schema:text
| - সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের গণআন্দোলনের মুখে গত ০৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই প্রেক্ষিতে, হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন আমেরিকায় গিয়ে নিজের ভুল স্বীকার করেছেন দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে।
ফেসবুক পোস্ট: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং, গত মার্চ মাসের ভিডিওকে সম্পাদনা করে খন্ডিত অংশ জোড়া লাগিয়ে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, চলন্ত গাড়িতে আমেরিকা থেকে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, “বিদেশে এসেও যে এসব চিন্তা শান্তি দেয় তা না, কিছু অশান্তি নিয়ে মনে হয় বাকি জীবন একেবারে কবর পর্যন্ত এরকম অশান্তি নিয়েই যাইতে হবে। আমার জীবনে অনেকগুলো ভুল সিদ্ধান্ত, ভুল কাজ আছে। আমি মানুষ হিসেবে অনেক ভুল করছি। এবং আরও বলেন, গতকাল বিকেলে নিউইয়র্কে এসে পৌঁছাইছি এখন নিজের ভাগ্নের গাড়িতে করে আমাকে আমার বোনের বাসা থেকে নিয়ে যাচ্ছে আমার মায়ের বাসায়। অনেকগুলো মেসেজ পাইছি বাংলাদেশ থেকে, যদিও এটা নিয়ে আমি খুব চিন্তিত ছিলাম না , কথা বলা দরকার আমি ভাবতেছিলাম, বিভিন্ন কথাবার্তা হয়, এটা আসলে আমি আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে চাই যে এটা বন্ধ করতে হবে, এটা যদি বন্ধ না করেন অনেক মানুষের অনেক নির্যাতন ও অনেক কষ্ট হয়।”
তবে ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। অনুসন্ধানে, ‘Barrister Syed Sayedul Haque Suman’ এর ফেসবুক পেজে গত ১৫ মার্চ ‘মেয়ের বাড়িতে ইফতার পাঠানো গরীব বাবার জন্য এক ভয়ানক যন্ত্রণার নাম!’ শীর্ষক শিরোনামে একটি ভিডিও পাওয়া যায়।
ভিডিওটিতে ব্যারিস্টার সুমন রমজান মাসে মেয়ের বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ইফতার নেওয়া বন্ধের অনুরোধ জানিয়ে আমেরিকা থেকে বলেন, অনেকেই সামাজিকতা রক্ষার্থে কষ্ট করে মেয়ের শ্বশুর বাড়িতে ইফতার দেন কিন্তু খোঁজ নিয়ে দেখবেন যিনি দেন তিনি লজ্জায় কিছু বলতে না পারলেও তার কষ্ট হয়। এবং তিনি চুনারুঘাট মাধবপুরবাসীর প্রতি বিশেষ অনুরোধ জনিয়ে বলেন, আপনারা মেয়ের বাবার বাড়ি থেকে ইফতার আনবেন না। ভিডিওতে তিনি নিজের শ্বশুরবাড়ি থেকে ইফতার নেওয়া বন্ধ করে দিয়েছেন বলেও দাবি করেন।
এই ভিডিও’র সাথে আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই। মূলত, এই ভিডিওর ভিন্ন ভিন্ন ক্লিপ নিয়ে আগে পরে জোড়া লাগিয়ে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
সুতরাং, সরকার পতনের পর আমেরিকায় গিয়ে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন নিজের ভুল স্বীকার করেছেন শীর্ষক দাবিতে পুরোনো ও ভিন্ন ঘটনার ভিডিও প্রচার করা হয়েছে ; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Barrister Syed Sayedul Haque Suman: Facebook Video
- Rumor Scanner’s Own Analysis
|