গাজা ও লেবাননে ইসরায়েলের হামলার জবাবে ১ অক্টোবর ইসরায়েলে বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে ১৮০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এরই প্রেক্ষিতে, ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এটি ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও নয় বরং গত আগস্ট মাসে ইন্দোনেশিয়ার একটি শহরে আগুন লাগার দৃশ্য উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে Bang_Pinn নামক টিকটক অ্যাকাউন্টে গত ২২ আগস্ট তারিখে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিওর ক্যাপশনে ইন্দোনেশিয়ার পূর্ব কালিমান্তানের পূর্ব কুতাই রিজেন্সির সাংকুলিরাং জেলায় আগুন লাগার তথ্য জানানো হয়।
পরবর্তী অনুসন্ধানে ইন্দোনেশিয়া ভিত্তিক গণমাধ্যম Nusantara TV এর ইউটিউব চ্যানেলে গত ২২ আগস্ট প্রকাশিত প্রতিবেদনে সমজাতীয় দৃশ্য দেখা যায়।
প্রতিবেদনটি থেকে জানা যায়, ইন্দোনেশিয়ার পূর্ব কালিমান্তানের পূর্ব কুতাই রিজেন্সির সাংকুলিরাং জেলার একটি মার্কেট কমপ্লেক্সে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন লাগে। উক্ত ঘটনায় শতাধিক দোকান পুড়ে যায়।
ইন্দোনেশিয়া ভিত্তিক সংবাদ মাধ্যম Tribun Kaltim এর ওয়েবসাইটে গত ২২ আগস্ট প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।
সুতরাং, ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও দাবিতে ইন্দোনেশিয়ার একটি মার্কেটে আগুন লাগার ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Bang_Pinn – Tiktok Video
- Nusantara TV – Youtube Video
- Tribun Kaltim – Kronologi Kebakaran Pasar di Atas Laut Sangkulirang Kutim, 5 Jam Padamkan Api, 100 Kios Terbakar