schema:text
| - ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ০৫ আগস্ট ক্ষমতা হারায় শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা আশ্রয় নেন ভারতে। শেষ খবর পাওয়া পর্যন্ত তার অবস্থান ভারতেই বলে জানা যাচ্ছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের ভাইরাল হওয়া কিছু পোস্টে দাবি করা হচ্ছে, “সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, শেখ হাসিনা জনগনের লাশের বন্যা ও মৃত্যু চাননি সে জন্যে তিনি ভারতে চলে যান। যাঁদের জন্য দেশের এতো উন্নয়ন করেছেন তাদের মৃত্যু চাননি,তাই তিনি পদত্যাগ না করেই ভারতে চলে যান।”
উক্ত দাবিতে ফেসবুকের কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সেনাপ্রধান “শেখ হাসিনা জনগনের লাশের বন্যা ও মৃত্যু চাননি বলেই ভারতে চলে যান” শীর্ষক কোনো মন্তব্য করেননি বরং, প্রায় সমজাতীয় দাবি আওয়ামী লীগের পক্ষ থেকে পূর্বে বিভিন্ন সময়ে প্রচার করা হলেও সেনাপ্রধান কখনোই এমন কোনো মন্তব্য করেননি বলে নিশ্চিত হয়েছে রিউমর স্ক্যানার।
এ বিষয়ে অনুসন্ধানে শুরুতে সেনাপ্রধান এমন কোনো বক্তব্য দিয়েছেন কিনা তা জানতে বাংলাদেশ সেনাবাহিনীর অফিশিয়াল ফেসবুক পেজ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) ওয়েবসাইট পর্যবেক্ষণ এবং কনটেন্ট বিশ্লেষণ করে রিউমর স্ক্যানার। সেনাবাহিনীর পেজে গত ০৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ পরবর্তী সময়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের বক্তব্যের পুরো ভিডিও খুঁজে পাওয়া যায়। গণমাধ্যমের সামনে জাতির উদ্দেশ্যে দেওয়া এই ভাষণে শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করলেও তাকে কথিত মন্তব্যটি করতে শোনা যায়নি৷ আইএসপিআরের ওয়েবসাইটে সেনাপ্রধানের নিয়মিত কার্যক্রমের বিষয়ে হালনাগাদ তথ্য প্রদান করা হয়। তবে সেখানেও সেনাপ্রধানের এমন কোনো মন্তব্যের অস্তিত্ব মেলেনি৷
জেনারেল ওয়াকার-উজ-জামান গণঅভ্যুত্থান পরবর্তী বিভিন্ন সময়ে গণমাধ্যম এবং সাধারণ মানুষের (১, ২, ৩) সাথে কথা বলেছেন, দিয়েছেন সাক্ষাৎকারও (রয়টার্স, নাগরিক টিভি কানাডা)। এসব বক্তব্য এবং সাক্ষাৎকার বিশ্লেষণ করেও শেখ হাসিনা প্রসঙ্গে তাকে উক্ত মন্তব্য করতে দেখা যায়নি।
রিউমর স্ক্যানার এ বিষয়ে জানতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরে (আইএসপিআর) যোগাযোগ করলে তাদের পক্ষ থেকে রিউমর স্ক্যানারকে জানানো হয়, সেনাপ্রধান এমন কোনো মন্তব্য করেননি।
সেনাপ্রধান শেখ হাসিনাকে নিয়ে এমন কোনো বক্তব্য না দিলেও সমজাতীয় বক্তব্য আওয়ামী লীগের পক্ষ থেকে করার প্রমাণ পাওয়া যায়। শেখ হাসিনা সরকারের সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এক ফেসবুক স্ট্যাটাসে দাবি করেন, লাশের ওপর দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে চাননি বলেই তিনি ক্ষমতা ছেড়ে দিয়েছেন। এর পূর্বে শেখ হাসিনার লেখা দাবিতে একটি ভুয়া চিঠি ভাইরাল হয়েছিল৷ তাতে লেখা ছিল, “আমি পদত্যাগ করেছি, শুধুমাত্র লাশের মিছিল যেন আর না দেখতে হয়।” এই চিঠি শেখ হাসিনা লিখেননি নিশ্চিত হওয়ার পর এ বিষয়ে ফ্যাক্টচেক প্রকাশ করে রিউমর স্ক্যানার৷
সুতরাং, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান “শেখ হাসিনা জনগনের লাশের বন্যা ও মৃত্যু চাননি বলেই ভারতে চলে যান” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা
তথ্যসূত্র
- Statement from ISPR
- Rumor Scanner’s own analysis
|