schema:text
| - সম্প্রতি সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, সৌদি আরবের আল-জাওফ অঞ্চলে তুষারপাত দেখতে পাওয়া গিয়েছে। এরই প্রেক্ষিতে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দাবি প্রচার করা হচ্ছে, ইতিহাসে প্রথমবারের মতো সৌদি আরবে তুষারপাত হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইতিহাসে প্রথমবারের মতো সৌদি আরবে তুষারপাত হয়েছে শীর্ষক দাবিটি সঠিক নয় বরং, আগেও সৌদি আরবে তুষারপাত দেখা গিয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে সৌদি প্রেস এজেন্সির ওয়েবসাইটে ২০২৩ সালে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেসময় সৌদি আরবের তাবুক অঞ্চলে তুষারপাত দেখতে পাওয়া গিয়েছে। সৌদি প্রেস এজেন্সির বরাতে সৌদি আরব ভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজেও ২০২৩ সালে তাবুকের জাবাল আল লাওজ পর্বতে তুষারপাত হওয়ার বিষয়ে সংবাদ পাওয়া যায়। Arabia Weather নামের একটি ওয়েবসাইটে ২০২৩ সালে একটি ভিডিও সংযুক্ত করে দাবি করা হয়, ১৯৯১ সালেও সৌদি আরবের তাবুকে তুষারপাত হয়েছে। ২০২২ সালেও তাবুক প্রদেশে তুষারপাত হওয়ার সংবাদ সংবাদমাধ্যমে পাওয়া যায়৷ সৌদি আরবের তুরাইফ শহরেও তুষারপাতের সংবাদ ২০২২ সালে নানা সংবাদমাধ্যমে এসেছে। তার আগে ২০১৮ সালে সৌদি আরবে ব্যাপক তুষারপাত হয়েছে বলেও সংবাদ পাওয়া যায়।
সৌদি আরবের মিডিয়া মন্ত্রণালয় কর্তৃক প্রতিষ্ঠিত প্ল্যাটফর্ম সৌদিপিডিয়া তথা সৌদি এনসাইক্লোপিডিয়াতেও এ বিষয়ে নিবন্ধ পাওয়া যায়৷ জানা যায়, তাবুক প্রদেশে প্রায় প্রতিবছরই তুষারপাত হয়ে থাকে। জাবাল আল-লাওজ, জাবাল আল-ধাহর, জাবাল আলাক্বান নামক তিনটি পর্বতের চূড়ায় প্রচন্ড পরিমাণে তুষারপাত হয়। তাবুকে তুষারপাতের সময়কাল সাধারণত প্রতি বছরের জানুয়ারিতে শুরু হয়।
সৌদিপিডিয়ায় প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে তুষারপাত হয়, যার মধ্যে রয়েছে আসির প্রদেশের আবহা (Abha) শহরের এলাকা এবং আল বাহাহ শহরের বৃহৎ অংশ। এছাড়া তাবুক, তুরাইফ, আল গুরাইয়াত/কুরায়য়াত (Al Qurayyat) অঞ্চলসহ আরো নানা জায়গায় তুষারপাত দেখা যায়।
উল্লেখ্য যে, সৌদি আরবে এর আগেও নানা জায়গায় তুষারপাত দেখা গেলেও আল-জাওফ অঞ্চলে এবারই প্রথম তুষারপাত রেকর্ড করা হয়েছে।
সুতরাং, সৌদি আরবের ইতিহাসে প্রথমবারের মতো তুষারপাত হয়েছে শীর্ষক দাবিটি বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Saudi Press Agency – Tabuk’s Jabal Al-Lawz Blanketed with Snow for Third Time
- Arab News – Snow covers Saudi Arabia’s Tabuk mountains
- Arabia Weather – video | Snow on Tabuk 32 years ago.. Rare scenes
- Prothom Alo – বছরের শুরুতে তুষারে ঢাকল সৌদির তাবুক অঞ্চল
- Saudi Gazette – Snow blankets Turaif as mercury drops subzero
- Saudipedia – Snow Season in Tabuk
- Saudipedia – Snow Season in Saudi Arabia
- CNBC TV18 – Rare snowfall in Saudi Arabia’s desert | Pictures and videos inside
- Rumor Scanner’s own analysis
|