভিডিওটিতে প্রদর্শিত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করে রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধানে Dhaka University Admission Helpline 2024-2025 নামের একটি ফেসবুক গ্রুপে লিজন আহমেদ নামের একটি ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে আলোচিত ভিডিওটি পোস্ট করা হয় এবং ক্যাপশনে দাবি করা হয়, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতে প্রদর্শিত ব্যক্তি লিলিপুট ফারহান নন, বরং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জিতু (৪৭)। লিজন আহমেদের ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে জানা যায়, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষার্থী। এছাড়া, উক্ত পোস্টের মন্তব্য বিভাগে মাহাদি হোসাইন নামে আরেকজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মন্তব্য পাওয়া যায় যেখানে তিনি দাবি করেন, আলোচিত ভিডিওটিতে প্রদর্শিত ব্যক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। একই মন্তব্যে তিনি JU Insiders নামের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভিত্তিক একটি ফেসবুক পেজের একটি পোস্টের লিঙ্ক সংযুক্ত করেন৷ JU Insiders এর উক্ত পোস্টে দেশীয় সংবাদপত্র দৈনিক বণিক বার্তার সাংবাদিক মেহেদী মামুনের তুলা বেশ কিছু ছবি পোস্ট করা হয় এবং ছবিগুলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীদের দৃশ্যের বলে দাবি করা হয়। অধিকতর অনুসন্ধানে মেহেদী মামুনের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টেও উক্ত ছবিগুলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দাবিতে পাওয়া যায়৷ উক্ত ছবিগুলোর মধ্যকার একজনের সাথে আলোচিত ভিডিওটিতে প্রদর্শিত আহত ব্যক্তির সাথে মিল পাওয়া যায়।
তবে, আলোচিত ভিডিওটিতে প্রদর্শিত আহত ব্যক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিনা তা নিশ্চিত হওয়া না গেলেও এটি নিশ্চিত যে ভিডিওর আহত ব্যক্তি লিলিপুট ফারহান নয়।
মূলত, সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে হামলা ও সংঘর্ষের ঘটনার প্রেক্ষিতে কনটেন্ট ক্রিয়েটর লিলিপুট ফারহান ওরফে ফারহান সাদিক হামলার শিকার হয়ে আহত হয়েছেন শীর্ষক দাবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হচ্ছে। কিন্তু, রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, লিলিপুট ফারহান ওরফে ফারহান সাদিকের ওপর কোনো হামলা হয়নি। তিনি সম্পূর্ণ সুস্থ এবং নিরাপদ আছেন। প্রকৃতপক্ষে, ভিন্ন একজন আহত ব্যক্তির ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে কনটেন্ট ক্রিয়েটর লিলিপুট ফারহান ওরফে ফারহান সাদিক চলমান কোটা সংস্কার আন্দোলনে আহত হয়েছেন।
সুতরাং, চলমান কোটা সংস্কার আন্দোলনে কনটেন্ট ক্রিয়েটর লিলিপুট ফারহান ওরফে ফারহান সাদিক আহত হয়েছেন শীর্ষক দাবি মিথ্যা।
তথ্যসূত্র
- Liliput Farhan – Facebook Post
- Rumor Scanner’s own analysis
|